টুকরো খবর
মালিগাঁওয়ের উৎসবে মেতে ওঠে গুয়াহাটি
রেল কলোনির সুবাদে পাণ্ডু-মালিগাঁও গুয়াহাটির বুকে ছোটখাটো এক বাংলা। তাই সেখানকার পুজোর জাঁকজমক যে অন্যদের হারিয়ে দেবে তা বলাই বাহুল্য। পাণ্ডু-মালিগাঁওয়ের কুমোরপাড়া, মাঠে, গলিতে এখন চলছে তুলির শেষ ছোঁয়ার ব্যস্ততা। আর চলছে জোর প্রার্থনা, বরুণ দেবের কাছে। বৃষ্টির দাপটে পুজোর প্রস্তুতির যে প্রায় তীরে এসে তরী-ডোবা অবস্থা। এই এলাকায় এ বছর প্রায় ৮০টি দুর্গাপুজো হচ্ছে। তার মধ্যে শহরের সবচেয়ে নামজাদা পুজো অবশ্যই রেস্টক্যাম্প কালীবাড়ি। শহর ছাড়াও, শহরতলির বহু মানুষ এই পুজো দেখতে ভিড় জমান। পুজো ঘিরে বসে মেলা। এ বছর তাদের থিমে রয়েছে দেশ-বিদেশের অদ্ভুত মিশ্রণ। চায়না গেট দিয়ে ঢুকে দর্শনার্থীরা ভারতের ৫১ পীঠ দর্শন করতে পারবেন। পুজো কমিটির সচিব তাপস নাহা জানান, প্রতিমা তৈরি করছেন কলকাতার শিল্পী অমর পাল। ১৪ ফুট উঁচু অলংকরণে মোড়া প্রতিমা তৈরির খরচ পড়ছে প্রায় ৯০ হাজার টাকা। আর রেস্ট ক্যাম্পে চন্দননগরের আলোকসজ্জাও তাদের সুনাম অক্ষুন্ন রাখতে তৈরি। মালিগাঁওয়ের আরও এক ঐতিহ্যের পুজো মালিগাঁও কালীবাড়ির পুজো। এ বছর কালীবাড়ির পুজো ৬৩ বছরে পা দিল। প্রথাগত পুজোই তাদের সনাতন সংস্কৃতি। পাণ্ডুর আমেরিকান কলোনিতে এ বার গড়ে উঠছে কেদারনাথ মন্দির। রেলওয়ে কলোনির পুজোর থিম ‘সন্ত্রাস দমন’।

মণিপুরে জঙ্গি হানা
মণিপুরে ফের ভিন রাজ্যের শ্রমিকদের হত্যা করতে বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা। গত কাল তামেংলং জেলায়, ইম্ফল-জিরিবাম নির্মীয়মাণ রেলপথের কাম্বিরন শ্রমিক শিবিরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, লাইনের পাশেই তাঁবু খাটিয়ে শ্রমিকরা থাকতেন। সেখানেই অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাঁবুর ভিতরে গ্রেনেড ছুড়ে দিয়ে পালায়। গ্রেনেড ফেটে সাতজন জখম হন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। জখমদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভিন রাজ্যের শ্রমিকদের আস্তানায় এ ভাবে জঙ্গি হানার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, এই এলাকা থেকে কুকি জঙ্গিরা বহু বার তোলা আদায় করা ও শ্রমিকদের অপহরণ করার ঘটনা ঘটিয়েছে বলে শোনা গেলেও, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা কখনও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি।

বিএসএনএল গুদামে আগুন
ভিন রাজ্যের মানুষের জন্য মেঘালয়ে ইনার লাইন পারমিট চালুর দাবিতে আন্দোলন চালানো বিক্ষোভকারীরা গত কাল রাতে বিএসএনএল-এর একটি গুদামে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের মাওলাই মাওইয়ং এলাকায়। পুলিশ জানিয়েছে, সম্ভবত ওই অরক্ষিত গুদামটি লক্ষ্য করে একাধিক পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। রাত ১২টা থেকে দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভাবার কাজ শুরু করে। আজ সকাল অবধি গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছিল। বিএসএনএল সূত্রে জানানো হয়েছে, মূলত কেব্ল ও স্তম্ভ তৈরির সামগ্রী নষ্ট হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

