টুকরো খবর |
রাষ্ট্রপতির অভ্যর্থনায় ওমিতা পল
সংবাদ সংস্থা• মেঘালয় |
এ যেন একই অঙ্গে দুই রূপ। বিদেশ সফর তো দূরের কথা, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়া সফরেও যান না সচিব ওমিতা পল। কিন্তু রাষ্ট্রপতির মেঘালয় সফরের সরকারি কর্মসূচির তালিকাই এ বার জানিয়ে দিল, প্রণবের এই সফরের সঙ্গী হচ্ছেন সচিব ওমিতা। তবে দিল্লি থেকে রাষ্ট্রপতির সঙ্গে এক বিমানে মেঘালয় যাচ্ছেন না তিনি। শিলংয়ে পৌঁছেছেন আগে। উঠেছেন শিলংয়ের রাজভবনে। কারণ, মেঘালয়ের রাজ্যপাল কে কে পল স্বয়ং তাঁর স্বামী! তা হলে তিনি রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে মেঘালয়ের রাজ্যপালের অতিথি? নাকি রাজ্যপালের স্ত্রী হিসাবে রাষ্ট্রপতিকে শিলংয়ের রাজভবনে অভ্যর্থনা জানাচ্ছেন তিনি? জবাবে হেসে রাষ্ট্রপতির সচিবালয়ের এক আমলা জানালেন, “দুটোই। রাষ্ট্রপতির সচিব রাজভবনে থাকবেন ওমিতা পল। আর রাজ্যপালের স্ত্রী রাজভবনে থাকবেন, সেটাই তো স্বাভাবিক।” |
ধৃত পাঁচ মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ঔরঙ্গাবাদে মাওবাদী ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে আগ্নেয়াস্ত্র এবং মাওবাদী লিফলেট মিলেছে। পুলিশ জানায়, কয়েকমাস আগে ঔরঙ্গাবাদের গোহ এলাকায় হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ২৯টি অস্ত্র লুঠ করেছিল জঙ্গিরা। ধৃতদের নিয়ে সে সব অস্ত্রের খোঁজে তল্লাশি করা হচ্ছে। |
সোনার খোঁজে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্টের |
উত্তরপ্রদেশের উন্নাওয়ে সোনার খোঁজে খননকার্যে আপাতত হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট। উন্নাওয়ে ওই অনুসন্ধানে কোর্টের হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছিলেন কৌঁসুলি এম এল শর্মা। তাঁর বক্তব্য, খননকার্য চলার সময়ে নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া উচিত শীর্ষ আদালতের। কারণ, উপযুক্ত নিরাপত্তা না থাকলে সম্পদ উদ্ধার হাতিয়ে নিতে পারে অনেকে। কোর্ট জানিয়েছে, সম্পদ উদ্ধার হবে কি না তা এখনও জানা যায়নি। অনুমানের উপরে ভিত্তি করে কোনও নির্দেশ দেওয়া যায় না। সব চাঞ্চল্যকর ঘটনায় কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। সাধু শোভন সরকারের স্বপ্নের উপরে ভিত্তি করে পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) এই খননকার্য চালাচ্ছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ। সে কথা অবশ্য অস্বীকার করেছে এএসআই। কিন্তু, স্বপ্নের উপরে ভিত্তি করে খননকে সম্প্রতি ব্যঙ্গ করেন নরেন্দ্র মোদী। সাধু শোভনের পক্ষ থেকে তাঁকে চিঠি দিয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। সোমবার এক টুইটে মোদী জানিয়েছেন, “লক্ষ লক্ষ মানুষ সাধু শোভনকে বিশ্বাস করেন। আমিও তাঁর ত্যাগ ও তপস্যাকে প্রণাম জানাই।” |
পুরনো খবর: অখ্যাত উন্নাও যেন সোনার কেল্লা, স্বপ্নাদেশ নিয়েই শুরু খনন অভিযান |
মামলার নথির হিন্দি অনুবাদের আবেদন |
দিল্লি গণধর্ষণ কাণ্ডের মামলার নথিপত্রের হিন্দি অনুবাদ চেয়ে দিল্লি হাইকোর্টে আর্জি জানাল দুই আসামি। সোমবার মামলার শুনানি চলাকালীন দুই আসামি পবন ও মুকেশের কৌঁসুলি এম এল শর্মা বিচারকদের কাছে এ বিষয়ে আবেদন পেশ করেন। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর, চার্জশিট, অভিযোগের সত্যতার প্রমাণ, ফাঁসির রায় ইত্যাদি সমস্ত নথিই ইংরেজিতে লেখা হয়েছে। তাঁর মক্কেলদের সুবিধার্থে সমস্ত নথির হিন্দি অনুবাদ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
