জল নামছে হাওড়ার দুই ব্লক থেকেই, শুরু ক্ষয়ক্ষতির হিসাব
দয়নারায়ণপুরের মোট ১১টি পঞ্চায়েতের মধ্যে ন’টি পুরোপুরি এবং দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকা আংশিক প্লাবিত হয়। রামপুর-ডিহিভুরসুট-আসন্ডা (আরডিএ), কুর্চি-শিবপুর, সিংটি এবং কানুপাট-মনসুখা এই চারটি পঞ্চায়েত এলাকায় জল নামার পরিমাণ বেশি হওয়ায় রাস্তাঘাট কিছু কিছু জেগেছে। অন্য দিকে ভবানীপুর-বিধিচন্দ্রপুর, গড়ভবানীপুর-সোনাতলা, দেবীপুর, হরালি-উদয়নারায়ণপুর এই সব গ্রাম পঞ্চায়েত এলাকার অনেকটা অংশই এখনও জলের তলায় রয়েছে। জল নামছে ধীর গতিতে।
উদয়নারায়ণপুরে মোট ৩৮টি ত্রাণ শিবির চালু রয়েছে। এখানে চিঁড়ে, গুড়ের মতো শুকনো খাবার, শিশুখাদ্য এবং পানীয় জল দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী উদয়নারায়ণপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে এসে জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কিলোগ্রাম করে চাল, পাঁচ কিলোগ্রাম করে আলু এবং এক কেজি করে চিঁড়ে দেওয়া হবে। উদয়নারায়ণপুরের মোট ২২ হাজার পরিবারকে এই আপৎকালীন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। জেলা প্রশাসন সূত্রের খবর, কনফেড শুক্রবার রাত থেকে উদয়নারায়ণপুরে চাল পাঠাতে শুরু করেছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য উদয়নারায়ণপুরে এসে জানান, আজ, শনিবার থেকেই ক্ষতিগ্রস্তদের হাতে চাল তুলে দেওয়া হবে।
উদয়নারায়ণপুরের হাসপাতাল রোড। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
দুর্গতদের জন্য মোট ১৫টি জায়গায় এ দিন সকাল থেকে শুরু হয়েছে রান্নার কাজ। রান্না করা খাবার নৌকায় এবং ভ্যানরিকশায় চাপিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে বিধায়ক সমীর পাঁজা জানান। এ দিন কানুপাটে আসেন কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। কানুপাটে তিনি একটি ত্রাণ শিবিরে দুর্গতদের হাতে রান্না করা খাবার তুলে দেন। মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আলু পাঠানো হবে। হিমঘর থেকে আলু সংগ্রহ হবে। দলীয় উদ্যোগে আমিও ১০০ কুইন্টাল আলু পাঠাচ্ছি।”
আমতা-২ ব্লকে থলিয়া এবং বিকেবাটি এই দু’টি পঞ্চায়েত প্লাবিত হয়েছে। এখানেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। প্রশাসনের এক আধিকারিক জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত উদয়নারায়ণপুর এবং আমতা ২ ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় বন্যার জল কিছুটা সরলেই নলকূপ, পাকা শৌচাগার এবং পাকা রাস্তা তৈরি ও মেরামতির কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের বিনা পয়সায় মিনিকিট এবং সার দেওয়া হবে, যাতে তাঁরা দ্রুত চাষ শুরু করতে পারেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.