টুকরো খবর |
ফের ব্যর্থ সহবাগ, গম্ভীর
সংবাদ সংস্থা • শিমোগা |
ফর্মে ফেরার লড়াইয়ে আরও একবার ব্যর্থ হলেন বীরেন্দ্র সহবাগ এবং গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র বিরুদ্ধে সহবাগের মিডল অর্ডারে নামার পরীক্ষা জোর ধাক্কা খেল এ দিন। অন্য দিকে, পেস এবং স্পিন, দুইয়ের বিরুদ্ধেই নড়বড়ে দেখাল গৌতম গম্ভীরকে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪০৬ রানের জবাবে ওপেন করতে নেমে গম্ভীরের তেতাল্লিশ বলের সংঘর্ষ শেষ হল ১১ রান করে। মিগুয়েল কামিনসের পেসের সামনে এ দিন রীতিমতো অস্বস্তিতে ছিলেন তিনি। তবে উইকেটটা দিয়ে গেলেন বাঁ-হাতি স্পিনার বীরাস্বামী পেরমলকে। ধৈর্য হারিয়ে চালিয়ে খেলতে গিয়ে ফিডেল এডওয়ার্ডসের হাতে সহজ ক্যাচ তুলে ফিরলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। একই বোলার ফেরালেন সহবাগকেও। মাত্র এক ডজন ডেলিভারি খেলে ব্যক্তিগত ৭ রানে স্টাম্পড হয়ে ফিরলেন সহবাগ। অধিনায়ক চেতেশ্বর পূজারাও (২৫) বড় রান করতে পারেননি। তাও চারদিনের বেসরকারি টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত ‘এ’ যে ১৯১-৩ করে ফিরল তার পিছনে কেরলের ওপেনার বাসুদেবন জগদীশের অপরাজিত ৭৯ এবং মুম্বই অলরাউন্ডার অভিষেক নায়ারের আক্রমণাত্মক ৫৬ রানের অপরাজিত ইনিংসকে ধন্যবাদ দিতে হবে। আগের ম্যাচে একটুর জন্য সেঞ্চুরি ফস্কানো জগদীশকে এ দিনও জমাট দেখাল। অন্য দিকে, ৩৮ বল খেলার মধ্যে সাতটি বাউন্ডারি আর একটি ওভারবাউন্ডারির মারলেন অভিষেক। সকালে ভারতের বাঁ-হাতি স্পিনার ভার্গব ভট্ট সাত উইকেট নিয়ে জীবনের সেরা বোলিং করেও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র রানের পাহাড় গড়া রুখতে পারেননি।
পুরনো খবর: ভার্গবের ৩ উইকেট |
ধার করে বিমানের টিকিট কাটা হল র্যান্টিদের জন্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এখনও স্পনসর জোগাড় হয়নি। আসেনি ফেডারেশনের টাকাও। ফলে এই মুহূর্তে আই লিগের টেবলে এক নম্বরে থাকা টিম ইউনাইটেড স্পোর্টসের বেঙ্গালুরু যাত্রার বিমান টিকিট কাটা নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত টাকা ধার করে টিকিট কেটে বেঙ্গালুরু এফ সি-র সঙ্গে খেলতে যাচ্ছেন র্যান্টি মার্টিন্সরা। কোচ ও ফুটবলাররা বিমানে গেলেও খরচ বাঁচাতে সাপোর্ট স্টাফ ও কর্তারা রওনা দিলেন ট্রেনে। কিন্তু এ রকম অবস্থায় কত দিন আর অপেক্ষা করা হবে তা নিয়ে সংশয়ে ইউনাইটেড কর্তারা। ক্লাব কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “একজন ফুটবলারকেও এখনও অগ্রিম দিতে পারিনি। তা সত্ত্বেও ওরা টিমকে জেতাচ্ছে। বাইরে পরপর দু’টো ম্যাচ খেলতে যাচ্ছে। এখনও কোনও স্পনসর না মেলায় সমস্যা থেকে বেরোতে পারছি না আমরা। কত দিন এ ভাবে চালাব বুঝতে পারছি না।” র্যান্টি-লালকমল-সংগ্রামরা অবশ্য আশা ছাড়ছেন না। এ দিন বারাসতে অনুশীলন করতে গিয়ে কপালে চোট পেলেন গোলকিপার স্বরূপ দাস। ছোটখাটো অস্ত্রোপচারও করতে হল। নিজে পয়সা দিয়ে তাঁর চিকিত্সার ব্যবস্থা করেন লালকমল। লাল নিজে অবশ্য সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। এ দিন চোট তাঁরও লেগেছে অনুশীলন করতে গিয়ে।
