টুকরো খবর |
তেন্ডুলকরের দু’শো নিয়ে এমসিএ বনাম সিসিআই
সংবাদ সংস্থা • মুম্বই |
সচিনের দু’শোতম টেস্ট পাওয়া নিয়ে এ বার কাজিয়া শুরু হয়ে গেল মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ) ও ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার (সিসিআই) মধ্যে। এখানেই শেষ নয়। শ্রীনিবাসন ঘনিষ্ঠ বলে যিনি পরিচিত, সেই রবি সবন্তও এখন হঠাৎ করে উল্টো সুরে কথা বলতে শুরু করে দিয়েছেন। যা শ্রীনিবাসনের অস্বস্তি বাড়াবে বই কমাবে না। ১৮ অক্টোবর শরদ পওয়ার এমসিএ-তে ক্ষমতায় এলে পওয়ার-রাজত্বে ওয়াংখেড়েতে এই ম্যাচ দিতে চান না শ্রীনিবাসন। রবিবার বোর্ডের বার্ষিক সভায় শ্রীনিবাসন প্রস্তাব দেন, সচিনের ২০০তম টেস্ট হোক ব্রেবোর্ন স্টেডিয়ামে, যা সিসিআই-এর অধীন। এই প্রস্তাব মানতে নারাজ এমসিএ প্রেসিডেন্ট সবন্ত। তাঁর সাফ কথা, মুম্বইয়ে ম্যাচ হলে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হওয়া উচিত। এখানেই শেষ নয়, এও জানা যাচ্ছে, পওয়ার নির্বাচনে দাঁড়ালে তাঁকে সমর্থন করবে এমসিএ-র বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী। যার মধ্যে সবন্তও পড়েন। সবন্ত সেক্ষেত্রে এমসিএ-র ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন। মঙ্গলবার এ কথা জানান এমসিএ যুগ্মসচিব নীতিন দালাল। মুম্বইয়ের দুই সংস্থার মধ্যে কাজিয়ায় সচিনের দুশো টেস্ট ইডেনে চলে আসবে, এমন আশায় রয়েছেন সিএবি কর্তারা।
পুরনো খবর: এমসিএ-র অনুরোধ
|
ভারত সফরে নেই ক্লার্ক
নিজস্ব প্রতিবেদন |
পিঠের ব্যথা বেড়েছে মাইকেল ক্লার্কের। ব্যথা বাড়ল অস্ট্রেলিয়ারও। অধিনায়ককে ছাড়াই ভারতে আসতে হচ্ছে তাদের। একটি টি টোয়েন্টি ও সাতটি ওয়ান ডে-র সফরে হাডিন, ওয়াটসনদের ক্যাপ্টেন হচ্ছেন জর্জ বেইলি। দল গড়ার সময়ই অস্ট্রেলিয়ার নির্বাচকরা শর্তসাপেক্ষে ক্লার্ককে ক্যাপ্টেন করেছিলেন। তখন থেকেই তাঁর ভারতে আসা নিয়ে সংশয়। ইংল্যান্ড সফর থেকেই পিঠের ব্যথায় ভুগছিলেন ক্লার্ক। তা তেমন দ্রুত সারছে না বলে জানিয়েছেন দলের ফিজিও অ্যালেক্স কঁতৌরি। নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরতি অ্যসেজ আসলে এখন অজিদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ বছরের শুরুতে ইংরেজদের কাছে যে ভাবে নাস্তানাবুদ হতে হয়েছে তাঁদের, নভেম্বরের সিরিজে তার বদলা নিতে মরিয়া অস্ট্রেলিয়া। সে জন্যই ওই সিরিজের আগে ক্লার্ককে ভারতে পাঠিয়ে ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। জাতীয় নির্বাচক জন ইনভেরারিটি এ দিন এই খবর দিয়ে বলেন, “মাইকেলের খুব ইচ্ছে ছিল ভারতে দল নিয়ে যাওয়ার।” সাউথ অস্ট্রেলিয়ার ক্যালাম ফার্গুসনকে ক্লার্কের জায়গায় ওয়ান ডে দলে আনা হয়েছে। হাডিন হবেন ভাইস ক্যাপ্টেন। টি টোয়েন্টি দলে ক্লার্কের জায়গায় নিউ সাউথ ওয়েলসের ব্যাটসম্যান নিক ম্যাডিনসন ডাক পেলেন।
|
সহবাগ অনিশ্চিত |
