বয়স নিয়ে বিতর্কের পর জোড়াতাপ্পি দিয়ে তৈরি বাংলা দল গ্রুপ লিগের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। অনূর্ধ্ব ১৭ ডা: বিসি রায় ট্রফিতে শনিবার উত্তরাখণ্ডের সঙ্গে খেলা ছিল তরুণ দে-র দলের। সেখানে লজ্জাজনক ০-৪ হারল বাংলা। রাঁচিতে দুপুর একটায় ছিল ম্যাচ। বিরতির আগেই ৩-০ পিছিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবি পালটায় না। বরং উত্তরাখণ্ড আর এক গোল করে এক তরফা লড়াইয়ে জয় নিশ্চিত করে। এই প্রতিযোগিতায় বাংলার পরের ম্যাচ মঙ্গলবার মধ্য প্রদেশের বিরুদ্ধে।
|
হার দিয়েই আই লিগ মরসুম শুরু করল গত বারের চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স। মাপুসার দুলের স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সালগাওকরের কাছে ০-১ হারল সুখবিন্দার সিংহের দল। প্রথমার্ধের শেষে একমাত্র গোল করেন সালগাওকরের স্কটিশ স্ট্রাইকার ডেরিল ডাফি। পাশাপাশি অন্য আই লিগ ম্যাচে মুম্বই এফসি-র সঙ্গে ১-১ ড্র করল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া।
|
রঙিন জার্সিতে এ বারই শেষ মাঠে নামবেন। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে তাই অভিনব উদ্যোগ মাস্টার-ব্লাস্টারের আইপিএল টিম মুম্বই ইন্ডিয়ান্সের। তাঁদের সরকারি টুইটার পেজে সচিনের সম্মানে ‘হ্যাশট্যাগ’ আইপিএল চ্যাম্পিয়ন টিমের (#ThisTimeFor10dulkar)। ফ্যানদের ভোটের ভিত্তিতেই এই হ্যাশট্যাগ নির্বাচিত হয়েছে।
|
নিউটাউন ফিনান্সিয়াল সেন্টারে ১ ও ২ অক্টোবর বাপুজি দাবা। আয়োজক অরোমা ব্র্যান্ড কমিউনিকেশন। ওপেন টু অল ফিডে র্যাপিড দাবা টুর্নামেন্টে প্রতিযোগী প্রায় ৪০০। খেলোয়াড়দের বাবা-মাও অংশ নিতে পারবেন। |