টুকরো খবর |
বেলের চোট, জোড়া গোল রোনাল্ডোর |
নিজস্ব প্রতিবেদন |
|
সিআর সেভেনের হুঙ্কার। ছবি: এএফপি। |
বের্নাবাওয়ে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যায়নি এখনও। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ বের্নাবাওয়ে গেতাফের বিরুদ্ধে ম্যাচেও গ্যারেথ বেল-রোনাল্ডো অভিষেক ঘটল না। রোনাল্ডো খেললেন, জোড়া গোল করলেন। কিন্তু চোটের জন্য খেলা হল না বেলের। আর গেতাফেকে ৪-১ হারিয়ে লা লিগায় আবার জয়ের স্বাদ ফিরে পেল কার্লো আন্সেলোত্তির দল। বের্নাবাও তাঁর অভিষেকের অপেক্ষায় থাকলেও, ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে গিয়ে ঊরুর পেশিতে চোট পান বেল। প্রথমার্ধের শুরুতে যদিও অ্যাঞ্জেল লাতিফার গোলে ০-১ পিছিয়ে পড়ে রিয়াল। এর পর পেপের গোলে সমতা ফেরায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে ২-১ করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধেও গেতাফের দুর্বল রক্ষণে ক্রমাগত রিয়াল আক্রমণের ঝড় ধাক্কা মারে। দলের তরুণ তারকা ইস্কোর গোলে ৩-১ এগিয়ে যায় রিয়াল। রোনাল্ডো দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন রিয়ালের জন্য। খুব শীঘ্রই রিয়ালের ঘরের মাঠে নামবেন বেল, সেই প্রতিশ্রুতি দিয়ে পরে আন্সেলোত্তি বলেন, “বেল-ও খুব দুঃখিত আজ খেলতে না পারায়। তবে আশা করছি শনিবার আটলেটিকো মাদ্রিদ ম্যাচে ঘরের মাঠে অভিষেক হবে ওর।” পাশাপাশি রোনাল্ডো এ দিন ক্লাব কিংবদন্তি হুগো সাঞ্চেজকে টপকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচ নম্বরে।
|
রেফারিকে ভয় দেখিয়ে তিন ম্যাচ সাসপেন্ড |
নিজস্ব প্রতিবেদন |
|
মারিওর ‘মহাকীর্তি’। ছবি: এএফপি। |
কেরিয়ারের সর্বপ্রথম পেনাল্টি ফস্কালেন। তার কিছুক্ষণের মধ্যেই গোল করলেন। আবার ম্যাচ শেষে লাল কার্ড দেখলেন। ঘটনাগুলো সব একটা ম্যাচেরই, একজনকে ঘিরেই। ফুটবলবিশ্বের ‘ব্যাড বয়’ মারিও বালোতেলির এক ম্যাচের কীর্তি। নাপোলির সঙ্গে ১-২ হারল তাঁর দল এসি মিলান। তবে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ‘সুপার মারিওর’ নাটুকেপনার জন্য। প্রথমার্ধের শুরুতেই মিগেল ব্রিতসের গোলে ঘরের মাঠ সান সিরোতে ০-১ পিছিয়ে পড়ে এসি মিলান। দ্বিতীয়ার্ধে নাপোলির তারকা স্ট্রাইকার গঞ্জালো ইগুয়াইনের গোলে ব্যবধান বাড়ায় রাফায়েল বেনিতেজের দল। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পায় মিলান। কিন্তু অপ্রত্যাশিত ভাবে কেরিয়ারে প্রথম পেনাল্টি ফস্কান বালোতেলি। অতিরিক্ত সময়ে বালোতেলি গোল করলেও, তা দলের হার বাঁচাতে পারেনি। ম্যাচ শেষে রেফারির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বালোতেলি। যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন স্ট্রাইকারকে। কিন্তু কার্ড দেখে শান্ত হয়ে মাঠ ছাড়ার পাত্রই যে নন বালোতেলি। বরং রেফারির দিকে প্রায় তাড়া করে যান তিনি। শেষ পর্যন্ত সতীর্থ ফুটবলারদের হস্তক্ষেপে জল আর বেশি দূর গড়ায়নি। যদিও পরে তিন ম্যাচের জন্য বালোতেলিকে সাসপেন্ড করা হয়। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন সেরি এ লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখার যুদ্ধে মিলান।
|
