টুকরো খবর
চিকিৎসককে ক্ষতিপূরণের সুপারিশ মেনে নিল রাজ্য
ব্যঙ্গচিত্র কাণ্ডে অম্বিকেশ মহাপাত্রকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল রাজ্য মানবাধিকার কমিশন। মাওবাদী সন্দেহে ধৃত বেলপাহাড়ির শিলাদিত্য চৌধুরীর ক্ষেত্রেও একই সুপারিশ ছিল কমিশনের। কোনও ক্ষেত্রেই তা মানেনি রাজ্য সরকার। তবে দীপঙ্কর দে নামে বর্ধমানের এক হোমিওপ্যাথ চিকিৎসকের ক্ষেত্রে কমিশনের ক্ষতিপূরণের সুপারিশ মানল রাজ্য। রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত শুক্রবার জানান, দীপঙ্করবাবু স্থানীয় একটি দুর্গাপুজো কমিটির সম্পাদক ছিলেন। কমিশনে তিনি জানান, জোর করে চাঁদা তোলার অভিযোগে মাঝরাতে তাঁকে বাড়ি থেকে তুলে এনে পুলিশি লক-আপে মারধর করা হয়। তিনি হাঁপানির রোগী। তা সত্ত্বেও লক-আপে তাঁকে ‘ইনহেলার’ ব্যবহার করতে দেওয়া হয়নি বলে দীপঙ্করবাবুর অভিযোগ। তাঁর বিরুদ্ধে কোনও নির্দিষ্ট মামলাও দায়ের করা হয়নি বলে তিনি কমিশনে জানান। দীপঙ্করবাবুর অভিযোগ পেয়ে মানবাধিকার কমিশন বর্ধমানের পুলিশ সুপারকে তদন্ত করে রিপোর্ট দিতে বলে। রবীন্দ্রবাবু জানান, এসপি-র রিপোর্টের ভিত্তিতে কমিশন অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং দীপঙ্করবাবুকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করে। সরকার সেই সুপারিশ মেনে নিয়েছে বলে রবীন্দ্রবাবু জানান। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “অভিযুক্ত দুই পুলিশ অফিসার আশিস চক্রবর্তী ও স্নেহময় চক্রবর্তীর ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য পুলিশের কাছে। আমি জানিয়েছি, ওই দুই অফিসারের কাছ থেকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা আদায়ের ব্যাপারে সরকার ব্যবস্থা নিক।”

ঘূর্ণাবর্তের বৃষ্টি চলবে আজও
আশ্বিনে ফিরে এল শ্রাবণের মেজাজ। আকাশ কালো করে ধেয়ে এল মেঘ। নামল তুমুল বৃষ্টি। সঙ্গে ঝড়। পরের পর বাজের শব্দে কেঁপে উঠল চার দিক। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী গণেশচন্দ্র দাস শুক্রবার জানান, এই জোরালো বৃষ্টির পিছনে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত। আজ, শনিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। হাওয়া অফিসের হিসেব, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৬.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৬ অগস্ট ভরদুপুরে এমনই আকাশ কালো করে মেঘ এসেছিল কলকাতায়। প্রবল বৃষ্টির সঙ্গী ছিল ঝড়। এ দিন তেমন তীব্রতা না-থাকলেও আশ্বিনে এমন ঝড়বৃষ্টি সাম্প্রতিক কালে চোখে পড়েনি বলেই আবহবিদেরা জানান। রাতে উপগ্রহ-চিত্র বিশ্লেষণ করে আবহবিজ্ঞানীরা বলেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গোটা দক্ষিণবঙ্গের উপরেই ঘন মেঘ রয়েছে। ফলে দুর্যোগ চলবে।

পুরনো খবর:

ধর্মঘটের হুমকি
পুজোর পরে ফের অনির্দিষ্ট সময়ের জন্য স্কুলবাস ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল কন্ট্র্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের নেতা হিমাদ্রী গঙ্গোপাধ্যায় বলেন, “৭ সেপ্টেম্বরের পর থেকে বেআইনি পুলকার আটকে করার কথা ঘোষণা করেছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। গত ১২ সেপ্টেম্বর ওই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। ১ অক্টোবর থেকে সরকার যদি বেআইনি পুলকার আটক শুরু না করে, তা হলে ২৪ অক্টোবর পুজোর ছুটির পর থেকে লাগাতার ধর্মঘটে যাব।” তিনি জানান, সে ক্ষেত্রে কলকাতা ও লাগোয়া জেলার প্রায় আড়াই হাজার স্কুলবাস চলবে না।

