রুনির অবিশ্বাস্য ওভারহেড কিকে গোল থেকে অতিরিক্ত সময় মাইকেল আওয়েনের ক্লিনিক্যাল ফিনিশ হালফিলে ম্যাঞ্চেস্টার ডার্বির আর এক নাম হয়ে উঠেছে নব্বই মিনিটের এক ‘রোলারকোস্টার’।
রবিবার ইপিএলে ম্যাঞ্চেস্টার আবার ভাগ হতে চলেছে দুই রঙে নীল ও লাল। উপলক্ষ, এই মরসুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বি ম্যাঞ্চেস্টার সিটি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। |
কিন্তু ১৬৬তম ডার্বির লড়াই ছাপিয়ে উঠে পড়েছে আরও বড় প্রশ্ন ম্যান ইউ কোচ হিসেবে তাঁর প্রথম ডার্বি পরীক্ষায় পাশ করতে পারবেন ডেভিড মোয়েস? উল্টো দিকে রবের্তো মানচিনির উত্তরসূরি ম্যানুয়েল পেলেগ্রিনি পারবেন সিটি কোচ হিসেবে নিজের প্রথম ডার্বিতে শেষ হাসি হাসতে? রবিবারের ডার্বিতে মোয়েসের তুরুপের তাস কিন্তু সেই রুনিই। দু’ম্যাচে তিন গোল করে নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন দলের মহাতারকা। যা দেখে মোয়েস বলেন, “শেষ দুটো ম্যাচে রুনি খুব ভাল খেলেছে। আমি চাইব ডার্বিতেও নিজের সেরাটা দিক ও।” সঙ্গে তাঁর সংযোজন, “বলছি না যে আমার জন্য রুনি ফর্ম ফিরে পেয়েছে। আমি আছি ওকে সাহায্য করতে। কিন্তু মাঠে গিয়ে খেলাটা তো ওকেই খেলতে হচ্ছে।”
রুনি-বন্দনায় ব্যস্ত মোয়েসকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিটি কোচ পেলেগ্রিনি। তাঁর হুঙ্কার, “জানি না আগে কী হয়েছে। কিন্তু এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার সিটিই বেশি শক্তিশালী দল।” যা শুনেই হয়তো ইউনাইটেডের তরফে পাল্টা দিয়েছেন রুনি। সরাসরি না বললেও তিনি বুঝিয়ে দিয়েছেন, ম্যাঞ্চেস্টার ডার্বি তাঁদের ক্যালেন্ডারে দারুণ গুরুত্বপূর্ণ কিছু নয়। “ম্যান সিটি ইদানীং খুব ভাল খেলছে। কিন্তু গত কয়েক বছরে আমার মতে লিভারপুল ম্যাচটাই সবচেয়ে বড় ম্যাচ আমাদের ক্লাবের জন্য,” বলেন রুনি। |
ডার্বির প্রাক্কালে দুই ক্লাবেই চোট সমস্যা থাকছে। সিটি যেমন পাচ্ছে না ডেভিড সিল ভার মতো নির্ভরযোগ্য প্লে-মেকারকে। ম্যান ইউ-র হয়ে আবার অনিশ্চিত ড্যানি ওয়েলবেক, ফিল জোন্সের মতো তরুণ তারকারা।
গত দুই মরসুমের মতো এ বার প্রিমিয়ার লিগের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ ম্যাঞ্চেস্টারের দুই ক্লাব। সাত পয়েন্ট নিয়ে ম্যান সিটি ও ম্যান ইউ লিগ টেবলে চতুর্থ ও পঞ্চম। তাই দুই দলের বাক্যুদ্ধের থেকেও জরুরি বেশি হবে প্রিমিয়ার লিগ খেতাব জেতার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখা।
|
সেরা বাজি |
রবিন ফান পার্সি |
সের্জিও আগেরো |
মুখোমুখি সাক্ষাৎ |
ক্লাব: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ইপিএলে এখন পর্যন্ত ম্যাচ: ৪
গোল: ৩
গোলে শট: ৫ |
ক্লাব: ম্যাঞ্চেস্টার সিটি
ইপিএলে এখন পর্যন্ত ম্যাচ: ৩
গোল: ১
গোলে শট: ৩ |
ম্যাচ: ১৬৫
ম্যান ইউ জয়: ৬৯
ম্যান সিটি জয়: ৪২
সর্বোচ্চ গোলদাতা: জো হেইস (১০) |
|