ছিনতাইকারী ধরলেন মহিলা
ট্রেন থেকে এক মহিলার গয়না, টাকা ছিনতাই করে পালাবার সময় হাতেনাতে ধরা পড়ল এক চোর। চোর ধরতে ওই মহিলা চলতি ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলার কামপুরে। পুলিশ জানায়, আপ ব্রহ্মপুত্র মেল থেকে এক মহিলা যাত্রীর ব্যাগ কেড়ে নিয়ে চোরটি পালাবার চেষ্টা করেছিল। কিন্তু মহিলা ট্রেন থেকে নেমে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করেন। অন্যান্যরা ছিনতাইকারীকে ধরে ফেলে। গণপ্রহারের পরে ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দেওয়ায় মহিলার শিশুটি ট্রেনেই থেকে যায়। পরে জিআরপি লামডিং স্টেশন থেকে বাচ্চাটিকে উদ্ধার করে।

নৌকা ডুবে নিখোঁজ তিন
নৌকাডুবে তিন যাত্রী নিখোঁজ হল। জখম হল আরও দুই ছাত্রী। ঘটনাটি ঘটেছে কোকরাঝাড়ের সঙ্কোশ নদীতে। পুলিশ জানায়, আজ সকালে একটি দেশি নৌকা গোঁসাইগাঁও এলাকার প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে সঙ্কোশ নদী পার হচ্ছিল। যাত্রীদের মধ্যে বেশীরভাগই ছিল ছাত্রছাত্রী। সুরেন্দ্রপুর ঘাট থেকে কাশীবাড়ির দিকে যাচ্ছিল নৌকাটি। ঘাট থেকে অল্প দূরে যাওয়ার পরেই নৌকাটি উল্টে যায়। খরস্রোতা নদী থেকে বাকি যাত্রীদের উদ্ধার করা গেলেও তিনজন এখনও নিখোঁজ। সুমিলা হাঁসদা ও সুমালি রায় নামে দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পস্কো প্রকল্পের দ্রুত শিলান্যাসের আশা
আগামী বছরই ওড়িশায় পস্কো প্রকল্পের শিলান্যাস করা নিয়ে আশাবাদী দক্ষিণ কোরিয়া। সোমবার এখানে রাষ্ট্রদূত জুন গিউ লি বলেন, পরের বছরের শুরুতেই প্রেসিডেন্ট পার্ক গিউন হি-র ভারতে আসার কথা। সেই সময়েই প্রকল্পটির শিলান্যাস করতে চান তাঁরা। পাশাপাশি, পস্কো প্রকল্প বন্ধ করার যে সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত কমিটি করেছে, তা-ও উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জের সদস্যরা শুধুমাত্র নয়াদিল্লিতে পস্কো বিরোধী শিবিরের সঙ্গে কথা বলেই ওই রিপোর্ট দিয়েছে। ফলে তা একতরফা।

গ্রেফতার তিন ধর্ষক
গণধর্ষণের ঘটনার অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করল লখিমপুর পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর অসমের লখিমপুর জেলার লীলাবাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ধর্ষিতা মহিলা যে চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার মধ্যে কার্লোস বর্মা, রামনাথ গোঁসাই ও লিটু তাতাইকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত পলাতক।

গ্রেফতার ৩
এক ব্যবসায়ীকে হুমকি চিঠি দিয়ে দাবিমত ১০ লক্ষ টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল তিন সন্দেভাজন জঙ্গি। ধৃতেরা ‘মুসলিম লিবারেশন আর্মি’ নামের এক জঙ্গি সংগঠনের সদস্য। সোমবার ধুবুরির তামারহাট থানার সোনারহাট গ্রামে ঘটনাটি ঘটে। ধৃতদের নাম কসিমউদ্দিন শেখ, সাইজউদ্দিন শেখ এবং জিয়ারুল হক। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ওই সংগঠনের প্যাড, নথি এবং ৩টি মোবাইল ফোন। সম্প্রতি এলাকার এক ব্যবসায়ীকে চিঠি দিয়ে ওই টাকা দাবি করেন ধৃতেরা। ধুবুরি পুলিশ সুপার মৃদুলানন্দ শর্মা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নতুন গড়ে ওঠা এক জঙ্গি সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে।

