|
|
|
|
কাঁকসায় ক্ষোভের মুখে সাংসদ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
ঝড়ে ক্ষতিগ্রস্ত কাঁকসার বসুধা গ্রাম পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বাধায় ফিরে গেলেন সিপিএম সাংসদ সাইদুল হক। গ্রামবাসীদের অভিযোগ, সাংসদ হওয়ার পর থেকে তিনি এলাকার উন্নয়নমূলক কাজকর্ম করেননি। তা ছাড়া ঝড়ের ঘটনার সপ্তাহখানেক পেরিয়ে যাওয়ার পরে কেন তিনি এলাকায় এলেন, সেই প্রশ্নও তোলেন তাঁরা। সাংসদের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। তৃণমূল যদিও তা অস্বীকার করেছে।
নবমীর বিকেলে বসুধা গ্রামে কয়েক মিনিটের ঝড়ে প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জখম হন ১২ জন। প্রচুর গাছ পড়ে যায়। ছিঁড়ে যায় বিদ্যুতের তার। প্রশাসনের তরফে গ্রামে ত্রাণ বিলি করা হয়। গ্রামে যান জেলাশাসক সৌমিত্র মোহন। শুক্রবার বিকেল ৫টা নাগাদ তিনি গ্রামে ঢোকার মুখে কয়েক জন গ্রামবাসী তাঁর গাড়ি আটকান। সাংসদ গাড়ি থেকে নামলে বাসিন্দারা তাঁকে ঘিরে ধরেন। তাঁদের দাবি, এই প্রথম সাংসদকে এলাকায় দেখলেন তাঁরা। এলাকায় উন্নয়নমূলক কাজ না হওয়া নিয়েও অভিযোগ তোলেন তাঁরা।
মিনিট দশেক অপেক্ষা করে গাড়িতে চড়ে ফিরে যান সাংসদ। এই ঘটনাটি তৃণমূলের চক্রান্ত দাবি করে তাঁর অভিযোগ, “তৃণমূলের বাধায় এক জন সাংসদ হয়ে আমি গ্রামে ঢুকতে পারলাম না। রাজ্যের স্বরাস্ট্রসচিবকে বিষয়টি জানাব।” তিনি আরও অভিযোগ করেন, পুলিশকে আগাম জানিয়েও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। কাঁকসা থানার তরফে অবশ্য জানানো হয়, সাংসদের গ্রামে যাওয়ার ব্যাপারে পুলিশের কাছে আগাম কোনও খবর ছিল না। তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য দেবদাস বক্সীর দাবি, “খোঁজ নিয়ে জেনেছি, আমাদের দলের কেউ ওই ভিড়ে ছিলেন না। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই।” |
|
|
|
|
|