কৃষ্ণামাচারি শ্রীকান্ত থেকে মহেন্দ্র সিংহ ধোনি। জীবনের শেষ টেস্ট সিরিজে নামার আগে যাতে তাঁর টেস্ট ক্যাপ্টেনদের সবার শুভেচ্ছা পেতে পারেন সচিন তেন্ডুলকর, এ বার সেই উদ্যোগও নিচ্ছে সিএবি।
এমনিতেই ইডেনে তাঁর ১৯৯তম টেস্টে প্রতি দিনই কিছু না কিছু দেখে চমকে যাবেন সচিন। তবে শহরে পা রাখা থেকে খেলা শুরুর আগের মুহূর্তগুলিও যাতে তিনি কোনও দিন ভুলতে না পারেন, সেই চেষ্টাও হচ্ছে। টেস্টের দু’দিন আগে বা আগের দিন যে ডিনার পার্টির পরিকল্পনা রয়েছে, সেই পার্টিতেই সচিনের টেস্ট ক্যাপ্টেনদের একসঙ্গে হাজির করানোর চেষ্টা শুরু হয়েছে। তাঁর থাকতে পারেন ইডেনেও। শ্রীকান্ত সচিনের প্রথম ক্যাপ্টেন। ২৪ বছরের টেস্ট জীবনে তার পর একে একে আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ধোনির নেতৃত্বে খেলেছেন সচিন। এর মাঝে নিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই ক্যাপ্টেনরাই হয়তো এক মঞ্চে এসে শুভেচ্ছা জানাবেন সচিনকে। সবাই রাজি হলে সচিনের ক্যাপ্টেনরা কলকাতায় আসবেন তাঁকে মাথা উঁচু করে টেস্ট জীবন শেষ করার শুভেচ্ছা জানাতে। |
কিন্তু আজহারকে শেষ পর্যন্ত আনা যাবে কি না, উঠেছে এই প্রশ্ন। সিএবি-র এক শীর্ষকর্তার যুক্তি, “কর্নাটক ক্রিকেট সংস্থা যদি তাদের ৭৫ বছর উদযাপন অনুষ্ঠানে আজহারকে আনতে পারে, তা হলে এই অনুষ্ঠানেই বা সিএবি তাঁকে আনতে পারবে না কেন?” এই যুক্তি সম্বল করেই এগিয়ে চলেছে সিএবি।
|
সচিন ছিল সেই মাপকাঠি, যা দিয়ে আমরা নিজেদের মাপতাম। এখন ওর অবসর উপভোগ করার সেরা সময়।
রাহুল দ্রাবিড় |
ওর গোটা কেরিয়ারে সচিনের সঙ্গে জড়িত থাকতে পেরে আমি খুব খুশি। ওর শেষ টেস্টেও থাকব।
অনিল কুম্বলে |
|