|
সানিয়ারা শেষ চারে
সংবাদ সংস্থা • বেজিং |
চিন ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা ও তাঁর জিম্বাবোয়ের জুড়িদার কারা ব্ল্যাক। মাত্র ক’দিন আগে প্যান প্যাসিফিক ওপেন জয়ী এই জুটির দুরন্ত ফর্মের সামনে আজ দাঁড়াতেই পারলেন না চিনা তাইপের ইয়ুন-জান চ্যান ও জি ঝেং। ন’টি ব্রেক পয়েন্টের মধ্যে চারটি কাজে লাগিয়ে এবং প্রথম সার্ভিসে পয়েন্ট তোলায় প্রতিপক্ষের তুলনায় অনেকটা এগিয়ে থাকার সুবাদে সানিয়ারা জিতলেন ৬-৪, ৬-১। ডাবলসে ফাইনালে ওঠার জন্য সানিয়া-কারা জুটির লড়াই এ বার টুর্নামেন্টের শীর্ষ বাছাই রবের্তা ভিঞ্চি-সারা এরানির ইতালীয় জুটির সঙ্গে।
|
পুরনো খবর: পেজ, সানিয়া শেষ আটে
|
উত্তরাখণ্ডের পাশে লারা
সংবাদ সংস্থা • দেহরাদূন |
বন্যা-বিধ্বস্ত উত্তরাখণ্ডের পুনর্নির্মাণে হাত বাড়িয়ে দিলেন ব্রায়ান লারা। কেদার উপত্যকায় একটি হাসপাতাল তৈরির অর্থ জোগাড় করে দিতে আজ দেহরাদূনে একটি প্রদর্শনী ম্যাচ খেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে নামার আগে লারা দুন স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। স্কুলের দলকে ত্রিনিদাদ ও টোবাগো গিয়ে তাঁর দলের সঙ্গে খেলার আমন্ত্রণও দেন। পড়ুয়াদের নিজের জীবনের উদাহরণ দিয়ে বলেন, “মনে রাখবে, বেশিরভাগ স্পোর্টসম্যানের জীবনেই সাফল্যের তুলনায় ব্যর্থতা থাকে বেশি। কিন্তু তার থেকেই শিখতে হয়।” ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে নানা প্রসঙ্গ নিয়ে পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন লারা।
|
সেরা সাগরিকা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেন্ট্রাল জোনাল টেবল টেনিস প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে সেরা হল সাগরিকা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার গাঁধীধামে ফাইনালে সাগরিকা ৪-১ গেমে হারিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস সংস্থার প্রিয়দর্শিনী দাসকে। এ বছরই প্রথম জুনিয়র বিভাগে খেলা শুরু করছে সাগরিকা। কোয়ার্টার ফাইনাল থেকেই প্রতিদ্বন্দ্বীরা তাঁর সামনে দাঁড়াতে পারেনি। সেমিফাইনালে সাগরিকা ৪-১ গেমে হারিয়ে দিয়েছে তামিলনাড়ুর যুক্তি রশনিকে। কোয়ার্টার ফাইনালে ৪-০ গেমে সাগরিকা হারিয়েছে এ শ্রীজাকে। মহিলা বিভাগে ফাইনালে উঠেছে অঙ্কিতা দাস। সেমিফাইনালে তামিলনাড়ুর কে স্বামিনীকে অঙ্কিতা ৪-২ গেমে হারিয়ে দিয়েছে। শুভজিৎ সাহা কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছে এ অমলরাজের কাছে। ২৯ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ, শুক্রবার প্রতিযোগিতার শেষ দিন।
|
