টুকরো খবর |
সেনা শিবিরে জঙ্গি হানা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আসাম রাইফেল্স শিবিরে হামলা করল জঙ্গিরা। গতকাল বিকেলে মণিপুরের উখরুল জেলায় ঘটনাটি ঘটে। হামলার দায় স্বীকার করেছে আরপিএফ-পিএলএ সংগঠন। জঙ্গিদের দাবি, কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে। সরকারিভাবে কিছু না-জানালেও আসাম রাইফেল্স দাবি করেছে, আহত হয়েছেন এক জওয়ান। নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়েছে, কামজং মহকুমার কোনকন গ্রামে আসাম রাইফেল্স-এর শিবির রয়েছে। বিকেল ৪টে নাগাদ মায়ানমারের আইসি গ্রাম সংলগ্ন সীমান্ত পেরিয়ে শ’খানেক সশস্ত্র পিএলএ জঙ্গি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। আসাম রাইফেল্স-এর ঘাঁটির দিকে গুলি চালায় অনুপ্রবেশকারীরা। রকেট লঞ্চার থেকেও হামলা করা হয়। জঙ্গিদের পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দু’পক্ষে রাত পর্যন্ত গুলি বিনিময় হতে থাকে। একের পর এক বিস্ফোরণও হয়। প্রচণ্ড বৃষ্টির জন্য খবর পেয়েও সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি পুলিশ।
‘রেভলিউশনারি পিপল্স ফ্রন্ট’ সংগঠনের সামরিক শাখা ‘পিপল্স লিবারেশন আর্মি’ দাবি করেছে, কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৬ জন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। আসাম রাইফেল্স অবশ্য তা মানতে চায়নি। |
বাজ পড়ে মৃত সাত
নিজস্ব সংবাদদাতা • ভুবনেশ্বর |
ওড়িশার কয়েকটি জায়গায় বাজ পড়ে সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন পাঁচ জন। পুলিশ জানিয়েছে, নুয়াপড়া জেলায় তিন জন, গঞ্জামে দু’জন, বোলাঙ্গির এবং কালাহান্ডি জেলায় এক জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সকলেই বৃষ্টির মধ্যে খেতে কাজ করছিলেন। |
পাঁচ আসন, ১৫ শতাংশ ভোট, রাজ্যে লক্ষ্য বরুণের |
লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে অন্তত পাঁচটি আসন এবং ১৫% ভোটের লক্ষ্য নিয়ে এগোতে চায় বিজেপি। কলকাতার হরিয়ানা ভবনে রাজ্য কমিটির দু’দিনের বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক বরুণ গাঁধী ওই লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, সন্ধ্যায় হাওড়ায় দলীয় কর্মীদের সভায় সাংসদ বরুণ বলেন, ভিড়ের বহর দেখে তাঁর মনে হচ্ছে, হাওড়া লোকসভা কেন্দ্র তাঁদের পক্ষে সম্ভাবনাময়। তাঁর নিজের পিলিভিট কেন্দ্রের বদলে হাওড়া থেকেই লড়া উচিত ছিল! কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্যের সহ-পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ সেখানে বলেন, যথেষ্ট জনসমর্থন সত্ত্বেও হাওড়া লোকসভার উপ নির্বাচনে প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। হরিয়ানা ভবনের বৈঠকে এ দিন দলের জেলা নেতারা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন। যা শুনে বরুণ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলতেন সিপিএম গুন্ডামি করে ক্ষমতায় টিকে আছে। এখন তৃণমূলও একই কায়দায় রাজত্ব করছে। অনেক সময় সিপিএমের থেকে বেশি সন্ত্রাস করছে তারা। |
ক্ষোভ জানিয়ে কেন্দ্রকে চিঠি প্রসারভারতী কর্তার |
