জটের জন্য লর্গ্যাটদেরই দায়ী করছে ভারত |
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তৈরি সমস্যার জন্য ডেল স্টেইনদের দেশের বোর্ডকেই দায়ী করছেন ভারতীয় বোর্ড কর্তারা। পাশাপাশি ইঙ্গিত দিয়ে রাখছেন, সফর না হলেও কোনও সমস্যা নেই। কারণ অনেক দেশই ভারতের সঙ্গে খেলতে মুখিয়ে আছে।
ভারতীয় বোর্ডের অভিযোগ, সফর নিয়ে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে হারুন লর্গ্যাটদেরই জন্য। কারণ দক্ষিণ আফ্রিকা বোর্ড রীতিভঙ্গ করেছিল।
কোথায় সমস্যা হচ্ছে? ভারতীয় বোর্ড সচিবের ব্যাখ্যা, “পরিস্থিতি স্বাভাবিক থাকলে বোর্ড এই সফরের জন্য যথাসাধ্য করত। কিন্তু যে কোনও সিরিজ চূড়ান্ত হওয়ার পর তা যুগ্ম ভাবে ঘোষণা করাই হল রীতি। কিন্তু বিসিসিআই-এর সম্মতি ছাড়াই ওরা (সিএসএ) তা ঘোষণা করে দেয়।”
গত মাসে দুবাইয়ে আইসিসি-র বৈঠকের সময় বোর্ড সচিব সঞ্জয় পটেল ও লর্গ্যাট নিজেদের মধ্যে বৈঠক করেন। ওই বৈঠকের পর লর্গ্যাট জানান, সঞ্জয়ের কাছ থেকে তিনি সফরের ব্যাপারে আশ্বাস পেয়েছেন, কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত হবে বোর্ডের বার্ষিক সভার পর। কিন্তু বার্ষিক সভায় এই সফর নিয়ে কোনও আলোচনাই হয়নি। এর পর লর্গ্যাট তাঁর দেশের বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে ভারতে এসে বিষয়টা চূড়ান্ত করতে চেয়ে ভারতীয় বোর্ডে ই-মেলও পাঠান বলে খবর সংবাদমাধ্যমে। কিন্তু তাতেও বরফ গলেনি। বৃহস্পতিবার সঞ্জয় পটেল আবার এও বলে দিয়েছেন, “দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এত চিন্তার কী আছে? অনেক দেশই ভারতের সঙ্গে খেলার জন্য তৈরি।” ধোনিদের দক্ষিণ আফ্রিকা সফর যে যথেষ্ট অনিশ্চিত, বোর্ড সচিবের এই কথাতেই সেটা স্পষ্ট। তবে পাকিস্তান, শ্রীলঙ্কাকে নিয়ে এসে ত্রিদেশীয় সিরিজ করার কোনও সম্ভাবনা নেই বলেই জানালেন সঞ্জয়।
|