|
|
|
|
শিলচর আদালতে ই-লাইব্রেরি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
শিলচর জেলা বার সংস্থায় চালু হয়েছে ই-ল রিসার্চ লাইব্রেরি। সম্প্রতি তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ দাশগুপ্ত। সঙ্গে চালু হয় সংস্থার ওয়েবসাইটও। জেলা ও দায়রা বিচারপতি এস কে শর্মা তার উদ্বোধন করেন।
আধুনিক প্রযুক্তির সঙ্গে আইনজীবীদের আরও বেশি সম্পর্ক তৈরির উদ্দেশে ওই উদ্যোগ নিয়েছে প্রয়াত দুই আইনজীবীর পরিবার। বিমলাংশু রায়ের পুত্র রাজদীপ রায় এবং শুভদীপ রায় ই-ল রিসার্চ লাইব্রেরির আর্থিক ব্যয়ভার বহন করবেন। ওয়েবসাইটের দায়িত্ব নিয়েছেন পীযূষকান্তি চৌধুরীর পরিবার। উপাচার্য দাশগুপ্ত এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রয়াত পিতার প্রতি সঠিক দায়িত্ব পালন করলেন সুযোগ্য পুত্ররা।”
সুপ্রিম কোর্টের আইনজীবী শুভদীপ জানান, সুপ্রিম কোর্টের বার সংগঠনে ২০১১ সালে ই-লাইব্রেরি চালু হয়। এরপর, দেশের বড় বড় শহরেও আইনজীবীরা এই সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে উত্তর-পূর্বাঞ্চলের কোনও বার সংগঠনে এই সুবিধা আগে ছিল না। তাঁর কথায়, “এতে ব্যবহৃত সফটওয়্যারগুলি সব সময় সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন প্রদেশের হাইকোর্টের সর্বশেষ রায়ও তুলে ধরার চেষ্টা করে। বিভিন্ন আইনের সংশোধনীও পাওয়া যাবে।” তাঁর বক্তব্য, এর ফলে বিচারপ্রার্থীর হয়ে লড়াইয়ের ক্ষেত্রে আইনজীবীরা অনেক ধারালো হতে পারবেন। বিচার প্রক্রিয়া উপকৃত হবে।
বার সংগঠনের সম্পাদক শুভ্রেন্দুশেখর দত্ত জানান, এ ধরনের ওয়েবসাইট তৈরির পরিকল্পনা তাঁরা অনেকদিন থেকেই করেছেন। পীযূষবাবুর পরিবার তা বাস্তবায়িত করলেন। বার সংগঠনের প্রাক্তন সভাপতি পুণ্যপ্রিয় চৌধুরী শিলচর আদালতের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেন। |
|
|
|
|
|