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে প্রসারভারতীর দ্বৈরথ ক্রমশই ঘোরালো হয়ে উঠছে। সম্প্রতি প্রতিমন্ত্রী মণীশ তিওয়ারিকে লেখা একটি চিঠিতে নিজের ক্ষোভ বিস্তারিতভাবে ব্যক্ত করেছেন প্রসারভারতীর সিইও জহর সরকার। আট পাতার ওই চিঠিতে তিনি অকপটে জানিয়েছেন, মন্ত্রকের কোনও সাহায্য সংস্থাটি পাচ্ছে না। নতুন নতুন উদ্যোগকেও বন্ধ করে দেওয়ার জন্য নেতিবাচক পরিবেশ তৈরি করা হচ্ছে। মণীশকে লেখা চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, গত তিন দশক ধরে কার্যত বন্ধ হয়ে থাকা চারটি হিন্দি চ্যানেলকে অক্সিজেন দেওয়ার যে চেষ্টা করা হয়েছে তা কি মন্ত্রকের না-পসন্দ? চিঠিতে বলা হয়েছে, ‘বিস্তারিত ভাবে বিষয়টি লিখছি তার কারণ মন্ত্রক থেকে অনবরত এত প্রশ্ন আসছে যে মনে হচ্ছে এই উদ্যোগকে গুটিয়ে নেওয়া হোক এমনটাই চাওয়া হচ্ছে।’ তথ্য ও পরিসংখ্যান দিয়ে তিনি দেখিয়েছেন মন্ত্রকের বিন্দুমাত্র সাহায্য ছাড়াই নিজস্ব অর্থ ব্যয় করে এই চারটি চ্যানেল টিআরপি-র শীর্ষে পৌঁছতে পেরেছে। |
প্রচার কমিটির প্রধান রাজনাথ |
বিজেপির প্রচার কমিটির নয়া প্রধান হয়েছেন দলীয় সভাপতি রাজনাথ সিংহ। রবিবার এই খবর জানিয়েছেন সাধারণ সম্পাদক অনন্ত কুমার। আগে এই পদে ছিলেন নরেন্দ্র মোদী। ১৩ সেপ্টেম্বর তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল। অনন্ত কুমারের বক্তব্য, “প্রচার কমিটির অধীনে ২০টি সাব-কমিটি আছে। সেগুলির দায়িত্বে রয়েছেন প্রবীণ নেতারা। তাই প্রচার কমিটির দায়িত্ব সভাপতির হাতে থাকাই উচিত বলে মনে করেন শীর্ষ নেতৃত্ব।” |
মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত্যু বেড়ে ৬১ |
বৃহন্মুম্বই পুরসভার পাঁচ তলা কর্মী আবাসন ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১। আহত অবস্থায় প্রায় ৪০ জন এই মুহূর্তে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। শুক্রবারের সেই ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর শেষ হল উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দাবি, মাজগাঁও এলাকার বহুতল ওই আবাসনের ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। কর্মী আবাসনটির নীচের তলায় বেআইনি ভাবে সারাইয়ের কাজ চালানোর অভিযোগে ধৃত অশোক মেটাকে রবিবার আদালতে তোলা হয়। বিচারক তাঁকে মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। |
পুরনো খবর: মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত্যু বেড়ে ৫০ |
চপার ভেঙে চালক-সহ মৃত ৫ |
|
চপারের ধ্বংসাবশেষ:
চলছে মৃতদেহের খোঁজ। ঠাণের মুরবাদে। ছবি: পিটিআই |
চপার ভেঙে মৃত্যু হল চালক-সহ পাঁচ আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটে ঠাণের মুরবাদ তালুকায়। জুহু থেকে ঔরঙ্গাবাদ যাচ্ছিল চপারটি। মাঝপথে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ভেঙে পড়ে সেটি। মৃত যাত্রীদের পরিচয় জানা যায়নি এখনও। দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে যান বিমান মন্ত্রকের অফিসাররা। |
বিজেপি নেতার জন্য বিক্ষোভ |
