টুকরো খবর |
জিততে মরিয়া মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগে তিনটের মধ্যে দু’টো ম্যাচ ড্র করে এমনিতেই ব্যাকফুটে মোহনবাগান। তাই বৃহস্পতিবার আর্মি একাদশ ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না করিম বেঞ্চারিফা। বুধবার বারাসত স্টেডিয়ামে অনুশীলনের পরে সতর্ক সবুজ-মেরুন কোচ বললেন, “ছোট দলের ফুটবলাররা এ সব ম্যাচের দিকেই তাকিয়ে থাকে। নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়। এই ম্যাচটা মোটেও হালকা ভাবে নিচ্ছি না। আমরা যে করেই হোক তিন পয়েন্ট তুলতে চাই।” সেনাবাহিনীর দলের বিরুদ্ধে অবশ্য খেলতে পারবেন না গোলকিপার সন্দীপ নন্দী। তাঁর জায়গায় খেলবেন শিল্টন পাল। আদিল খানেরও জ্বর। তবে মঙ্গলবার ওডাফা মাঠে নামলেও, এ দিন তাঁকে অনুশীলনে দেখা যায়নি।
|
বৃহস্পতিবারে
কলকাতা প্রিমিয়ার লিগ- মোহনবাগান : আর্মি একাদশ (বারাসত, ৪-০০)
|
সুব্রত কাপ থেকে ফিরে এল কালনা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
গ্রুপ লিগের শেষ খেলাতে জিতেও সুব্রত কাপের অনূর্ব্ধ ১৪ বিভাগের জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে ছিটকে গেল কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়। দিল্লির রেসকোর্স মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্রুপ লিগের প্রথম ও শেষ ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে গোয়ার একটি স্কুলের কাছে ২-৪ গোলে হেরে গিয়েছিল কালনার স্কুলটি। এই হারের জন্যই প্রতিযোগিতার পরের ধাপে যেতে পারল না বাংলার একমাত্র প্রতিনিধি স্কুলটি। গ্রুপ লিগের সব কটি খেলাতে জিতে গোয়ার স্কুলটি গেল প্রতিযোগিতার পরবর্তী পর্বে। কালনা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমরেন্দ্রনাথ সরকার বলেন, “প্রতিযোগিতার শেষ ম্যাচে কৃষ্ণদেবপুর উচ্চবিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারটাই পার্থক্য গড়ে দিল। তবে প্রতিযোগিতার সবকটি ম্যাচেই যথেষ্ট ভাল খেলেছে স্কুলদলটি।”
|
ভিনরাজ্যে লক্ষ্মীদের প্রস্তুতির উদ্যোগ নিচ্ছেন অশোক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেরিতে হলেও ঘুম ভাঙল সিএবি-র। রঞ্জি ট্রফির জন্য অবশেষে প্রস্তুতি ম্যাচ পেতে চলেছেন বাংলার রঞ্জি দলের ক্রিকেটাররা। সিএবি কর্তাদের দ্বারা যা হল না, কোচ অশোক মলহোত্র সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দিল্লি, হরিয়ানা ও তার আশেপাশে কয়েকটি জায়গায় প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করতে চলেছেন। বাংলার কোচ যদিও তা স্বীকার না করে বলছেন, “সিএবি কর্তারাই চেষ্টা করছেন। আমি যোগাযোগটা করেছি মাত্র। দিল্লি ও আশেপাশের আবহাওয়াও এখন বেশ ভাল। ওখানে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে উপকারই হবে।” সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই প্রস্তুতির জন্য রওনা হয়ে যাবে দল। যদিও রঞ্জি ট্রফির দল কবে বাছা হবে, তা নিয়ে বুধবারও ধোঁয়াশা রয়েই গেল। এক কর্তা যদিও বৃহস্পতিবারই ২০ জনের দল হয়ে যাওয়ার কথা শোনালেন, কিন্তু নির্বাচকরা তেমন কোনও নিশ্চয়তা দিতে পারছেন না। তবে আগে ক্যাপ্টেন ঠিক করে নিয়ে তবেই দল গড়বেন বলে জানিয়েছেন তাঁরা।
|
হেরে দ্রাবিড়ের সামনে ধোনিরা |
|
কোটলায় টিমকে জেতাতে ব্যর্থ ধোনি। বুধবার। ছবি: পিটিআই। |
ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। ইচ্ছা ছিল সৈনিক হওয়ার। কিন্তু ভাগ্য তাঁকে ক্রিকেট মাঠে নিয়ে গিয়ে ফেলে। ম্যাচের আগে এক টিভি চ্যানেলে অধিনায়কের এই স্বীকারোক্তির পর মাঠের যুদ্ধে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। বুধবার কোটলায় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্রুপের শেষ ম্যাচে চেন্নাইকে আট উইকেটে হারাল ত্রিনিদাদ ও টোবাগো। এ দিন প্রথমে ব্যাট করতে নামার পর শুরু থেকেই রায়াদ এমরিট (৩-২১), রবি রামপল (২-৩১)-এর বোলিংয়ের সামনে ছন্নছাড়া দেখায় সুপার কিংসের ব্যাটিং। টিমের হয়ে সর্বোচ্চ রান সুরেশ রায়নার (৩৮)। ১৯.৪ ওভারেই ১১৮ করে অল আউট হয়ে যান ধোনিরা। জবাবে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্স (৬৩) আর এভিন লুইসের (৩৮) দুরন্ত ব্যাটিংয়ে ১৫.১ ওভারেই ১১৯-২ তুলে জিতে যায় টোবাগো। একই সঙ্গে দীনেশ রামদিনের দল টুর্নামেন্টের শেষ চারে যাওয়াও নিশ্চিত করে ফেলল। যাদের মেন্টর আবার কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা। ম্যাচের পর ধোনি বলেন, “ব্যাটিংটাই ডোবাল। আট ওভারের পর পিচ মন্থর হতে শুরু করে। সেখানেই আমাদের ছন্দটা হারিয়ে যায়। দ্রুত উইকেটও পড়তে শুরু করে। এত কম রান নিয়ে ম্যাচ জেতানোটা বোলারদের পক্ষে খুব কঠিন ছিল। জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইটা জমে যাবে বলেই মনে হচ্ছে।”
|
পেজ, সানিয়া শেষ আটে |
|
রাফায়েল নাদালের চিনা ভক্ত। বুধবার বেজিংয়ে চিনা ওপেনে। ছবি: রয়টার্স। |
নিজের নিজের পার্টনারকে নিয়ে চিন ওপেনে ডাবলসের শেষ আটে গেলেন লিয়েন্ডার পেজ এবং সানিয়া মির্জা। এ দিন পুরুষদের ডাবলসের শীর্ষ বাছাই পেজ ও তাঁর কানাডার পার্টনার ড্যানিয়েল নেস্টর ৬-২, ৬-২ উড়িয়ে দিলেন জন ইসনার-স্যাম কোয়েরির মার্কিন চ্যালেঞ্জ। অন্য দিকে, সদ্য প্যান প্যাসিফিক ওপেন খেতাব জয়ী সানিয়া-কারা ব্ল্যাক জুটি ৬-৩, ৬-২ হারালেন আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভা-লুসি সাফারোভাকে। সানিয়াদের সামনে কোয়ার্টার ফাইনালে এ বার চিনা তাইপের ইয়ুং-জান চ্যান-জি ঝেং জুটি।
|
ভার্গবের ৩ উইকেট |
ছুটির দিন প্রবল উৎসাহী প্রায় ১০ হাজার দর্শকের সামনেও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুটাও ভাল হল না ভারতের। দাপট দেখাতে পারলেন না চেতেশ্বর পূজারারা। প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ২৮৩-৬। অর্ধশতরান ক্যারিবিয়ান ওপেনিং ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েট (৮২) আর আসাদ ফুদাদিনের (৬৩)। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ভার্গব ভট্ট (৩-৭৬)। জাহির খান (১-৪৪), মহম্মদ সামি (১-৫৯), পরভেজ রসুলরা (১-৭১) শিমোগার মাঠে আধিপত্য দেখাতে ব্যর্থ। অবশ্য ভারতীয় বোলারদের সামনে মন্থর পিচের থেকেও বড় বাধা হয়ে দাঁড়ায় খারাপ ফিল্ডিং।
|
হোয়াটমোরের জবাব |
পাকিস্তানের স্পিনার সইদ আজমলের মন্তব্যে আঘাত পেয়েছেন কোচ ডাভ হোয়াটমোর। মঙ্গলবার আজমল এক পাক টিভি চ্যানেলকে বলেন, “বেতনটুকু বাদ দিলে বিদেশি কোচের সঙ্গে আমাদের দেশের কোচের কোনও পার্থক্য নেই।” এই মন্তব্যের পরই ঝড় উঠে যায় পাক ক্রিকেট মহলে। বুধবার হোয়াটমোর টুইট করেন, “আজমলের মন্তব্য দেখলাম। গভীর ভাবে ধাক্কা খেয়েছি। কাউকেই দেখছি চেনা যায় না।” এর কিছুক্ষণ পরেই অবশ্য হোয়াটমোরের টুইট, “আজমল নিজে এসেছিল আমার কাছে ক্ষমা চাইতে। কীসের পরিপ্রেক্ষিতে ও কথাটা বলেছিল সেটাও বলল। আমি ওকে ক্ষমা করে দিয়েছি।” |
|