|
|
|
|
মনমোহনের প্রশংসায় সনিয়া
সংবাদ সংস্থা• তিরুঅনন্তপুরম |
রাহুল গাঁধীর মন্তব্যের পরেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর পাশেই আছে দল। এ বার প্রকাশ্যেই মনমোহন সিংহের নেতৃত্বের প্রশংসা করলেন সনিয়া গাঁধী। তিরুঅনন্তপুরমে আজ তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চালু হওয়া নানা প্রকল্পে উন্নতি হয়েছে পিছিয়ে পড়া মানুষের। |
|
দোষী সাংসদ-বিধায়কদের সদস্যপদ হারানো রুখতে সম্প্রতি অর্ডিন্যান্স আনে কেন্দ্র। সেই ‘ফালতু’ অর্ডিন্যান্স ‘ছিঁড়ে ফেলা উচিত’ বলে মন্তব্য করেন রাহুল। তার পরেই মনমোহনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। রাহুলের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সনিয়া আমেরিকায় ফোন করে মনমোহনকে জানান, দল তাঁর পাশেই আছে। রাহুলও তাঁর নেতৃত্বের প্রশংসা করে চিঠি লেখেন। তিরুঅনন্তপুরমে আজ সনিয়া বলেন, “কংগ্রেস সব সময়েই সমাজের সব অংশকে নিয়ে উন্নয়নে বিশ্বাস করে। আমরা সেই উন্নয়নেরই চেষ্টা করছি।” প্রধানমন্ত্রীর নেতৃত্বে চালু হওয়া অনেক প্রকল্প পিছিয়ে পড়া মানুষের জীবনে পরিবর্তন এনেছে বলে দাবি সনিয়ার। সরকারি সূত্রে খবর, বিতর্কিত অর্ডিন্যান্স নিয়ে ২ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসবে। |
পুরনো খবর: ক্ষতি সামাল দিতে আসরে সনিয়া, টিম-রাহুলও |
|
|
|
|
|