টিম ইন্ডিয়ার টেস্ট টিম থেকে বাদ পড়ার পর প্রথম শ্রেণির ম্যাচে নামার আগেই চোটের কবলে বীরেন্দ্র সহবাগ। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেটে চোট পান সহবাগ। ধবল কুলকার্নির বল তার হাতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যাট ফেলে ডান হাতের তর্জনি চেপে ধরেন দিল্লির ব্যাটসম্যান। ঘণ্টাখানেক পরে অবশ্য আবার স্পিনারদের নেটে ব্যাট করেন তিনি। তবে ভারতীয় ‘এ’ টিমের ক্যাপ্টেন চেতেশ্বর পুজারা নিশ্চিত ভাবে বলতে পারছেন না বুধবার দ্বিতীয় টেস্টে সহবাগ নামতে পারবেন কিনা। পুজারারা তিন টেস্টের সিরিজে ০-১ পিছিয়ে।
|
সোমদেব, ভূপতির হার |
চিন ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সোমদেব দেববর্মন আর মহেশ ভূপতি। ভারতের এক নম্বর সিঙ্গলস তারকা সোমদেব ৬-৭ (৬), ৩-৬ হারেন বিশ্বের ৩১ নম্বর ফার্নান্দো ভার্দাস্কোর কাছে। ডাবলসে ভূপতি আর সুইডেনের রবার্ট লিন্ডসটেডের জুড়ি ৩-৬, ৩-৬ হারেন নোভাক জকোভিচ আর সুইৎজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার বিরুদ্ধে। জোকারদের কাছে হারার আগে যুক্তরাষ্ট্র ওপেন আর ব্যাঙ্কক ওপেনেও প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন ভূপতিরা।
|
যুব দাবায় মেরি অ্যান |
গত সাত বছর ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসত ‘চেস ফর ইয়ুথ’-এর আসর। কিন্তু এ বার বাধ্য হয়ে দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি পরিচালিত এই টুর্নামেন্ট হচ্ছে সাউথ সিটি-র আন্তর্জাতিক স্কুলে। মঙ্গলবার দিব্যেন্দু বলছিলেন, “এ বছর ভাড়া বেড়ে দাঁড়িয়েছে চার লাখ টাকায়। যার ফলে এ বার আর আমরা নেতাজি ইন্ডোরে টুর্নামেন্ট করতে পারলাম না।” কেন্দ্র বদলের কারণে এ বার প্রতিযোগীদের সংখ্যাও কমে যাচ্ছে। দেড় হাজারের উপর নাম নথিভুক্ত হলেও ৮০০ জন অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট শুরু শুক্রবার। সাত রাউন্ডের টুর্নামেন্ট সুইস লিগ সিস্টেমে খেলা হবে। শীর্ষবাছাই গত বারের চ্যাম্পিয়ন স্বপ্নিল ধোপাড়ে। এ ছাড়াও তারকাদের মধ্যে রয়েছেন মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন মেরি অ্যান গোমস, দীপ্তায়ন ঘোষ, সৌম্যা স্বামীনাথন, পদ্মিনী রাউতরা।
|
রাজস্থান জিতল |
সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টানা ১২ ম্যাচ জেতার নজির গড়ল রাজস্থান রয়্যালস। ওটাগো ভোল্টসকে মঙ্গলবার চার উইকেটে হারিয়ে একই সঙ্গে রাহুল দ্রাবিড়রা মুম্বই ইন্ডিয়ান্সের শেষ চারে যাওয়ার আশাও টিকিয়ে রাখল। এ দিন ওটাগোর ১৪০ রানের টার্গেট প্রথমে অজিঙ্ক রাহানে (৫২) পরে ব্রাড হজের (২৩ বলে ৫২ ন.আ.) ঝোড়ো ব্যাটিংয়ে পাঁচ বল বাকি থাকতেই তুলে ফেলে রাজস্থান। সেমিফাইনালে আগেই উঠে গিয়েছিল দ্রাবিড়ের দল। এই ম্যাচ জেতায় শেষ চারের লড়াইটাও জয়পুরের মাঠেই হওয়াটা নিশ্চিত করে ফেললেন দ্রাবিড়রা। |
|