মুজফ্ফরনগরে সংঘর্ষে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা সঙ্গীত সোমকে। তার প্রতিবাদে রবিবার মেরঠে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গেও তাদের সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালায়। বিক্ষোভকারীরা আবার পাথর ছোড়ে পুলিশের দিকে। সোমের সমর্থকরা বেশ কিছু দিন আগে সভার আয়োজন করেছিলেন মেরঠের খেরা গ্রামের স্কুলমাঠে। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। তা-ও অন্তত দু’হাজার বিজেপি সমর্থক ওই স্কুলমাঠে জড়ো হন। ছিলেন বিজেপির কয়েক জন নেতাও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ দিনই আবার মুজফ্ফরনগরের সংঘর্ষে নিহত ৩৩ জনের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হয়। |
কুপওয়ারায় সংঘর্ষ |
গ্রামে ঢুকেছে জঙ্গির দল। নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়ারায় কেরন সেক্টরের শালবাতো জামাগুন্দ এলাকার বিভিন্ন গ্রামে তারা আত্মগোপন করে রয়েছে বলে দাবি। সেনাবাহিনী অবশ্য সে দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ওই এলাকায় গুলির লড়াই চলছে। তবে জঙ্গিরা লুকিয়ে রয়েছে এমন নয়। জঙ্গিদের একটি দল ঢুকেছিল, তারা হয়তো সেনার হামলার পরে সেখান থেকে সরেও পড়েছে। বৃহস্পতিবার সেনা ওই এলাকায় ১০-১২ জন জঙ্গিকে মেরেছে। কিন্তু দেহগুলি এখনও উদ্ধার হয়নি। এরই মধ্যে সাম্বায় জঙ্গি হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। |
পুরনো খবর:ফের সেনার উপরে হামলা, মিলল অনুপ্রবেশের খবরও |
পরীক্ষায় প্রতারণা |
স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় প্রতারণা করার অভিযোগে রাজধানীতে ৭ জনকে গ্রেফতার করল সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন, প্রতারণার কাজে প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল। পরীক্ষা চলার সময়ে নিজেদের জামাকাপড়ে লুকিয়ে ব্লুটুথ মাইক্রোফোন নিয়ে গিয়েছিলেন কিছু পরীক্ষার্থী। বাইরে থেকে তাঁদের উত্তর জানিয়ে দিচ্ছিল কিছু ব্যক্তি। সর্বোদয় বাল বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে হানা দিয়ে পাঁচ পরীক্ষার্থীকে ধরে পুলিশ। তাঁদের কাছ থেকেই চক্রের বাকি সদস্যদের হদিস পাওয়া যায়। |
বাস ফেরাতে |
১৬ ডিসেম্বর রাতে যে বাসটিতে গণধর্ষণ করা হয়েছিল বছর কুড়ির প্যারামেডিক্যাল ছাত্রীটিকে, বাস-মালিকের পরিবার সংসার চালাতে সেই বাসটিকেই ফের পথে নামাতে চায় । ভুয়ো তথ্যের ভিত্তিতে যান নথিভুক্তিকরণ সার্টিফিকেট আদায়ের অভিযোগে এই মুহূর্তে জেল খাটছেন বাসটির মালিক দীনেশ যাদব। দক্ষিণ দিল্লির সাকেত পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাসটি। |
দেওয়াল ভেঙে |
দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল তিন জনের। মৃতদের মধ্যে রয়েছে আট বছরের একটি মেয়েও। পুলিশ জানিয়েছে, জোধপুরের উদয়মন্দির আসন এলাকায় শনিবার দুপুর তিনটে নাগাদ দু’টি মাটির বাড়ির উপরে ৩০ ফুট উঁচু একটি দেওয়াল ভেঙে পড়ে। ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টি নামায় উদ্ধারকার্য ব্যাহত হয়। উদ্ধারকর্মীদের সাহায্য করতে ডাকা হয়েছে সেনাবাহিনীকেও। |
আটক গরু |
নদী দিয়ে বাংলাদেশে পাচারের সময় ৯০টি গরু আটক করেছে বিএসএফ। রবিবার দুপুরে ধুবুরি জেলার শুখচর থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাতিচর গ্রামে ঘটনাটি ঘটেছে। জওয়ানদের দেখে গরুগুলি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। |
|