টুকরো খবর |
অভিযোগ মানসের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মানস ভুঁইয়া।
—নিজস্ব চিত্র। |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফরে একাধিক প্রশাসনিক বৈঠক হয়েছে। কিন্তু কোনও বৈঠকেই বিরোধী দলের বিধায়ক-সাংসদ-জেলা পরিষদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। শুক্রবার মেদিনীপুর কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, শিলদা থেকে রিমোটে সবংয়ের মোহাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন শিলদা থেকে উদ্বোধন করছেন, তখন মোহাড় স্বাস্থ্যকেন্দ্রে বিডিও, বিএমওএইচের পাশাপাশি উপস্থিত ছিলেন সবং থেকে তৃণমূলের জয়ী জেলা পরিষদ সদস্য অমূল্য মাইতিও। কিন্তু স্থানীয় বিধায়ক হিসাবে তাঁকে বা কংগ্রেসের দখলে থাকা সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পাণ্ডাকে আমন্ত্রণ জানানো হয়নি। মানসবাবুর দাবি, “এই স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য বামফ্রন্টের আমলে আমি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযান প্রকল্প থেকে ৮৫ লক্ষ টাকা মঞ্জুর করিয়েছিলাম। তার উদ্বোধনে আমন্ত্রণ জানানো দূরের কথা, একবার টেলিফোনেও বিষয়টি জানানো হয়নি।” তবে জঙ্গলমহলে উন্নয়ন হচ্ছে তা স্বীকার করেছেন মানসবাবু। কিন্তু সেই উন্নয়ন কেন্দ্রর টাকায় বলে তাঁর দাবি। এর প্রচারে কংগ্রেসও এ বার কর্মসূচি নিচ্ছে বলে জানান তিনি।
পুরনো খবর: মুখ্যমন্ত্রীর বৈঠকে ব্রাত্য বিরোধীরা
|
বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুজোর আগেই কয়েকটি রাস্তা সংস্কারের উদ্যোগী হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। রাস্তাগুলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে তৈরি হয়েছিল। শুক্রবার এ নিয়ে এক বৈঠকও হয়। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ প্রমুখ। ১২টি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৮৬ লক্ষ টাকা। জেলা পরিষদ সূত্রে খবর, নতুন বোর্ড গঠনের পরপরই এ নিয়ে উদ্যোগী হন সভাধিপতি। কয়েকটি রাস্তা সংস্কারের প্রয়োজনীতার বিষয়টি তিনি অতিরিক্ত জেলাশাসকের নজরে আনেন। জানান, ওই রাস্তাগুলো পুরনো। পাঁচ বছর আগে তৈরি হয়েছিল। এখন বিভিন্ন জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। ফলে, পথচলতি মানুষ সমস্যায় পড়ছেন। পরে বিষয়টি নিয়ে জেলাশাসক গুলাম আলি আনসারির সঙ্গে আলোচনা করেন অতিরিক্ত জেলাশাসক। সবদিক খতিয়ে দেখে জেলাশাসক রাস্তা সংস্কারে অর্থ বরাদ্দ করার অনুমতি দেন।
|
দলের অফিসে তালা, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্থানীয় তৃণমূল অফিসে তালা লাগানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ায় কেশপুরের আনন্দপুরে। দলীয় সূত্রে খবর, গোষ্ঠী কোন্দলের জেরেই এ ঘটনা। ওই রাতে অফিসে এক বৈঠক চলছিল। তখনই কয়েকজন কর্মী এসে সকলকে বের করে তালা লাগিয়ে দেন। এক মাস আগে নতুন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। দলের নির্বাচিত সদস্যরা বিভিন্ন দফতরের দায়িত্ব পেয়েছেন। ওই সূত্রে খবর, বিভিন্ন দফতরের দায়িত্ব বণ্টন ঘিরেই কোন্দলের সূত্রপাত। তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, ঘটনার সঙ্গে গোষ্ঠী কোন্দলের কোনও সম্পর্ক নেই।
|
স্কুল ভ্যান উল্টে জখম ৯ পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কাঁসাই নদী বাঁধের বেহাল মোরাম রাস্তা দিয়ে যাওয়ার পথে স্কুল ভ্যান উল্টে গুরুতর জখম হল ৮ পড়ুয়া। শুক্রবার এই ঘটনা ঘটেছে পাঁশকুড়ার রায়বাঁধে। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা আহত আট শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পাঁশকুড়ার রায়বাঁধ এলাকা থেকে মাগুরী জগন্নাথচক গ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ভ্যানে চেপে যাচ্ছিল ওই ৮ পড়ুয়া। সকাল সাড়ে ১০টা নাগাদ রায়বাঁধ গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের কাছে স্কুল ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীবাঁধের রাস্তার উপর থেকে প্রায় পঁচিশ ফুট নীচে পড়ে যায়। আরোহীরা ছাড়াও স্কুল ভ্যানের চালক বিশ্বনাথ গুছাইত গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।
|
খুনের দায়ে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক যুবকের। শুক্রবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক) কুমকুম সিংহ তমলুক থানার বাহিরআগাড় গ্রামের যুবক কার্তিক মাইতিকে ওই সাজা শোনান। কার্তিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও প্রমাণ লোপাটের দায়ে ৫ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। ঘটনার অপর অভিযুক্ত সাবলআড়া গ্রামের স্বপন চত্রবর্তী ফেরার। ২০০৮ সালের ৭ অক্টোবর কার্তিক ও স্বপন পাঁশকুড়ার কাছে রঘুনাথবাড়ি রেল স্টেশনের কাছে মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সুরজিৎকে খুন করেন। এরপর রেললাইনের উপর সুরজিৎকে শুইয়ে তাঁর মোটর সাইকেল, হাতের আংটি ও টাকা নিয়ে পালিয়ে যান তাঁরা।
|
অবরোধে কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
দিঘা-হাওড়া রুটের একটি বাসের কর্মী ও যাত্রীদের মধ্যে গণ্ডগোল হয় বৃহস্পতিবার। পরদিন সকালে ভগবানপুরের যাদবপুকুরের কাছে ওই বাসটি দাঁড় করিয়ে বাসকর্মীদের ৮-১০ জনের একটি দল মারধর করায় এগরা-ভগবানপুর রাস্তার উপরে বাস দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন বাসকর্মীরা। পরে ভগবানপুর থানায় সেই নিয়ে অভিযোগ করেন তাঁরা। |
|