মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচন বিধিতে সংশোধনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে যাওয়ার হুমকি দিলেন সংস্থার অন্যতম প্রধান কর্তা রত্নাকর শেট্টি।
শনিবার বম্বে হাইকোর্ট তাঁর পাঁচ বছরের নির্বাসনের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ বহাল রাখার পর আত্মবিশ্বাসী ক্রিকেট কর্তা এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন। মুম্বই ক্রিকেট সংস্থার (এমসিএ) নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা সংক্রান্ত আইনে এই সংশোধন হওয়ায় প্রফেসর শেট্টি আগামী ১৮ অক্টোবরের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তিনি যাতে নির্বাচনে লড়তে পারেন, সে জন্যই তাঁর এই সিদ্ধান্ত। গত ২৩ জুলাই এমসিএ-র ম্যানেজিং কমিটির সভায় ঠিক হয়, এ বার থেকে তাদের পেরেন্ট বডি অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তার নিয়ন্ত্রণাধীন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বেতনভুক কর্মী এবং বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোচ, কর্মীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রফেসর শেট্টিকে নির্বাচনে নামতে না দেওয়ার জন্যই যে এমন সংশোধন করা হয়েছে, ওয়াকিবহাল মহলের ধারণা তেমনই। কারণ, তিনি ভারতীয় বোর্ডের বেতনভুক জেনারেল ম্যানেজার (গেম ডেভেলপমেন্ট) পদে রয়েছেন। শনিবার বম্বে হাইকোর্টের রায় বেরনোর পরে শেট্টি বলেন, “অবশ্যই এই সংশোধনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাচ্ছি। তবে কবে, তা জানি না।”
এ দিন বিচারপতি অনুপ মেহতা অবশ্য বম্বে ইউনিয়ন স্পোর্টস ক্লাবের হয়ে শেট্টির মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দেন এমসিএ-কে। তবে এই বিষয়ে মুম্বই ক্রিকেট সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলেও জানান তিনি। এমসিএ যুগ্ম-সচিব পি ভি শেট্টি অবশ্য জানান, তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করবেন না। কিন্তু রত্নাকর শেট্টি হুমকি দিয়ে রাখলেন।
এমসিএ-র কিছু কর্মী গত বছর ডিসেম্বরে আমদাবাদে ভারত-পাক টি-টোয়েন্টি ম্যাচে টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত ছিলেন, এই অভিযোগ আনায় শেট্টিকে নির্বাসনে পাঠিয়েছিল এমসিএ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালতে গিয়ে তার উপর স্থগিতাদেশ পাওয়ার পরে এমসিএ বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ জানানোয় সেই স্থগিতাদেশ বহাল রইল।
|