গ্রেফতার ৪ দুষ্কৃতী
নিষিদ্ধ কাশির সিরাপ ও নেশার ট্যাবলেটসহ ৪ দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ধুবুরির গৌরীপুর থানার চৌরঙ্গি মোড় এলাকায়। নাম, মোস্তোফা হোসেন, আলতাব হোসেন, সামসুল হক এবং নুর নবি আজাদ।

জেলে লালুর সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতির ছেলে
রাঁচির বিরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে বন্দি লালু প্রসাদের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তথা পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। গত সন্ধ্যায় তিনি লালুর সঙ্গে দেখা করেন। আরজেডি নেতারা জানান, রাঁচিতে একটি অতিথিশালায় উঠেছিলেন অভিজিৎবাবু। কাল তিনি রাজরাপ্পা মন্দিরে পুজো দেন। সন্ধ্যায় জেলে গিয়ে প্রায় ২০ মিনিট লালুপ্রসাদের সঙ্গে কথা বলেন তিনি। আরজেডি শীর্ষ নেতার স্বাস্থ্যের খোঁজখবরও নেন। এ দিন পশ্চিমবঙ্গের আরজেডি সভাপতি বিন্দাপ্রসাদ রায়ও জেলে লালুর সঙ্গে দেখা করেন। পশুখাদ্য কেলেঙ্কারির চাইবাসা ট্রেজারি মামলায় সাজা পাওয়ার পর এ বার লালুর বিরুদ্ধে ওই দুর্নীতির অন্য মামলাগুলির শুনানিও শুরু হচ্ছে। দেওঘর ট্রেজারি থেকে ৯০ লক্ষ টাকা ওঠানোর অভিযোগেও মামলা চলে ছ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আজ ওই মামলায় লালুপ্রসাদকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। জেলে বসেই ‘ভিডিও কনফারেন্সের’ মাধ্যমে বিচারকের মুখোমুখি হন তিনি। ১২ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

পিএফে বেতনের সীমা বৃদ্ধির দাবি
প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি করল বিএমএস-সহ আরও কিছু ট্রেড ইউনিয়ন। বর্তমানে দুই একটি ছাড়া বাকি সব শিল্পে মাসিক ৬৫০০ টাকা পর্যন্ত আয়ের কর্মীরাই প্রভিডেন্ট ফান্ডের আওতায় পড়েন। বিএমএস-এর সাধারণ সম্পাদক বৈজনাথ রায় বলেন, “সম্প্রতি ইএসআই-এর আওতায় আসার জন্য বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার হয়েছে। আমরা প্রভিডেন্ট ফান্ডের বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানোর দাবি করেছি।” তিনি আরও জানান, “সংসদীয় বিশেষ কমিটিও প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসার বেতনের সীমা বাড়ানোর সুপারিশ করেছে। কিন্তু কেন্দ্র সে ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি।” বর্তমান নিয়ম আনুযায়ী ৬৫০০ টাকা পর্যন্ত বেতনের ১২% কমীরা প্রভিডেন্ট ফান্ডে দেন। একই পরিমাণ টাকা নিয়োগকারীকেও ওই খাতে জমা দিতে হয়।

টানা যৌন হেনস্থা, আত্মঘাতী মহিলা
যৌন হেনস্থার বিচার না মেলায় দিল্লির সচিবালয়ের সামনে জনসমক্ষে গায়ে আগুন দেন বছর চল্লিশের পবিত্রা ভরদ্বাজ। ৩০ সেপ্টেম্বর ৯০% দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। সোমবার মৃত্যু হল পবিত্রার। আর এ বার অভিযোগের আঁতুড়ঘর দিল্লি বিশ্ববিদ্যালয়। আর অভিযোগের তির বি আর অম্বেডকর কলেজের অধ্যক্ষ জি কে অরোরার দিকে। তিন বছরেরও বেশি সময় ধরে যৌন হেনস্থার শিকার হচ্ছিলেন বি আর অম্বেডকর কলেজের মহিলা কর্মচারী পবিত্রা ভরদ্বাজ। ২০১০ থেকে তিনি একাধিক বার দিল্লি পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। কিন্তু এতে ফল হয় উল্টো। অধ্যক্ষ জি কে অরোরার বিরুদ্ধে অভিযোগ আনার ‘অপরাধে’ গত বছরে বরখাস্ত হতে হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, পবিত্রা দেবীর অভিযোগ পাওয়ার পর তাঁরা একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিলেন অধ্যক্ষ জি কে অরোরাকে। কিন্তু তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ না মেলায় এফআইআরও নথিভুক্ত করা হয়নি। পুলিশের কাছে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে ফল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের যৌন হেনস্থা প্রতিরোধ কমিটির দ্বারস্থ হয়েছিলেন পবিত্রা। কমিটির তদন্ত এখনও শেষ হয়নি।

