টুকরো খবর
কোর্টের বাইরে আক্রান্ত টুন্ডা
পাটিয়ালা হাউস কোর্ট চত্বরের বাইরে লস্কর-ই-তইবা জঙ্গি আব্দুল করিম টুন্ডার উপরে হামলা চালাল এক ব্যক্তি। মঙ্গলবার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জয় থারেজার আদালতে হাজির করা হয় টুন্ডাকে। কোর্ট চত্বরের বাইরে তাকে ঠেলে দেয় এক ব্যক্তি। টুন্ডাকে চড় মারারও চেষ্টা করে সে। কিন্তু, তাকে সরিয়ে দেয় পুলিশ। ওই ব্যক্তি হিন্দু সেনা সংগঠনের কর্মী বলে জানা গিয়েছে। পরে কোর্টের মধ্যে টুন্ডা জঙ্গি বলে স্লোগান দেন এক আইনজীবী। পরের শুনানি থেকে আদালতে মামলার সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিদের ঢোকা বন্ধ করে দেন বিচারক। টুন্ডা জানায়, আইনজীবীর খরচ দেওয়ার সামর্থ্য তার নেই। পরে এম এস খান নামে এক কৌঁসুলি জানান, তিনি টুন্ডার মামলা লড়বেন। টুন্ডাও তাঁকে নিজের কৌঁসুলি হিসেবে মেনে নিয়েছে।

পুরনো খবর:
সাম্প্রদায়িক শক্তিকে হারান: মনমোহন
নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে হারানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। নরেন্দ্র মোদী ও বিজেপিকে লক্ষ্য করেই এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। আজ এক অনুষ্ঠানে মনমোহন বলেন, “ভারত এক বিশাল আধুনিক দেশ। এ দেশে নানা ধর্ম, ভাষা আছে। তারই সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে।” মনমোহনের মতে, সব সময়েই সাম্প্রদায়িক শক্তিকে হারানোর চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনিয়া গাঁধীও। তাঁর মতে, সংকীর্ণ মানসিকতা যে দেশের ক্ষতি করছে তা তাঁর স্বামী প্রয়াত রাজীব গাঁধী বুঝতে পেরেছিলেন। তাই সদ্ভাবনা যাত্রার আয়োজন করতেন তিনি। ওই অনুষ্ঠানে উস্তাদ আমজাদ আলি খানের হাতে পুরস্কার তুলে দেন সনিয়া। মনমোহন বলেন, “সঙ্গীত কোনও ভাষার উপরে নির্ভরশীল নয়। সঙ্গীতের ধর্ম বা জাতও নেই। তাই তা মানুষকে এক সূত্রে গাঁথতে পারে।”

দুর্গাশক্তি প্রশ্নে
সাসপেন্ড করা আইপিএস অফিসার দুর্গাশক্তি নাগপালের বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রের পারসোনাল অ্যান্ড ট্রেনিং দফতরের তরফে জানানো হয়েছে, সাসপেনশন তোলার ব্যাপারে দুর্গাশক্তি নিজে কেন্দ্রের কাছে কোনও আবেদন জানাননি। তাই কেন্দ্রীয় সরকারের তরফে নিজে থেকে কোনও রকম পদক্ষেপ করা হবে না। কিন্তু তাঁর বিষয়ে তদন্তে কোনও রকম গাফিলতি হচ্ছে কি না সে বিষয়ে নজর রাখা হবে বলেই আশ্বাস দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের এই অফিসার বালি মাফিয়াদের সক্রিয়তা রুখতে গিয়ে সরকারের তোপের মুখে পড়ে সাসপেন্ড হন বলে অভিযোগ।

পুরনো খবর:
পুঞ্চে ফের গুলি
ফের সংঘর্ষবিরতি অমান্য করে নিয়ন্ত্রণরেখার আশপাশে গুলিবর্ষণ করল পাক সেনা। ভারতীয় সেনা সূত্রে দাবি, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার হামিরপুর এলাকায় স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় পাক সেনা। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। চলতি বছরে এই নিয়ে ৮২ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা।

পুরনো খবর:
প্রতারণা চক্র
এসএমএসের মাধ্যমে লগ্নিকারীদের প্রতারিত করে দিনে শেয়ার বাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত মুনাফার লোভ দেখানো ও ভুল তথ্য দেওয়ার জালিয়াতি চক্র ধরল নিয়ন্ত্রক সেবি। এই সম্পর্কে বিভিন্ন কল রেকর্ড খতিয়ে দেখে চার সংস্থা ও দুই ব্যক্তিকে শেয়ার বাজারে লেনদেনে বিরত থাকার নির্দেশ দিয়েছে সেবি।

সাক্ষ্যে আপত্তি
দুই ইতালীয় নাবিকের গুলিতে কেরলের দুই ভারতীয় মৎস্যজীবীর হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে চার জন ইতালীয় নাবিককে ডেকে পাঠিয়েছিল জাতীয় তদন্ত সংস্থা। কিন্তু তাঁরা সাক্ষ্য দিতে ভারতে আসতে অস্বীকার করেছেন।

পুরনো খবর:
বোমা উদ্ধার
সন্দেহভাজন দুষ্কৃতীদের রাখা একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বেশকিছু তাজা কার্তুজও। মঙ্গলবার দুপুরে ধুবুরি জেলার বিলাসীপাড়া থানার বিলাসীপাড়া শহরের কৃষ্ণনগরের শ্মশানের গেটের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। এদিন দুপুরে শ্মশানের গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ধুবুরির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুকুর আলি শেখ নামের এক জনকে আটক করা হয়েছে। ধৃতের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

আটক ২৮
লোকাল ট্রেনের কামরায় ২৪ বছরের মার্কিন মহিলাকে হেনস্থার ঘটনায় ২৮ জন সন্দেহভাজনকে আটক করল রেলপুলিশ। রবিবার বিকেলে মুম্বই সেন্ট্রাল স্টেশনের কাছে ওই বিদেশিনির হাতে ব্লেড দিয়ে আঘাত করে তাঁর আই-ফোন ছিনতাই করে নিয়ে পালায় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।

পুরনো খবর:
দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার সকালে ধুবুরি জেলার ছাগলিয়া পুলিশ ফাঁড়ির ভাইবাজার এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম চুন্নিলাল বিন (২৪)। বাড়ি বিদ্যারডাবরি গ্রামে। এ দিন সকালে ওই যুবক ভাইবাজার এলাকার জাতীয় সড়ক পার হচ্ছিলেন, সেই সময় উল্টো দিক থেকে আসা পশ্চিমবঙ্গগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে।

রাজারহাটের দুষ্কৃতী ধৃত উত্তরাখণ্ডে
নোট জালের কারবারে যুক্ত থাকার অভিযোগে রাজারহাট-নিউ টাউনের কুখ্যাত দুষ্কৃতী রুইস মণ্ডলকে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের কাছে প্রচুর জাল নোট পাওয়া গিয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপুরে একটি বিলাসবহুল কটেজে লুকিয়ে ছিল সে। মঙ্গলবার তাকে কলকাতায় আনা হয়। ব্যারাকপুর আদালত তাকে ১০ দিনের পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে। বাম আমল থেকেই তার বিরুদ্ধে খুন, ভেড়ি দখল-সহ নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ ছিল।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.