চোটের জন্য মহমেডানের ব্রাজিলীয় ডিফেন্ডার লুসিয়ানোকে আই লিগের প্রথম পর্বে পাওয়া যাবে না। তা জানার পর কোচ আবদুল আজিজ যখন হতাশায় ডুবে, তখনই বিমান বিভ্রাটে নাজেহাল মোহনবাগান। বিমান বাতিলের জন্য প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছন করিম বেঞ্চারিফারা। গোয়ায় অনুশীলনই করতে পারেননি সাবিথরা। সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী চার্চিল ব্রাদার্স।
সোমবার বেঙ্গালুরু থেকে সকাল ১১টার বিমান ধরে দুপুরের মধ্যে গোয়া পৌঁছনোর কথা ছিল মোহনবাগানের। বিকেলে করিম সুইমিং সেশনও রেখেছিলেন। কিন্তু হঠাৎ-ই ওই বিমান বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত অন্য বিমানে আমদাবাদ ঘুরে মোহনবাগান যখন গোয়ার হোটেলে পৌঁছয়, তখন রাত সাড়ে আটটা। একেই আগের দিন ম্যাচ খেলার ক্লান্তি ছিল, তার ওপর বিমান দূর্ভোগে এ দিন নাজেহাল দশা হয় সবুজ-মেরুন ফুটবলারদের। এ দিকে ডুরান্ডের ফাইনালে চোট পেয়েছিলেন লুসিয়ানো। ডাক্তারি রিপোর্টে দেখা যায় বাঁ হাতের কনুইয়ের হাড় সরে গেছে তাঁর। দিল্লির হাতপাতালে অস্ত্রোপচারও করা হয় মহমেডান ডিফেন্ডারের। চোট সারিয়ে লুসিয়ানোর মাঠে ফিরতে আই লিগের প্রথম পর্ব শেষ হয়ে যাবে বলে সোমবার দাবি করলেন মহমেডান কোচ আবদুল আজিজ। বললেন, “আমার হিসাবে চোট সারিয়ে লুসিয়ানোর মাঠে ফিরতে প্রায় আই লিগের প্রথম পর্ব শেষ হয়ে যাবে। ওর সুস্থ হয়ে উঠতেই দেড় মাস পেরিয়ে যাবে। তারপর পুরো ফিট হতে আরও দেড়-দু’ মাস। জানুয়ারির আগে লুসিয়ানোকে পাব না।” হতাশ গলায় আজিজ বলছিলেন, “আমার দলের বিরাট ক্ষতি হয়ে গেল। আই লিগের ম্যাচে লুসিয়ানোর ডিফেন্ডারকে না পেলে সমস্যায় পড়তে হবে।”
বুধবার আবার কলকাতা লিগের বড় ম্যাচ রয়েছে মহমেডানের। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। তবে পাঁচ ফুটবলার পাওয়ার কারণে মহমেডান ম্যাচ খেলতে চাইছে না র্যান্টির ক্লাব। এ দিন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ইউনাইটেড সচিব আলোকেশ কুণ্ডু তাঁদের সমস্যার কথা জানিয়ে বুধবারের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ইউনাইটেডের দাবি মেনে নেননি আইএফএ সচিব। তিনি বলে দেন, “যে টিভি চ্যানেল কলকাতা লিগের ম্যাচ টেলিকাস্ট করছে তাদের প্রস্তুতি শেষ। এই অবস্থায় ম্যাচ পিছানো সম্ভব নয়।”
|