নবিদের ক্লাবে ফেরানোর অনুরোধ ফেডারেশনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগ চলছে। শুরু হয়ে গিয়েছে স্থানীয় লিগ। কিন্তু রহিম নবি, সুব্রত পাল, নির্মল ছেত্রী, গৌরমাঙ্গী সিংহদের নিয়ে জট এখনও খোলেনি। ফুটবল আইপিএলে চুক্তিবদ্ধ হওয়ার কারণে তাঁদের নেয়নি কোনও ক্লাব। ওঁরা শুধু অনুশীলনই করে চলেছেন। দেশের তারকা ফুটবলাররা যাতে তাড়াতাড়ি ক্লাবের জার্সি গায়ে খেলতে পারেন, সে জন্য ফুটবল আইপিএলের স্পনসরদের কাছে এ দিন অনুরোধ করা হল ফেডারেশনের পক্ষ থেকে। আই এম জি আরের কর্তারা জানান, ক্লাবগুলির সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে। খুব তাড়াতাড়িই সমস্যা মিটে যাবে।
বৃহস্পতিবার মুম্বইয়ে আই এম জি রিলায়্যান্স কর্তাদের সঙ্গে বৈঠক ছিল ফেডারেশনের। প্রস্তাবিত নতুন টুর্নামেন্ট নিয়ে আলোচনা করতে সেখানে গিয়েছিলেন সচিব কুশল দাস ও আই লিগের সি ই ও সুনন্দ ধর। সেখানেই নবি-সুব্রতদের প্রতিযোগিতায় ফেরানো নিয়ে আলোচনা হয়। ঠিক হয়েছে অক্টোবরের মাঝামাঝি ফুটবল আইপিএলের টিম কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে।
পুরনো খবর: নবি-সহ পাঁচ জাতীয় তারকার সই ফুটবলের আইপিএলে |
শ্রীসন্তের জন্য দরবার
সংবাদ সংস্থা • কোচি |
স্পট-ফিক্সিং কাণ্ডে আজীবন নির্বাসিত শান্তাকুমারণ শ্রীসন্তের শাস্তির বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডের কাছে দরবার করবে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। কেসিএ প্রেসিডেন্ট এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান টি সি ম্যাথু আজ বলেছেন, কলঙ্কিত পেসারের শাস্তির বিষয়ে তিনি সরাসরি অরুণ জেটলির সঙ্গে দেখা করে কথা বলবেন। মহম্মদ আজহারুদ্দিনের উদাহরণ টেনে ম্যাথু বলেন, “স্পট ফিক্সিংয়ের মতো অভিযোগের ক্ষেত্রে বোর্ডের কড়া হওয়া ছাড়া উপায় নেই। আইসিসি-র নীতিও খুব কঠোর। তবু আমরা শ্রীসন্তকে সাহায্য করার আশ্বাস দিয়েছি। অরুণ জেটলির সঙ্গে দেখা করে ওর হয়ে আবেদন করব।” শ্রীসন্ত ও তাঁর আইনজীবীর সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন ম্যাথু। ইতিমধ্যে পেসারকে কোচি স্টেডিয়ামে প্র্যাক্টিসের অনুমতি দিয়েছে কেসিএ।
|
আজ থেকে যুব দাবা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাওয়া যায়নি। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমির অষ্টম টাটা স্টিল যুব দাবা, আজ শুক্রবার থেকে তাই শুরু হচ্ছে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে। দুপুর আড়াইটেয় টুর্নামেন্টের উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার সুর্যশেখর গঙ্গোপাধ্যায়।
পুরনো খবর: যুব দাবায় মেরি অ্যান |
ফিজিওকে ছেড়ে দিচ্ছে বাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলের ফিজিও জোনাথন কর্নারকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। যদিও শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে জোনাথন নিজেই নাকি অব্যাহতি চেয়েছেন ক্লাব থেকে। তবে কারণ যাই হোক না কেন, মরসুমের শুরুতে ফিজিও চলে যাওয়ায় বিপাকে পড়তে পারেন ওডাফারা। বিশেষ করে যেখানে চোট-আঘাতের সমস্যায় মরসুমের শুরু থেকেই বিধ্বস্ত মোহনবাগান। |
|