টুকরো খবর
দুই ছাত্র সংগঠনের দ্বন্দ্বে বন্ধ লালবাগ কলেজ
ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্রপরিষদের কর্মী-সমর্থকদের গণ্ডগোলের জেরে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে লালবাগের নেতাজি সুভাষ সেন্টেনারি কলেজ। অভিযোগ, গত তিন দিন ধরে দুই ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে গণ্ডগোল লেগেই রয়েছে। মঙ্গলবার ওই গণ্ডগোল বড় আকার নেয়। এদিন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এর পরেই সাধারণ ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে কলেজ কর্তৃপক্ষ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কলেজ অধ্যক্ষ প্রভাস সামন্ত বলেন, “আমি ছুটিতে রয়েছি। কিন্তু শুনেছি গত কয়েক দিন ধরে কলেজে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল চলছিল। এদিনও গণ্ডগোল হওয়ায় টিচার্স কাউন্সিলের বৈঠক ডেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্রদের স্বার্থে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ওই কলেজ বন্ধ রাখার বিষয়টি প্রশাসনিক স্তরেও জানানো হয়েছে।” ওই ঘটনায় দু’পক্ষের নেতৃত্বের চাপানউতোর শুরু হয়েছে। ছাত্রপরিষদের জেলা সভাপতি সরফরাজ শেখ রুবেল বলেন, “তৃণমূল ছাত্রপরিষদের বহিরাগত দুষ্কৃতীরা গত কয়েক দিন ধরে ছাত্রপরিষদের কর্মীদের মারধর করছে। টিএমসিপি’র ৭ জনের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে।” টিএমসিপি’র জেলা সভাপতি পার্থ পাল বলেন, “ছাত্রপরিষদের কয়েক জন কর্মী-সমর্থক যোগ দেওয়ায় আমাদের দলের শক্তি বেড়েছে। সামনে কলেজ নির্বাচন রয়েছে। ওই নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় ছাত্রপরিষদ কলেজে অশান্তি সৃষ্টি করে ছাত্রছাত্রীদের ভয় দেখাতে চাইছে।”

দুই সিপিএম কর্মী খুনে দশজনের যাবজ্জীবনের নির্দেশ
দুই সিপিএম কর্মী খুনের ঘটনায় দশ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (তৃতীয়) বিচারক পার্থসারথী মুখোপাধ্যায়। বুধবার তিনি এই সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী প্রদীপ সরকার জানান, “২০০৬ সালের ২০ জুন কৃষ্ণনগরের কোতয়ালি থানার বাসিন্দা উত্তম সর্দার ও স্বপন সর্দারকে গুলি করে খুন করা হয়। এলাকার কলিঙ্গ বিলের দখল নিয়ে দু’পক্ষের গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটে। উত্তমবাবুর স্ত্রী সরস্বতী সর্দার মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।” প্রদীপবাবু বলেন, “২০০৯ সালের ১৮ অক্টোবর পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। ওই চার্জশিটে নাম ছিল কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সুশীল বিশ্বাসেরও। কিন্তু পরে সরকার সুশীলবাবুর নাম প্রত্যাহার করে নেয়। মঙ্গলবার তিন জন এই মামলা থেকে বেকসুর খালাস পেয়ে যান। আর একজন অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক।” সিপিএমের জেলা কমিটির সম্পাদক সুমিত দে বলেন, “সাজাপ্রাপ্তদের মধ্যে একজন মাওবাদী আর বাকিরা তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত। এই রায় থেকে আরও একবার প্রমাণিত হয়ে গেল মাওবাদী আর তৃণমূল মিলে কিভাবে আমাদের উপর আক্রমণ চালিয়ে এসেছে।” তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “আদালতের রায় নিয়ে মন্তব্য করা কোনও সভ্য মানুষের কাজ নয়।”

পুরনো খবর:

জল থইথই। বেহাল নিকাশির কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। ফি বর্ষায়
এটাই করিমপুর গ্রামীণ হাসপাতালের চেনা চিত্র। কল্লোল প্রামাণিকের তোলা ছবি।

মামা খুন, গ্রেফতার ভাগ্নে
ভাগ্নের হাতে খুন হলেন মামা। নিহত নবকুমার সর্দার (৩৫) চাপড়া সর্দারপাড়ার বাসিন্দা। বুধবার বিকেলে মদ্যপ অবস্থায় মামা ও ভাগ্নের মধ্যে বচসা বাধে। আচমকা ভাগ্নে সুজিত হাঁসুয়া দিয়ে মামার গলায় কোপ বসিয়ে দেয় বলে অভিযোগ। চাপড়া গ্রামীণ হাসপাতাল থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নবকুমারের। মামাকে খুনের পর রক্তমাখা হাঁসুয়া নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পন করে সুজিত। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুরে সামসেরগঞ্জ থানার কৃষ্ণনগরের এই ঘটনায় মৃতের নাম নমিতা চৌধুরী মণ্ডল (৩২)। পুলিশ ও মৃত্যর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১ বছর আগে নমিতাদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল সামসেরগঞ্জের বাসিন্দা নিবাস মণ্ডলের। তাঁদের দু’টি ছেলেও রয়েছে। তবে কারও নামে অভিযোগ করা হয়নি। পুলিশ মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

যুবকের সাজা
বিয়ের প্রতিশ্রুতি গিয়ে সহবাসে অভিযুক্তকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। বুধবার মুর্তুজা শেখ নামের ওই যুবককে সাজা দেন জঙ্গিপুরের দ্বিতায় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সোমেশপ্রসাদ সিংহ। সরকারি আইনজীবী বামনদাস বন্দ্যোপাধ্যায় জানান, ২০০৮ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেছিলেন এক কিশোরী। অভিযোগ পেয়ে জঙ্গিপুর আদালত এফআইআর রুজু করতে নির্দেশ দেয়। এরপরই গ্রেফতার করা হয় ওই যুবককে। তার সাজা ঘোষণা হয় এ দিন।

হাতে হাত। সামনেই বিশ্বকর্মা পুজো। শেষ মুহূর্তের কাজ
চলছে কৃষ্ণনগরের পালপাড়ায়। ছবি: সুদীপ ভট্টাচার্য।

দিনদুপুরে চুরি
জনবহুল এলাকায় দিনের বেলা চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে নওদার সব্দর নগরের এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, ঝাউবোনা স্কুলের কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। সেই সময় স্বপনবাবু ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। স্বপনবাবুর অভিযোগ, দুষ্কৃতীরা আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। বাড়ি ফিরে তাঁরা দেখেন দরজা খোলা এভং ঘরের সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার বগুলার এই ঘটনায় মৃতের নাম অমল মিত্র (৩৩)। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নামে নানা অসামাজিক কাজের অভিযোগ ছিলই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

টিএমসি টীকা
ছবি: সুদীপ ভট্টাচার্য।
বুধবার নদিয়ার কৃষ্ণনগরে জেলা সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের কর্মী-সমর্থকদের ‘টিএমসি টীকা’ পরাচ্ছেন রানাঘাটের ঠাকুরদাস অধিকারী। দোকানে দোকানে নিত্য পুজোয় রোজগার দেড়শো টাকা অবধি। দলীয় অনুষ্ঠানে তা হাজার টাকা ছুঁয়ে ফেলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.