|
পুরনো খবর: ফাঁসির সাজাই মিলল নির্ভয়ার চার ধর্ষকের |
জেলে আত্মহত্যার চেষ্টা জাহাজকর্মীর |
অবৈধ ভাবে অস্ত্র ও বিস্ফোরক বহন করার দায়ে আটক মার্কিন জাহাজের মুখ্য ইঞ্জিনিয়ার আত্মহত্যা করার চেষ্টা করলেন। তামিলনাড়ু পুলিশ সূত্রের খবর, আটক জাহাজ এমভি সিম্যান গার্ড ওহায়োর কর্মীদের শুক্রবার গ্রেফতার করে পল্লায়মকোত্তাই সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। সেখানে ভাষাগত সমস্যার মুখে পড়েছেন জাহাজকর্মীরা। তাঁদের মধ্যে ওই ব্যক্তি সব চেয়ে বেশি হতাশ হয়ে পড়েছিলেন। সোমবার জেলের ভিতরেই নিজের পোশাক গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে জেলকর্মীদের হাতে ধরা পড়েন তিনি। সব বন্দিরই কাউন্সেলিং চলছে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ।
|
পুরনো খবর: গ্রেফতার মার্কিন জাহাজের নাবিকরা |
বিমানবন্দরে হেনস্থা যাত্রীকে |
ফের নকল পায়ের কারণে বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন এক যাত্রী। বছর পঁয়তাল্লিশের রাজেশ ভাটিয়া ২০ বছরেরও বেশি সময় ধরে নকল পা ব্যবহার করে চলাফেরা করেন। পেশাগত কারণে প্রায়শই বিমানে যাতায়াত করেন তিনি। চলতি মাসের আট তারিখে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাঁকে বাধ্য করেন কোমরের নীচ থেকে পা-টি খুলে পরীক্ষা করাতে। ঘটনায় রীতিমতো অপমানিত রাজেশ ভাটিয়া। অগস্ট মাসেই নকল পায়ের কারণে বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছিলেন এক মহিলা। সে সময়েই সরকারি ভাবে জানানো হয়েছিল, ভবিষ্যতে যাতে আর এ ধরনের সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য তল্লাশি পদ্ধতিতে বদল আনা হবে। তার পরেও ফের এমন ঘটনায় আবারও প্রশ্নের মুখে বিমানবন্দর কর্তৃপক্ষের সংবেদনশীলতা। |
আসারামের আর্জি খারিজ |
যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত আসারাম বাপু সম্প্রতি অভিযোগ করেছিলেন, সংবাদমাধ্যম টিআরপির লোভে তাঁর পরিবার ও আশ্রম সম্পর্কে কুৎসা রটাচ্ছে। এর উপর বিধিনিষেধ আরোপের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান তিনি। সোমবার আসারামের সেই আবেদনই খারিজ করে দিল প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ। আসারামের ছেলে নারায়ণ সাইয়ের খোঁজে তদন্তকারী এক মহিলা আইপিএস অফিসারকে খুনের হুমকির অভিযোগ উঠল। “আসারামের ছেলের খোঁজে তল্লাশি অভিযান বন্ধ করুন এখনই, নয় তো প্রাণে বাঁচবেন না,” সুরাতের মহিলা আইপিএস অফিসারের মোবাইলে এল এমনই হুমকি।
|
পুরনো খবর: আসারামের আশ্রমে ভাঙচুর |
সাংসদ পদ খোয়ালেন মাসুদ |
দুর্নীতি মামলায় সাজা হওয়ায় রাজ্যসভার সদস্য পদ হারালেন কংগ্রেস নেতা রশিদ মাসুদ। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয়, ২ বছরের বেশি সাজা হলে আইনসভার সদস্যপদ হারাবেন সাংসদ ও বিধায়ক। সেই রায়ের ফলে এই প্রথম পদ হারালেন কোনও সাংসদ।
|
পুরনো খবর: সাংসদ পদ হারাবেন সাজাপ্রাপ্ত মাসুদ |
পূর্ব রেলে পণ্য পরিবহণ |
পণ্য পরিবহণে ফের নতুন নজির গড়ল পূর্ব রেল। গত সেপ্টেম্বরে ৫২.৭০ লক্ষ টন পণ্য পরিবহণ করেছে তারা। ২০১২-র একই সময়ের তুলনায় যা ১৬.৬৭% বেশি। এর মাধ্যমে তাদের আয়ও ১৫.৮৪% বেড়ে হয়েছে ৩৫৩.৯৭ কোটি টাকা। এর আগে কোনও বছর সেপ্টেম্বর মাসে এত পণ্য পরিবহণ করার নজির নেই পূর্ব রেলের। |
|