|
|
|
|
ট্রেন থেকে পড়ে মৃত ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভুল ট্রেনে উঠে নামতে গিয়ে পড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর নাম কুলসুমা খাতুন (১৪)। তাঁর বাড়ি বর্ধমান শহরের নবাব দোস্ত কায়েম লেনে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সে বর্ধমানের মহারানি অধিরানি বালিকা বিদ্যালয়ের শ্রেণির ছাত্রী ছিল। আহত হয়েছে মৃতার দিদি কাশিদা খাতুন। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাকে শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের পরের দিন, বৃহস্পতিবার তারা যাচ্ছিল জৌগ্রামে মামারবাড়িতে। তাঁদের ওঠার কথা ছিল দুপুর সওয়া দুটোর হাওড়াগামী লোকালে (কর্ডলাইন)। কিন্তু তারা ভুল করে ১টা ৪০-এর হাওড়াগামী লোকালে (মেন লাইন) উঠে পড়ে। আহত কাশিদা জানিয়েছে, ট্রেনটি রসুলপুরে ঢোকার পরে তারা ভুল বুঝতে পারে। তখন তারা তাড়াহুড়ো করে নামতে গিয়ে মাথায় চোট পায়। দু’জনকেই বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতের দিকে মৃত্যু হয় কুলসুমার।
ঘটনাটির খবর পাওয়ার পর নবাব দোস্ত কায়েম লেনে শোকের ছায়া নেমেছে। শুক্রবার কুলসুমাদের বাড়িতে গিয়ে দেখা গিয়েছে প্রতিবেশীরা জটলা করে রয়েছেন। কুলসুমার বাবা ইশাক বলেন, “দুই মেয়ে জৌগ্রামের মামাবাড়িতে পৌঁছাবার খবর না পেয়ে আমি চিন্তা করছিলাম। এরপর ওদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তির খবর পাই। চিকিৎসকেরা খুবই চেষ্টা করেছিলেন। কিন্তু কুলসুমাকে বাঁচানো গেল না।” |
|
|
|
|
|