পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়ে বৃহস্পতিবারেই মাওবাদী অধ্যুষিত এলাকায় রাতের বাস পরিষেবা ফেরানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই, শুক্রবার কলকাতা থেকে জঙ্গলমহলের বেলপাহাড়ি পর্যন্ত রাতের বাস পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী। একই দিনে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম (সিএসটিসি) ঘোষণা করেছে, ৫ অক্টোবরের মধ্যে কলকাতা থেকে জঙ্গলমহলের খাতরা, মুকুটমণিপুর, ঝাড়গ্রাম, বান্দোয়ান ও ঝিলিমিলি এই পাঁচটি রুটে দিন-রাতের বাস পরিষেবা চালু করা হবে।
পরিবহণ দফতর সূত্রের খবর, প্রায় এক দশক ধরে রাজ্যের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে রাতের বাস পরিষেবা বন্ধ ছিল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যেরা তাঁকে অবিলম্বে ফের রাতের বাস পরিষেবা চালু করার আর্জি জানান। দ্রুত এই পরিষেবা শুরু করা হবে বলে তাঁদের আশ্বাস দেন মমতা।
মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেয়ে শুক্রবার সকাল থেকেই ময়দানে নেমে পড়ে পরিবহণ দফতর। একটি বেসরকারি সংস্থা জঙ্গলমহলে রাতে বাস পরিষেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তাদের একটি বাসের রেজিস্ট্রেশন থাকলেও অন্যটির তা ছিল না। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক এ দিন তড়িঘড়ি অন্য বাসটিরও রেজিস্ট্রেশন দিয়ে দেন। তার পরেই ওই সংস্থাকে কলকাতা-বেলপাহাড়ি রুটে রাতে বাস চালানোর জোড়া পারমিট দেয় পরিবহণ দফতর। এ দিন বিকেল সাড়ে ৫টায় মহাকরণে ওই বাস পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র এবং পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। ওই অনুষ্ঠানেই জঙ্গলমহলের পাঁচটি রুটে ৫ অক্টোবর থেকে দিন-রাতের বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করে সিএসটিসি।
পরিবহণ দফতর সূত্রের খবর, তিনটি জেলায় চলে, এমন বাসরুটের পারমিট দেওয়ার অধিকার ইতিমধ্যেই দেওয়া হয়েছে জেলাশাসকদের। জঙ্গলমহলে যাতে আগের মতোই বাস পরিষেবা ফিরিয়ে আনার জন্য ওই এলাকার জেলাশাসকদের উদার হাতে বিভিন্ন রুটে নতুন বাসের পারমিট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। |