রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালাল জনতা। শুক্রবার বসিরহাট মহকুমা হাসপাতালে এই ঘটনায় একজন চিকিৎসক, নার্স ও আয়া-সহ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা সাকিনা বিবি (৬৪) বুকে ব্যাথা নিয়ে এ দিন বেলা ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে একদল জনতা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে চড়াও হন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।
|
ঠান্ডা পানীয়ে অসুস্থ ৩ জন
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
মেয়াদ উত্তীর্ণ পানীয় খেয়ে অসুস্থ হয়েছেন তিন যুবক। ওই ঘটনায় এক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। ওই দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পানীয় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ফালাকাটা শহরের মাদারিরোড এলাকার তিন যুবক এলাকার একটি দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে খান। তার পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ফালাকাটা হাসপাতালে ভর্তি করানো হয়। বিএমওএইচ সুমন রুদ্র জানান, বিষয়টি পুলিশে জানানো হয়েছে। |