বিদায়ের পথে বাংলা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় যুব ফুটবল থেকে কার্যত বিদায় নিল তরুণ দে-র বাংলা। দু’ম্যাচে এক পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপে সবার শেষে। উত্তরাখণ্ডের কাছে হারের পর সোমবার অনূর্ধ্ব ১৭ ডা: বি সি রায় ট্রফিতে মধ্যপ্রদেশের সঙ্গে ১-১ ড্র করল বাংলা। বয়স নিয়ে ঝামেলার জন্য জোড়াতাপ্পি দিয়ে দল নিয়ে যাওয়া বাংলার ম্যানেজারের দাবি, মধ্যপ্রদেশের বিরুদ্ধে অসংখ্য সুযোগ তৈরি করেছিল ছেলেরা। ম্যাচে কিন্তু প্রথম গোল পায় মধ্যপ্রদেশই। পরে বুদ্ধ বারাং-এর দুর্দান্ত ফ্রি কিকে হারা ম্যাচ ড্র করে বাংলা। বাংলার শেষ ম্যাচ মণিপুরের বিরুদ্ধে, বুধবার।
|
পুরনো খবর: বাংলার বিশ্রী হার
|
গুরুতর অসুস্থ সাব্বির আলি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হৃদরোগে আক্রান্ত হলেন সাব্বির আলি। প্রাক্তন ভারতীয় অধিনায়কের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ দিন দুপুরে অফিসে কাজ করতে করতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সহকর্মীরা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইসিজি করার সময় ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। বিকেলেই প্রাক্তন ফুটবলারকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ছুটে আসেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, ক্রম্পটন দত্ত সহ প্রাক্তন ফুটবলাররা। আপাতত ৪৮ ঘণ্টা তাঁকে নজরে রাখা হবে। কর্মসূত্রে তিনি একাই শহরে থাকতেন। রাতেই হায়দরাবাদ থেকে শহরে এসেছেন তাঁর আত্মীয়রা।
|
৪১ ক্রীড়াবিদকে মুখ্যমন্ত্রীর পুরস্কার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের ৪১ ক্রীড়াবিদকে ২৮ সেপ্টেম্বর পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের দেওয়া হবে স্মারক ও আর্থিক পুরস্কার। সোমবার চূড়ান্ত তালিকা করেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজ পাচ্ছেন জীবনকৃতি সম্মান, স্মারক ও পাঁচ লক্ষ টাকা। ক্রীড়া-গুরু পুরস্কার পাবেন ভেস পেজ, অমল দত্ত, সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কুন্তল রায়। এঁদের মধ্যে ভেস পেজই একমাত্র একই সঙ্গে পিতা ও গুরু। এঁরা পাবেন স্মারক, এক লক্ষ টাকা। বাংলার গৌরব হচ্ছেন ফুটবলার গৌতম সরকার, সমরেশ চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য, শ্যামল ঘোষ, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সুরজিৎ সেনগুপ্ত, বিকাশ পাঁজি, অ্যাথলিট সোমা বিশ্বাস, কবাডির রমা সরকার। এঁরাও পাবেন স্মারক-সহ এক লক্ষ টাকা। খেল সম্মান পাচ্ছেন ঋদ্ধিমান সাহা, লক্ষ্মীরতন শুক্ল, মেহতাব হোসেন, সুব্রত পাল, জয়দীপ কর্মকার, আশা রায়, রহমতুল্লা, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, মেরি অ্যান গোমস, অরূপ বৈদ্য, বাস্কটবলের অপর্ণা ঘোষ ও জিমন্যাস্ট টুম্পা দেবনাথ। এঁরা পাবেন স্মারক ছাড়াও দু’লক্ষ টাকা। এর আগে মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রুপো জয়ী অ্যাথলিট আশা রায়ের হাতে গাড়ির চাবি তুলে দেবেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।
|
সাঁতার প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
