মোদীর বিহার সফরে এ বার গাড়ি বিতর্ক
রেন্দ্র মোদীর জন্য বিহার সরকার বুলেট প্রুফ এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্ল) বরাদ্দ না করায় গুজরাতের মুখ্যমন্ত্রীর জন্য গাড়ি আসছে আমদাবাদ থেকেই। আর তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধে উঠেছে বিহার রাজনীতিতে। রাগে ফুঁসছে বিজেপি। বিহার পুলিশ জানিয়ে দিয়েছে, জেড-প্লাস নিরাপত্তার নরেন্দ্র মোদীর জন্য তাঁরা বুলেট প্রুফ অ্যাম্বাসাডর গাড়ি দেবেন। মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা গুজরাত পুলিশের কর্তারা সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তাঁদের মতে, বুলেট প্রুফ এসইউভি অনেক বেশী নিরাপদ। সেই কারণেই মোদীর নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করতে তাঁরা রাজি নন। বিহার সরকারের হাতে ২৫টি বুলেট প্রুফ অ্যাম্বাসাডর ও দু’টি এসইউভি গাড়ি রয়েছে। বিহার পুলিশের বক্তব্য, সোমবার থেকে রাজগিরে শুরু হচ্ছে জেডিইউ-এর সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দু’টি এসইউভি গাড়িই নীতীশের জন্য রাখা রয়েছে। সেই গাড়ি মোদীকে দেওয়া যাবে না। সেই কারণেই তাঁরা বুলেট প্রুফ অ্যাম্বাসাডর গুজরাতের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করেছেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে গুজরাত পুলিশের তরফে তাঁদের মুখ্যমন্ত্রীর জন্য বুলেট প্রুফ এসইউভি-র ব্যবস্থা করতে বলা হয়েছিল বিহার পুলিশকে। তা সত্ত্বেও তা করা হয়নি। এর পরেই আমদাবাদ থেকে মোদীর জন্য গাড়ি আনার সিদ্ধান্ত নেয় গুজরাত পুলিশ। বিজেপি নেতৃত্বের বক্তব্য, বিহার সরকারের নেতিবাচক মনোভাবের জবাব দিতেই এই সিদ্ধান্ত। নরেন্দ্র মোদীর নিরাপত্তার ব্যাপারটি দেখতে কয়েকদিন আগেই গুজরাতের এক জন ডিআইজি মর্যাদার পুলিশ অফিসার এখানে এসেছেন।
বিহার বিধানসভার বিরোধী দলনেতা, বিজেপির নন্দকিশোর যাদব বলেন, “এই নিয়ে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছিল। প্রথমে এই ব্যাপারে ওরা সহমত ছিল। পরে জানাল তারা বড় গাড়ি দিতে পারবে না।” তিনি বলেন, “মোদীর নিরাপত্তার বিষয়টি বিহার সরকারেরই দেখার কথা। তারা সেই দায়িত্ব পালন না করায় বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। কারণ মোদী শুধু গুজরাতের মুখ্যমন্ত্রীই নন, তিনি বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তাঁর নিরাপত্তা নিয়ে কোনও আপস আমরা করব না।”
রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক সূত্র স্বীকার করে নিয়েছেন, বুলেট প্রুফ এসইউভি অ্যাম্বাসাডরের তুলনায় অনেক বেশি নিরাপদ। ভারি স্টিলের প্লেট থাকার জন্য বুলেট প্রুফ এই গাড়ির ওজন দেড় টন। সাধারণ এসইউভি-র ওজন ৭০০ কিলোগ্রাম। রাজ্য পুলিশের এডিজি (সদর) রবীন্দ্র কুমার বলেন, “নরেন্দ্র মোদী জেড-প্লাস নিরাপত্তার অধিকারী। তাঁর জন্য বুলেট প্রুফ গাড়ি দেওয়ার কথা। আমরা তার জন্য অ্যাম্বাসাডরের ব্যবস্থা করেছিলাম।” এসইউভি-র ব্যাপারে গুজরাত পুলিশের সুপারিশের ব্যাপারে এডিজি বলেন, “আমাদের কাছে এই ব্যাপারে লিখিত কোনও আবেদন আসেনি। ওঁরা বুলেট প্রুফ গাড়ি চেয়েছিলেন।” পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “গুজরাতের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে আমরা সব রকমের ব্যবস্থা করেছি। এই ব্যাপারে কোনও ফাঁক থাকছে না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.