|
|
|
|
ফের ওন্দার গ্রামে আন্ত্রিক, আক্রান্ত ৩০
নিজস্ব সংবাদদাতা • ওন্দা ও আড়শা |
ফের আন্ত্রিক ছড়িয়েছে বাঁকুড়া জেলায়। ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রামে বৃহস্পতিবার রাত থেকে এই রোগের প্রকোপে ৩০ জন অসুস্থ হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, অসুস্থদের মধ্যে নিকুঞ্জপুরের এক বাসিন্দাকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বাকিদের গ্রামের স্বাস্থ্য শিবিরেই চিকিৎসা চলছে। ওন্দার ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ দেওঘরিয়া বলেন, “গ্রামের নলকূপের জল ও পুকুরের জল থেকেই আন্ত্রিক ছড়িয়েছে বলে মনে হচ্ছে। গ্রামের জলাশয় ও নলকূপ পরিশ্রুত করা হয়েছে। গ্রামে স্বাস্থ্য শিবির চলছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।”
স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রের খবর, গ্রামের নলকূপের চারপাশে নর্দমার জল জমে রয়েছে। নর্দমার জল থেকেই নলকূপের জল দূষিত হয়ে থাকতে পারে। এ ছাড়া অতি বৃষ্টিতে আবর্জনা পুকুরের জলে গিয়ে মিশেছে। গ্রামবাসীদের একাংশ পুকুরের জলে স্নান ও বাসনবপত্র ধোয়াধুয়ি করেন। সেখান থেকেও আন্ত্রিক ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, গত এক মাসের মধ্যে ওন্দা ব্লকে চার বার আন্ত্রিকের প্রকোপ দেখা দিল। এর আগে এই ব্লকের আগড়দা, সানতোড় ও বিক্রমপুরে আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। আগড়দায় আন্ত্রিকে আক্রান্ত একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বারবার আন্ত্রিকের প্রকোপ দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ মুখোপাধ্যায় বলেন, “ব্লকের বিভিন্ন এলাকায় নলকূপ ও জলাশয় পরিশুদ্ধ করা হচ্ছে।”
অন্য দিকে, পুরুলিয়ার আন্ত্রিকের প্রকোপ খানিকটা নিয়ন্ত্রণে এলেও আড়শার মিশিরডি গ্রাম থেকে শুক্রবারও ৯ জন আক্রান্তকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। অবস্থা সরেজমিনে দেখতে এ দিন ওই গ্রামে যান পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ, আড়শার বিডিও মাধব বিসাই, ব্লক স্বাস্থ্য আধিকারিক নীহাররঞ্জন মুদি-সহ স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা। মানবেন্দ্রবাবু বলেন, “অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমাদের মেডিক্যাল টিম গ্রামে রয়েছে। যেহেতু এই রোগের মূল উৎস জল, তাই পুকুরের জল যাতে গ্রামবাসীরা এই মুহূর্তে ব্যবহার না করেন, সেজন্য পুকুরের পাড়ে সতর্কীকরণ বোর্ড লাগানো হয়েছে। কুয়োর জলেও ওষুধ দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|