|
|
|
|
বালাই নেই মোবাইল ফোনের, আড়ি পাতার ভয়ও নেই তাঁর
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
৩৫ জন রাষ্ট্রনেতার উপরে আমেরিকার নজরদারি নিয়ে এখন সরগরম সারা বিশ্ব। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মোবাইল ফোনে মার্কিন গোয়েন্দাদের আড়িপাতার প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি বার্লিনের। কিন্তু, অন্তত এই ভয় নেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। কারণ, মোবাইল ফোনই নেই তাঁর।
প্রাক্তন মার্কিন গুপ্তচর এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যে চরম অস্বস্তিতে পড়েছে আমেরিকা। কারণ, কেবল বিভিন্ন দেশের সরকার নয়, নানা রাষ্ট্রনেতার ফোনে কথোপকথনের উপরে মার্কিন নজরদারির প্রমাণ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি, ফ্রান্স-সহ নানা দেশ। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
কিন্তু, মের্কেলের মতো নজরদারি মনমোহনের উপরে সম্ভব নয় বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র। কারণ, মনমোহন কোনও মোবাইল ব্যবহার করেন না। তাঁর কোনও ব্যক্তিগত ই-মেল অ্যাকাউন্টও নেই। প্রধানমন্ত্রীর দফতরের ই-মেল অ্যাকাউন্টের মাধ্যমেই কাজকর্ম চলে।
তবে মার্কিন আড়িপাতার প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেক দেশ ইন্টারনেটের মূল ধারণাকেই ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা অনেকের। কারণ, ইতিমধ্যেই জার্মানির মধ্যে নেট যোগাযোগে বিনিময় হওয়া তথ্য বিদেশিদের হাত থেকে রক্ষা করতে উদ্যোগী হয়েছে রাষ্ট্রায়ত্ত ডয়েশ টেলিকম। এ বিষয়ে জার্মানির টেলিকম সংস্থার সাহায্য চেয়েছে তারা।
কিন্তু অনেকের মতে, ডয়েশের এই উদ্যোগ সফল হওয়া কঠিন। কারণ, বিদেশে সার্ভার রয়েছে এমন ওয়েবসাইট জার্মানরা দেখলে সেখানে এই সুরক্ষা ব্যবস্থা কাজ করবে না। তা ছাড়া বিভিন্ন দেশের নেটওয়ার্কের মধ্যে তথ্য বিনিময়ের মাধ্যমেই ইন্টারনেট কাজ করে। মার্কিন নেট সুরক্ষা বিশেষজ্ঞ ড্যান কামিনস্কির মতে, এই তথ্য বিনিময়ে সহযোগিতাই সীমান্ত মুক্ত বিশ্বের ধারণা তৈরি করেছে। চিন, ইরানের মতো দেশ ইন্টারনেট নিয়ন্ত্রণ করে। কিন্তু, পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলিতেও সেই প্রবণতা শুরু হলে ভবিষ্যতে বড় সমস্যা দেখা দেবে বলে মনে করেন কামিনস্কি।
তবে ডয়েশের উদ্যোগ অন্য কারণেও সফল হবে না বলে মনে করেন নেট বিশেষজ্ঞ টরস্টেন জেরপট। তাঁর মতে, জার্মানির বিভিন্ন ব্রডব্যান্ড পরিষেবা সংস্থাকে এই বিষয়ে এক মঞ্চে পাওয়াও কঠিন। কারণ, তারা নিজেদের নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য একে অপরকে জানাতে আগ্রহী নয়। জেরপটের মতে, আমেরিকাকে পাল্টা চাপ দিতেই এই ঘোষণা করেছে ডয়েশ টেলিকম। |
পুরনো খবর: মের্কেলের ফোনে মার্কিন আড়ি পাতা নিয়ে সরব হল জার্মানি |
|
|
|
|
|