টুকরো খবর |
গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতে কলেজে টিএমসিপির মিছিল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গোষ্ঠীকোন্দল চাপা দিতে শান্তিপুর কলেজের টিএমসিপির দুই যুযুধান গোষ্ঠী শুক্রবার এক সঙ্গে মিছিলে হাঁটল। তাদের দাবি, বহিরাগতদের প্রবেশের জন্যই কলেজে উত্তেজনা ছড়াচ্ছে। তাই তাদের কলেজে আনাগোনা বন্ধ করতে হবে। দুই গোষ্ঠীর ছাত্র নেতাদের একত্রে দেখে এ দিন পড়ুয়ারা তাজ্জব বনে যান। অনেকের ধারণা, অর্ন্তকলহ ধামাচাপা দিতেই তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ। টিএমসিপি সূত্রের খবর, ওই কলেজের পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলা যাওয়ায় বৃহস্পতিবার দুই গোষ্ঠীর নেতাদের নিয়ে জেলা নেতারা বৈঠকে বসেন। সেখানেই ঠিক হয় পড়ুয়াদের কাছে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে দু’পক্ষকেই কলেজ চত্বরে মিছিল করতে হবে। দিন কয়েক আগে কলেজে বোমাবাজি হয়। বোমার ঘায়ে জখম হন টিএমসিপির কলেজ ইউনিটের সভাপতি হাসিবুল শেখ। তার দু’দিন পরেই শহর টিএমসিপির সভাপতি মনোজ সরকার অভিযোগ করেন, অধ্যক্ষ হাসিবুলের কথা মতো ৮০ জনকে ভর্তি নিয়েছেন। এ নিয়ে তাঁর দলবল অধ্যক্ষকেও ঘেরাও করে। মনোজের চাপে অধ্যক্ষ আরও ৫৩ জনকে ভর্তি নিতে স্বীকৃত হন। এ দিনের মিছিল সম্পর্কে অনেক ছাত্রই আড়ালে আবডালে বলছেন, টিএমসিপির উভয় গোষ্ঠীর নেতাদের সঙ্গেই বহিরাগতরা কলেজে ঢোকে। কলেজে অন্য কোনও ছাত্র সংগঠন নেই। তাই কলেজে ঝামেলা হলে তার জন্য টিএমসিপির নিজেদের মধ্যে কাজিয়াই দায়ী। তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “কলেজে শান্তিরক্ষা ও বহিরাগতদের প্রবেশ বন্ধেই এ দিন মিছিল হয়েছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন ভট্টাচার্য বলেন, “বহিরাগত কলেজে ঢোকার বিষয়টি পরিচালন সমিতির বৈঠকে তুলব।”
পুরনো খবর: শান্তিপুর কলেজে ভর্তি নিয়ে ঘেরাও তৃণমূল পড়ুয়াদের
|
মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
কংগ্রেসের দখলে থাকা মুর্শিদাবাদ জেলা পরিষদের ১০টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হল শুক্রবার। জনস্বাস্থ্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন লালগোলা থেকে নির্বাচিত মুর্তুজা হোসেন, পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন ভরতপুর থেকে নির্বাচিত কমলেশ চট্টোপাধ্যায়। কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন নওদা থেকে নির্বাচিত মোশারফ হোসেন, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুতি থেকে নির্বাচিত আশিস তেওয়ারি। শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন হরিহরপাড়া থেকে নির্বাচিত হেলেনা আজাদি বিবি। কান্দি থেকে নির্বাচিত ইসারুল শেখ হলেন বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, খড়গ্রাম থেকে নির্বাচিত কল্পনা প্রামাণিক হলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন রঘুনাথগঞ্জ থেকে নির্বাচিত আলিয়ারা বিবি। ডোমকল থেকে নির্বাচিত আব্দুর রহমান শেখ হলেন ক্ষূদ্র শিল্প ও বিদ্যুৎ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। পদাধিকার বলে অর্থ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ স্বয়ং সভাধিপতি শিলাদিত্য হালদার।
|
বাম ঐক্যে ধাক্কা