সম্প্রীতি নষ্টের চেষ্টা রুখতে ডাক মমতার
এক দল লোক উৎসবের মরসুমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তারা কারা, আমরা জানি। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, সরকার সম্প্রীতি নষ্ট করার কোনও চক্রান্ত বরদাস্ত করবে না। রাজ্যের মানুষও তা প্রতিহত করবেনই।” জনসংযোগের উদ্দেশ্যে মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্য এ দিনই মন্ত্রীদের নির্দেশ দেন তিনি।

সারদার টাকা ফেরাতে ভার মন্ত্রীদের
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত এক লক্ষ আমানতকারীকে পুজোর আগেই টাকা ফেরত দিতে চায় সরকার। এই কাজ সুষ্ঠু ভাবে করতে জেলায় জেলায় মন্ত্রীদের থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় এক হাজার আমানতকারীকে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে এই কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রীই। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি নির্দেশ দেন, বিভিন্ন জেলায় মন্ত্রীদেরই ওই টাকা ফেরতের তদারক করতে হবে। যেমন পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদারকে। সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারীও। যে-জেলায় ক্ষতিগ্রস্ত আমানতকারীর সংখ্যা সব চেয়ে বেশি, সেই দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, মণীশ গুপ্ত, অরূপ বিশ্বাস ও গিয়াসউদ্দিন মোল্লাকে।

পুরনো খবর:

মমতার দ্বারস্থ হতে চায় বামেরা
পুজোর আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি দরবার করতে চায় কলকাতা জেলা বামফ্রন্ট। তার জন্য তারা এক লক্ষ সই সংগ্রহ করেছে বলে কলকাতা জেলা বামফ্রন্টের দাবি। সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় জানান, আগামী ১ অক্টোবর এক লক্ষ সই সম্বলিত দাবিপত্র মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে সময় চাওয়া হয়েছে। মানববাবু বলেন, “এখন দেখার মুখ্যমন্ত্রী সময় দেন কি না।”

একাদশের পাঠ নিয়ে কর্মশালা
একাদশ শ্রেণির পাঠ্যক্রম নিয়ে কর্মশালার আয়োজন করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিভিন্ন বিষয়কে তিন ভাগে ভাগ করে ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ৫ অক্টোবর সল্টলেকে সংসদের দফতরে ওই কর্মশালা হবে। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে সংসদের বোর্ড অব স্টাডিজ এবং রাজ্য সরকারের পাঠ্যক্রম কমিটির প্রতিনিধিরাও থাকবেন সেখানে। প্রতিদিনের কর্মশালার পরে সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নের ধরন, আদর্শ প্রশ্নপত্রের নমুনা ও পাঠ্যক্রমে কোনও পরিবর্তন হলে তা সংসদের ওয়েবসাইটে জানানো হবে।

সিদ্ধান্ত খারিজ
ভাঙড় কলেজের টিচার-ইনচার্জের পদ থেকে লুনা কয়ালকে সরিয়ে দিয়েছিলেন পরিচালন সমিতির সভাপতি আরাবুল ইসলাম। তাঁর সেই সিদ্ধান্ত খারিজ করে লুনাদেবীকে আবার ওই পদে বহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলেজে অধ্যক্ষ না-থাকায় সিনিয়র শিক্ষিকা হিসেবে তাঁকেই ওই পদে বহাল করা হয়েছিল। কিন্তু জানুয়ারিতে আরাবুল জেল থেকে বেরিয়ে বেআইনি কাজকর্মের অভিযোগ তুলে তাঁকে সরিয়ে দেন। বিচারপতি অনিরুদ্ধ বসু শুক্রবার জানিয়ে দেন, অপসারণের সিদ্ধান্ত অবৈধ।

নয়া কলেজ ৮টি
রাজ্যে নতুন আটটি কলেজ খোলা হবে। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাকরণ সূত্রের খবর, রাজ্যের যে-সব ব্লকে নতুন কলেজ তৈরি হবে, সেগুলি হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ও দাঁতন দু’নম্বর, বাঁকুড়ার রানিবাঁধ, নদিয়ার চাপড়া, বর্ধমানের মঙ্গলকোট ও কালনা, জলপাইগুড়ির বানারহাট এবং দক্ষিণ দিনাজপুরের হিলিতে।

পরীক্ষার ফল
মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন যে-পরীক্ষা নিয়েছিল, আজ, শনিবার তার ফল বেরোবে। আজ বেলা ১২টা থেকে কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com-এ ফল জানতে পারবেন প্রার্থীরা। কমিশনের চেয়ারম্যান আব্দুর রউফ শুক্রবার এ কথা জানান।

১০ মহিলা থানা
শীঘ্রই রাজ্যের বিভিন্ন জেলায় ১০টি নতুন মহিলা থানা খোলা হবে বলে শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মহিলা থানা নেই, এমন ১০টি মহকুমা সদরে তৈরি হবে নতুন থানা। সেখানে কাজ চালানোর জন্য এ দিনের বৈঠকে ৩৩০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.