সোমদেব দেববর্মনদের দাবি কিছুটা হলেও মেনে নিল সর্বভারতীয় টেনিস সংস্থা। আজ এআইটিএ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এস পি মিশ্রকে সরিয়ে ডেভিস কাপে ভারতের নতুন নন প্লেয়িং ক্যাপ্টেন করা হল আনন্দ অমৃতরাজকে। আগামী বছর ডেভিস কাপে এশিয়া/ওশেনিয়া গ্রুপ ওয়ানে চিনা তাইপের বিরুদ্ধে ভারতের টাই থেকেই নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় টেনিসের এই প্রাক্তন তারকাকে।
চলতি বছরের গোড়ায় দেশের সেরা আট প্লেয়ার ডেভিস কাপের ‘প্লেয়িং কন্ডিশন’ বদলানোর দাবি তুলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যার নেতৃত্বে ছিলেন সোমদেব। বিদ্রোহী প্লেয়ারদের অন্যতম দাবি ছিল এস পি মিশ্রকে সরিয়ে নন প্লেয়িং ক্যাপ্টেন করা হোক রোহিত রাজপালকে। কিন্তু এআইটিএ তখনই মিশ্রকে সরাতে রাজি হয়নি। কোরিয়া আর ইন্দোনেশিয়া টাইতেও মিশ্রকেই দায়িত্বে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত এ দিন গোয়ায় এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ৬১ বছরের আনন্দ অমৃতরাজকে ২০১৪ পর্যন্ত ডেভিস কাপ টিমের নন প্লেয়িং ক্যাপ্টেন করার সিদ্ধান্ত পাকা হয়।
এআইটিএ-র সচিব ভরত ওঝা এ দিন বিবৃতি দিয়ে জানান, “শনিবার সংস্থার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। তার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসি।” পাশাপাশি এআইটিএ সিদ্ধান্ত নিয়েছে জিশান আলি ভারতীয় দলের কোচের কাজ চালিয়ে যাবেন।
চিনা তাইপের বিরুদ্ধে টাইয়ের কেন্দ্র এখনও ঠিক হয়নি। এআইটিএ এই নিয়ে বিবৃতিতে অবশ্য জানিয়েছে, “ডেভিস কাপের কেন্দ্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলা হবে। যাতে আরও বেশি রাজ্য এই টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পায়।”
|