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পঞ্চায়েত নির্বাচনে জোট বেঁধে লড়লেও এ বার স্কুল পরিচালন সমিতির নির্বাচনে নিজেদের ক্ষমতা জাহির করতে পৃথকভাবে আসরে নেমেছে সিপিএম ও আরএসপি। বড়ঞা ব্লকের বড়ঞা নিত্যগোপাল শ্রীবাণীবালা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দিয়েছে সিপিএম-আরএসপি উভয় পক্ষই। এই লড়াই ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সিপিএমের বড়ঞা জোনাল কমিটির সম্পাদক আনন্দ ঘোষ বলেন, “বাম শরিকেরা মিলে লড়লে ভাল হত। কিন্তু আসন সমঝোতা না হওয়ায় আরএসপি নেতৃত্বরা আলাদা লড়ছে।” আরএসপির বড়ঞা জোনাল কমিটির সম্পাদক ধনঞ্জয় ধর বলেন, “আসন সমঝোতা নয়। আসলে স্কুল নির্বাচনে যে যার মত শক্তি পরীক্ষা করে নিচ্ছে।” এই পরিস্থিতিতে সুযোগ বুঝে প্রচারে নেমে পড়েছে বিরোধীরাও। কংগ্রেসের বড়ঞা ব্লকের সভাপতি কৃষ্ণেন্দু রায় বলেন, “প্রমাণিত হল এটা সিপিএমের নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবের ফল।”
|
শাস্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাইস্কুলের নিহত ছাত্রের খুনির শাস্তির দাবিতে শুক্রবার মৌন মিছিল করল স্কুলের ছাত্র-ছাত্রীরা। মিছিলে সামিল হন শিক্ষক-শিক্ষিকারাও। গত ১৬ জুন রাতে মৃন্ময় সিংহ (১৭) নামে ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সাত দিন পর জামিনে মুক্ত হয় দু’জন। স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ মৌলিক বলেন, “বিচার প্রক্রিয়া চলছে। আমরা চাই দ্রুত আমাদের ছাত্রের খুনির শাস্তি হোক।”
|
ভরদুপুরে বাড়িতে ঢুকে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • কালীগঞ্জ |
ভরদুপুরে এক বাড়ি থেকে নগদ টাকা, কয়েক ভরি সোনা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জের দেবগ্রাম ডাঙাপাড়ার ওই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মমতাজ বেগম। তিনি বলেন, “স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন। সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি এই কান্ড।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব প্রতিবেদন |
বাজ পড়ে মৃত্যু হল তিন ব্যক্তির। শুক্রবার সকালে তেহট্টের ছাতিনায় মাঠে কাজের সময় বাজ পড়ে মারা যান আনন্দ দেবনাথ (৪৫)। এ দিন কালীগঞ্জের মোকামপাড়ার হরেন মণ্ডল (৪৫) ও ভীম মণ্ডল (৫৮) নামে দুই ব্যক্তিও বজ্রাঘাতে মারা যান।
|
আত্মহত্যার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুগল। শুক্রবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের ওই দু’জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের সম্পর্ক বাড়ির লোকজন মেনে না নেওয়ায় দু’জনে আত্মহত্যার চেষ্টা করে।
|
খুনে যাবজ্জীবন ১৩ জনের |
হরিহরপাড়ার কংগ্রেস কর্মী আবদুল্লা মণ্ডল ও তাঁর ভাইকে খুনের দায়ে শুক্রবার ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বহরমপুর জজ কোর্টের ফাস্ট ট্র্যাক প্রথম আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কল্লোল চট্রোপাধ্যায়। সাজাপ্রাপ্তেরাও হরিহরপাড়ার বাসিন্দা। ঘটনার সময় তাঁরা সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। সরকারি আইনজীবী পীযূষ ঘোষ বলেন, “রাজনৈতিক কারণে ১৯৯৮ সালের ২০ জুন প্রকাশ্য রাস্তায় আবদুল্লা ও তাঁর ভাই ইসলামকে ওই দুষ্কৃতীরা প্রথমে বোমা মারে ও পরে কুপিয়ে খুন করে।”
|
বিস্মৃত অতীত |
|
ছবি: গৌতম প্রামাণিক। |
হাজারদুয়ারি থেকে এক কিলোমিটার পূর্বে এবং কাটরা মসজিদের পশ্চিম দিকে শহর মুর্শিদাবাদের ফৌতি মসজিদ। মুর্শিদকুলি খাঁর দৌহিত্র নবাব সরফরাজ খাঁ (১৭৩৯-৪০ খ্রিষ্টাব্দ) এই মসজিদ নির্মাণ শুরু করেন। কিন্তু ১৭৪০ খ্রিষ্টাবাদে গিরিয়ার যুদ্ধে তাঁর মৃত্যু হলে ওই মসজিদ অসম্পূর্ণ রয়ে যায়। মসজিদের দেওয়ালে ইন্দো-সারাসেনিক স্থাপত্যশৈলীর কারুকাজ রয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের। কিন্তু এই স্থাপত্য পড়ে রয়েছে অবহেলায়। |
|