সুস্থ পেন যাচ্ছেন গোয়ায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দ্রুত ফিট হয়ে উঠতে বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করে দিলেন লুসিয়ানো সাব্রোসা। অক্টোবরের শেষেই তিনি ম্যাচ খেলতে পারবেন বলে আশা করছেন মহমেডান কোচ আবদুল আজিজ। চোট পাওয়া পেন ওরজিকে কোচ অবশ্য পেয়ে যাচ্ছেন রবিবারের সালগাওকর ম্যাচে।
লুসিয়ানো অনুশীলনে যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে আজিজের। বললেন, “লুসিয়ানোর চোট খুব তাড়াতাড়ি সেরে উঠছে। আশা করছি অক্টোবরের মধ্যে ও ম্যাচ ফিট হয়ে উঠবে। হতে পারে ইউনাইটেড ম্যাচেই লুসিয়ানো মাঠে নেমে পড়ল। ও নিজেও খেলার জন্য মরিয়া হয়ে রয়েছে। পুরো ফিট হওয়ার জন্য একশো শতাংশ লড়াই করছে।” উল্লেখ্য, ডুরান্ড ফাইনালে বাঁ হাতে গুরুতর চোট পান লুসিয়ানো। যার ফলে দীর্ঘ সময়ের জন্য দল থেকে ছিটকে যান। আশঙ্কা করা হয়েছিল, তিন-চার সপ্তাহের আগে অনুশীলনই শুরু করতে পারবেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কিন্তু দু’ সপ্তাহের মাথায় তিনি মাঠে নেমে পড়েছেন।
আজিজের হিসেব অনুযায়ী, লুসিয়ানো ম্যাচ ফিট হয়ে ওঠার আগেই আই লিগের তিন ম্যাচ খেলে ফেলবে মহমেডান। এই তিন ম্যাচই আবার বাইরে। রবিবার সালগাওকরের মুখোমুখি হবেন পেন-টোলগেরা। তার জন্য আজ শুক্রবার সকালে গোয়া উড়ে যাচ্ছে সাদা-কালো ব্রিগেড। চোট আর অসুস্থতার জন্য লুসিয়ানো এবং জেরিকে পাবেন না আজিজ। বাকি পুরো টিমই পাচ্ছেন। বৃহস্পতিবার অনুশীলনের পর বললেন, “পেনকে শুরু থেকে পাব, টোলগে-জোসিমাররা ভাল ছন্দে রয়েছে। তাই সালগাওকর ম্যাচে আমাদের লক্ষ্য থাকছে তিন পয়েন্টই।” এ দিন দলের সঙ্গে অনুশীলন করলেন এক সময় মহমেডানে খেলে যাওয়া নাসিম আখতার। যদিও কোচ বললেন, “নাসিমকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবে একদিনই তো দেখলাম ওকে।” |