সিপিএম নেতা খুন, পুলিশি গাফিলতিকে দুষছে পরিবার |
|
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: পুলিশ সক্রিয় হলে খুন হতেন না ফরাক্কা পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য হাসমত সেখ। মঙ্গলবার সন্ধ্যায় ওই সিপিএম নেতা খুনের পর মৃতের পরিবারের অভিযোগ এমনটাই। হাসমতের স্ত্রী নাইমা বিবি বলেন, “পুলিশ যদি একটু সক্রিয় হতো তাহলে কিছুতেই এমনটা ঘটত না। দিন দশেক আগে একদল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়। বোমা ফাটিয়ে জানিয়ে যায়, যাকে পাবে তাকেই খুন করবে তারা। আমার স্বামী ফরাক্কা থানায় বিষয়টি একাধিকবার জানায়। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় থাকে।” |
|
দেবাশিস বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ: দু’জন নয়। খুনের রাতে হাসপাতালে সজল ঘোষের জন্য অপেক্ষা করছিলেন তিন জন।
বুধবার নবদ্বীপ আদালতে দাঁড়িয়ে এমনটাই সাক্ষ্য দিলেন পূর্বস্থলীর ব্যবসায়ী, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত গৌতম নাথ। এর মধ্যে দু’জন, সিপিএমের পূর্বস্থলী লোকাল সম্পাদক প্রদীপ সাহা এবং পূর্বস্থলী কলেজের এসএফআই নেতা লোকনাথ দেবনাথের (এখনও ফেরার) কথা আগেই জানিয়ে গিয়েছিলেন আগের সাক্ষী। |
জাপটে ধরেছিলেন নেতা
নিজেই, বললেন ব্যবসায়ী |
|
শিল্যদিত্যকে
ফাঁসানো হয়েছিল,
দাবি কংগ্রেসের |
|
|
|
লক্ষ্য একশো
দিনের কাজ,
বলছেন বাণীবাবু |
|
প্রহরীকে কুপিয়ে সোনার দোকানে ডাকাতি |
|
টুকরো খবর |
|
|