টুকরো খবর
কোজাগরীর রাতে থিমের প্রতিযোগিতা
হাওড়ার খালনায় বারোয়ারি লক্ষ্মী পুজো।


আরামবাগের ব্যানার্জিপাড়ার পারিবারিক পুজো।
ছবি: সুব্রত জানা ও মোহন দাস।
হাওড়ার জয়পুরের খালনায় এ বার কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই চলল থিম, আলোকসজ্জা, মণ্ডপ ও প্রতিমা নিয়ে পুজো কর্তাদের প্রতিযোগিতা। বাড়ির পুজোর সঙ্গে জমে উঠেছে সর্বজনীন লক্ষ্মীপুজো। পুজো নিয়ে প্রশাসন থেকে পুরস্কার ঘোষণা করায় প্রতিযোগিতায় নেমে পড়েছে ক্লাবগুলি। বাগনান স্টেশন থেকে মানকুড় মোড় ৬ নম্বর জাতীয় সড়ক থেকে উত্তরে গেলেই পড়ে খালনা। সেখানে বলাই স্মৃতি রক্ষা মন্দিরের এ বছরের থিম কেদারনাথে লক্ষ্মী স্থাপন। প্রায় ৭৬ বছরের পুরনো এই পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। ৩৪ বছরে পা দিল আমরা সবাই ক্লাবের পুজো। জমিদারবাড়ির নাটমন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। কোহিনূর ক্লাবের পুজো প্রায় দেড়শো বছর অতিক্রম করেছে এই বছর। মণ্ডপ তৈরি হয়েছে মিশরের পিরামিডের আদলে। পাশাপাশি খালনা আনন্দময়ী তরুণ সঙ্ঘের পুজোর থিম গ্রাম বাংলা। রয়েছে বাড়ির পুজোও। রাত বাড়তেই এ দিন খালনায় উপচে পড়েছে ভিড়।

টাকা-গয়না চুরি
বাইরে থেকে দরজা বন্ধ করে, ঘুমের ওষুধ স্প্রে করে নগদ কয়েক হাজার টাকা-সহ সোনা-রুপোর গয়না চুরি করে চম্পট দিল চোরেরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বালির পশ্চিম শান্তিনগরে। ঘটনার তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম শান্তিনগরের বাসিন্দা কৃষ্ণ পণ্ডিতের দোতলা বাড়িতে চুরি হয়। একতলায় থাকেন কৃষ্ণবাবু ও তাঁর স্ত্রী। দোতলার ঘরে থাকেন তাঁদের ছেলে রঞ্জিত। পুলিশ জানায়, তাঁর ঘর বাইরে থেকে আটকে পাশের ঘরের আলমারি খুলে কয়েক ভরি সোনা ও রুপোর গয়না নিয়ে গিয়েছে চোরেরা। সঙ্গে নগদ কয়েক হাজার টাকাও উধাও। পুলিশের অনুমান, চোরেরা দোতলা দিয়ে ঢুকে প্রথমে রঞ্জিতবাবুর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এর পরে নীচে এসে কৃষ্ণবাবুর ঘরে ঘুমের ওষুধ স্প্রে করে। তাই নীচের কেউ ঘটনাটি টের পাননি। এই ঘটনায় কৃষ্ণবাবুদের পরিচিত কেউ জড়িত রয়েছে বলে ধারণা পুলিশের।

বধূকে খুনের নালিশ, ধৃত স্বামী-শ্বশুর
বধূকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল স্বামী-শ্বশুরকে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মারা যান মামনি কোলে (২৬) নামে আরামবাগের ডিহিবয়রা গ্রামের ওই বধূ। তাঁর বাবা গোঘাটের বাসিন্দা শ্যামল মণ্ডল থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানা কারণে অশান্তি হত মেয়ের সংসারে। শারীরিক-মানিসক নির্যাতন করা হত। স্থানীয় ভাবে বুঝিয়ে-সুঝিয়েও কাজ হয়নি। জামাই ও তার বাড়ির লোকজনই মেয়েকে গলায় দড়ির ফাঁস দিয়ে খুন করেছে বলে তাঁর অভিযোগ। এরই প্রেক্ষিতে মামনির স্বামী অঙ্কিত কোলে ও শ্বশুর বলাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
জলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার সকালে বাসন্তীর কালীডাঙায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মহম্মদ জাহাঙ্গির মণ্ডল (৩৫)। এ দিন সকালে বাড়িতে জলের জন্য পাম্প চালাতে যান মহম্মদ। তখনই তিনি তড়িদাহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা জানান তিনি মারা গিয়েছেন। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

টাকা-গয়না চুরি
ঘুমের ওষুধ স্প্রে করে নগদ কয়েক হাজার টাকা-সহ সোনা-রুপোর গয়না চুরি করে চম্পট দিল চোরেরা। বৃহস্পতিবার রাতে বালির পশ্চিম শান্তিনগরের ঘটনা। পুলিশ জানায়, কুমিল্লাপাড়ার বাসিন্দা কৃষ্ণ পণ্ডিতের দোতলায় মেরামতির কাজ চলছিল। একটি লোহার দরজায় কোনও তালা ছিল না। দোতলার ঘরে কৃষ্ণবাবুর ছেলে রঞ্জিত থাকেন। একতলায় সস্ত্রীক থাকেন কৃষ্ণবাবু। শুক্রবার ভোরে ঘর থেকে বেরোতে গিয়ে রঞ্জিত দেখেন বাইরে থেকে দরজা বন্ধ। পরে প্রতিবেশীরা এসে বহু ডাকাডাকি করে কৃষ্ণবাবুকে ঘুম থেকে তোলেন।

যে কে সেই
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
সারানোর এক বছরের মধ্যেই ভেঙে গিয়েছে ডোমজুড় ব্লকের অঙ্কুরহাটি থেকে মাকড়দহ যাওয়ার রাস্তাটি। মহিয়াড়ি-২ পঞ্চায়েতের এই রাস্তাটির রক্ষণাবেক্ষণ করে জেলা পরিষদের পূর্ত দফতর। পূর্ত কর্মাধ্যক্ষ কল্যাণ ঘোষ বলেন, “এলাকায় নিকাশি বেহাল হওয়ার কারণে দ্রুত রাস্তাটি ভেঙে গিয়েছে। যে ভাবে রাস্তাটি করার কথা, সেভাবে করা হয়নি। বর্ষা থামলে রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.