সিলিন্ডার ফেটে জখম চার কর্মী
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন চার কর্মী। ঘটনাটি ঘটেছে শুক্রবার। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন ওভারহেড ক্রেনে ফুটন্ত গলিত লোহা কারখানায় গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ তা থেকে খানিকটা নীচে রাখা গ্যাস সিলিন্ডারে পড়ে যায়। তাতেই এই বিপত্তি। তৃণমূল জামুড়িয়া ব্লক সভাপতি পূর্ণশশী রায়ের অভিযোগ, বিধি ভেঙে অতিরিক্ত পরিমান সামগ্রী চাপিয়ে নিয়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। যথাযথ ক্ষতিপূরণ না পেলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
|
স্টেশনে প্রসব
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্টেশন লাগোয়া একটি এটিএম কাউন্টারের সামনে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক প্রসূতি। খবর পেয়ে নার্স ও ব্লাডব্যাঙ্কের কর্মীকে নিয়ে সেখানে পৌঁছন আসানসোল হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস। তবে তাঁরা পৌঁছনোর আগেই প্রসব হয়ে যায়। নিখিলবাবু বলেন, “ওই মহিলা ও তাঁর সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করেছি। তাঁরা এখন সুস্থ।” পুনম দেবী নামে ওই প্রসূতি বলেন, “স্বামী সকালে কাজে গিয়েছিলেন। হঠাৎ প্রসববেদনা শুরু হয়। হাসপাতালে সাহায্যে কৃতজ্ঞ।”
|
হারল তরুণ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বীরকুলটি আদিবাসী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হয় গঙ্গা-তুলসী ক্লাব। বীরকুলটি মাঠে তারা কুমারডিহি তরুণ সঙ্ঘকে ২-০ গোলে হারায়। |