আসারামের আশ্রমে ভাঙচুর
আসারাম বাপুর কারধানির আশ্রমে সোমবার ভাঙচুর করলেন স্থানীয় মানুষ। যৌন হেনস্থার অভিযোগে এক মাসের উপর জেলেই রয়েছেন আসারাম। রবিবার সুরাতের দুই বোনও একই অভিযোগ এনেছেন রাজস্থানের এই ধর্মগুরুর বিরুদ্ধে। এ বার তাঁর সঙ্গে জড়িয়েছে ছেলে নারায়ণ সাইয়ের নামও। তারই প্রতিবাদে সোমবার জনা পনেরো লোক হানা দেন আশ্রমে। তাঁরা আসবাবপত্র ভাঙচুর করেন, পাথর ছুড়ে জানলার কাচ ভেঙে দেন। আশ্রমের বাইরে দাঁড় করানো ছিল কয়েকটি মোটরবাইক, গাড়ি। সেগুলোও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এ দিকে রবিবার অভিযোগ উঠতেই উধাও নারায়ণ। পুলিশ ‘সন্ধান চাই’ নোটিস জারি করেছে।


উদ্ধার একে-৪৭
গত তেরো দিনে কেরন থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তার মধ্যে রয়েছে অসংখ্য একে-৪৭। সেনার তরফ থেকেই সোমবার এ কথা জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, “আমাদের সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। ওদের ওপর পূর্ণ আস্থা রয়েছে।” কেরন সেক্টরে এ দিনও পাকিস্তানের সঙ্গে গুলি-বিনিময় চলেছে। সোমবার ১৪ দিনে পা দিল সীমান্তে সংঘর্ষ।

জামিন বাতিল
কিশোরী পরিচারিকাকে বাড়িতে আটকে রেখে অত্যাচারের ঘটনায়, গৃহকত্রীর জামিন নামঞ্জুর করে দিল দিল্লি আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোমতী মানোচা জানান, বছর পঞ্চাশের বন্দনা ধীরের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “এটা পরিষ্কার, ওঁর কোনও রকম পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে।” বন্দনা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁকে এবং যে এজেন্ট ওই কিশোরীকে বন্দনার বাড়িতে কাজে লাগিয়েছিলেন, সেই ডরোথিকে গ্রেফতার করেছে পুলিশ।

পাইপে ফাটল, ছড়াল তেল
মুম্বই উপকূলের কাছে ওএনজিসির পাইপলাইন ফেটে তেল ছড়াল সমুদ্রে। রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওএনজিসি। সংস্থার এক অফিসার জানিয়েছেন, পাইপলাইনের ফাটল মেরামত করা হয়েছে। সমুদ্রে ছড়ানো তেল থেকে পরিবেশের ক্ষতি রুখতেও পদক্ষেপ করেছে ওএনজিসি।

বাসচালকের বিরুদ্ধে চার্জ
দিল্লি গণধর্ষণ কাণ্ডে ব্যবহৃত বাসের মালিকের বিরুদ্ধে চার্জ সোমবার গঠন করল আদালত। ধর্ষণ কাণ্ডে পাঁচ অভিযুক্তের আগেই শাস্তি হয়েছে। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাসের নথিভুক্তি ও পারমিট নেওয়ার সময়ে পরিবহণ দফতরের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন মালিক দীনেশ যাদব। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও শপথ নিয়ে মিথ্যা বলার অভিযোগ আনা হয়েছে।


ধৃত ৪ মাওবাদী
চার মাওবাদীকে গ্রেফতার করল বিএসএফ ও পুলিশের যৌথবাহিনী। সোমবার ছত্তীসগঢ়ের কাঁকেড় জেলার ভালা গ্রামের কাছের জঙ্গল থেকে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে চিরুনি তল্লাশি চালানো হয়। তাতেই ওই চার মাওবাদী ধরা পড়ে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.