সিবিএসই পূর্বাঞ্চলীয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উত্তরপ্রদেশের নয়ডার দিল্লি পাবলিক স্কুল। দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলে তিন দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন হয় ২১ সেপ্টেম্বর। এই রাজ্য ছাড়াও ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, অসম, ঝাড়খণ্ড, হরিয়ানার ৬৯টি স্কুল থেকে পড়ুয়ারা এসেছিল। অনূর্ধ্ব ১২, ১৪, ১৬, ১৯ পর্যায়ে যোগ দিয়েছিল প্রতিযোগীরা। বাইপাস নির্মাণের দাবিতে সোমবার রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়কে রাজবাড়ি এবং নেতাজি স্ট্যাচু মোড়ের সামনে একই সময়ে পথ অবরোধ করল ডিওয়াইএফের রানিগঞ্জ জোনাল কমিটি। জাতীয় সড়ক সংযোগকারী চার কিলোমিটার রাস্তাটির বদলে বাইপাস তৈরির দাবি জানিয়েছেন বলে ডিওয়াইএফ নেতারা। স্থানীয় নাগরিক সমাজও একই দাবি জানিয়েছে।
|
মাঠে তাণ্ডব, দৌড় দ্রোগবার |
|
কুরুক্ষেত্র। ছবি: রয়টার্স। |
রণক্ষেত্রে পরিণত হল ফুটবল মাঠ। বাতিল হল বেসিকতাস ও গালাতাসারের ‘ইস্তানবুল ডার্বি’। দিদিয়ের দ্রোগবার জোড়া গোলে ২-১ জয়ের মুখে ছিল গালাতাসারে। কিন্তু দলের ব্রাজিলীয় তারকা ফেলিপে মেলোর বিপজ্জনক ট্যাকলের পরে উত্তপ্ত গ্যালারিতে বসা সমর্থকরা প্রতিবাদ করতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় যখন ম্যাচের শেষে সমর্থকরা মাঠে নেমে পড়েন। বোতল, চেয়ার ছুড়ে প্রতিবাদ জানান তাঁরা। বেসিকতাস সমর্থকদের আক্রমণে কোনও মতে প্রাণ বাঁচিয়ে ড্রেসিংরুমে পালিয়ে যান দ্রোগবারা। পরিস্থিতি সামলাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
|
মহিলা শ্যুটার প্রয়াত |
বাংলার বর্ষীয়ান মহিলা শ্যুটার সবিতা চট্টোপাধ্যায় মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আট বার জাতীয় চ্যাম্পিয়ন প্রাক্তন শ্যুটার বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। লেক গার্ডেন্সে নিজের বাড়িতেই রবিবার দুপুরে মারা যান তিনি। রেখে গেলেন দুই পুত্রকে। সবিতাদেবীর ছোট ছেলে অমিতও দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন শ্যুটার। ২০১১ থেকে সিনিয়র জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা অমিতবাবু বলেন, “বাংলার তো বটেই মা দেশের সবচেয়ে বয়স্ক মহিলা শ্যুটার ছিলেন। গত বছর রাজ্য সরকার মা-কে সংবর্ধনাও দেয়।”
|
সইফ পুত্র ক্রিকেটে |
মনসুর আলি খান পটৌডির উত্তরসূরির ক্রিকেট মাঠে পা পড়তে চলেছে। নভেম্বরে মুম্বইয়ের জাইলস শিল্ড আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ টিমে অভিষেক হবে ইব্রাহিম খানের। যার আর এক পরিচয়, বলিউড অভিনেতা সইফ আলি খান তার বাবা। সইফ আর তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংহের ছেলের ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলের হয়ে নামবে। সপ্তম শ্রেণির ছাত্র ইব্রাহিম মুম্বই স্কুল স্পোর্টস সংস্থার ক্রিকেট টুর্নামেন্টে নামতে চলেছে। টিমের সঙ্গে নিয়মিত প্র্যাকটিসও করছে ইব্রাহিম।
|
বাড়ল সুব্রত কাপের পুরস্কার মূল্য |
স্পেনে ইউনিসেফ কাপ জয়ী ইউক্রেনের ট্রোয়েশচিনা দল এ বার খেলতে আসছে সুব্রত কাপে। এটি ইউক্রেনের সমাজের পিছিয়ে পড়া খুদে ঝুপড়িবাসীদের নিয়ে গঠিত অনুর্ধ্ব-১৪ ফুটবল দল। ইউক্রেন ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ ও ওমান থেকে মোট ছ’টি বিদেশি দল সুব্রত কাপে অংশ নেবে। বাংলার পাঁচটি দল সহ মোট ৮১টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর বসছে সুব্রত কাপের আসর। |
|