রাজ্যে লাক্সারি ট্যাক্সি ধর্মঘট |
বাস এবং ট্যাক্সির পর এ বার ভাড়া বাড়নোর দাবিতে আন্দোলন শুরু করতে চলেছেন লাক্সারি ট্যাক্সির মালিকেরা। আজ শুক্রবার থেকে রাজ্যে লাগাতার লাক্সারি ট্যাক্সি ধর্মঘট করার হুমকি দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। রাজ্যের ৩০ হাজার লাক্সারি ট্যাক্সি এই আন্দোলনে সামিল হবে বলে দাবি সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত ঘোষের। পরিষেবা বিশেষ করে বন্ধ থাকবে সরকারি দফতরগুলিতে। মালিকদের অভিযোগ, গত কয়েক বছরে ডিজেলের দাম ছাড়াও রোড ট্যাক্স ১০০শতাংশেরও বেশি বেড়ে হয়েছে ৮৪৪০ টাকা, বিমার প্রিমিয়াম ৩৫০০ টাকা থেকে ৯০০০ টাকা।
|
ঘূর্ণাবর্ত-নিম্নচাপরেখায় বৃষ্টি হতে পারে আজও |
কয়েক দিনের জ্বালা ধরানো গরমের পরে কিছুটা স্বস্তির আশ্বাস দিল মেঘ। বৃহস্পতিবার সেই মেঘই তীব্র রোদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আকাশ মেঘলা থাকায় কমেছে তাপমাত্রাও। হাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই মেঘ ঢুকছে পরিমণ্ডলে। উপগ্রহ-চিত্র বিশ্লেষণ করে আবহবিদেরা জানান, ঘূর্ণাবর্তটি মোটামুটি এক জায়গাতেই রয়েছে। তার সঙ্গে যোগ দিয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপ অক্ষরেখাটি বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের দাপটেই পুজোর আগে ফের এক দফা বৃষ্টি হতে পারে। এ দিনও বৃষ্টি হয়েছে কলকাতার কোনও কোনও অঞ্চলে। আজ, শুক্রবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। চলতি বছরে একের পর এক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তাদের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই স্বাভাবিক বৃষ্টি হয়েছে। অগস্টে ২০ দিনের মধ্যে বঙ্গোপসাগর ও দক্ষিণবঙ্গে সাতটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছিল। বৃষ্টি চলেছিল টানা কয়েক দিন। ২৬ অগস্ট বঙ্গোপসাগরে ১২ কিলোমিটার উল্লম্ব মেঘপুঞ্জ তৈরি হয়ে ভেঙে পড়েছিল পূর্ব কলকাতা ও সল্টলেক, নিউ টাউনের উপরে। তবে আবহবিদেরা বলছেন, এ বারের ঘূর্ণাবর্তটি এখনও ততটা শক্তিশালী হয়নি।
|
বেতন বাড়তে পারে শিক্ষাবন্ধুদের |
সর্বশিক্ষা মিশনে নিযুক্ত শিক্ষাবন্ধুদের সম্মানজনক বেতন দেওয়ার ব্যাপারে তিন মাসের মধ্যে স্কুলশিক্ষা সচিবকে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষাবন্ধুদের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিয়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বৃহস্পতিবার এই রায় দেন। শিক্ষাবন্ধুরা প্রাথমিক ও জুনিয়র স্কুলে শিক্ষকতা করেন। কিন্তু তাঁরা বেতন পান ৫৪০০ টাকা। বেতন বাড়ানোর জন্য তাঁরা সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছেন। কোনও সুরাহা না-হওয়ায় তাঁরা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করেন। আবেদনকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, এটা দুর্ভাগ্য যে, সর্বশিক্ষা মিশনের চতুর্থ শ্রেণির কর্মী ১১ হাজার টাকা বেতন পান। অথচ শিক্ষকেরা পান মাত্র ৫৪০০ টাকা! কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে মোট খরচের ৬৫ শতাংশ টাকা দেয়। রাজ্য দেয় ৩৫ শতাংশ। কিন্তু রাজ্য সেই টাকা খরচ করে না। |