টুকরো খবর
ফের জঙ্গি হানা ইরাকে, নিহত পাঁচ জন সেনা
মাত্র এক দিনের ব্যবধান। ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক। সোমবার দু’টি সেনা চৌকিতে আত্মঘাতী হানা চালাল জঙ্গিরা। তাতে নিহত হয়েছেন পাঁচ জন সেনা। আহত হয়েছেন আরও ১৯ জন। গত শনিবারই রাজধানী বাগদাদ এবং তার আশপাশে পর পর একাধিক গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন অন্তত ৮০ জন। শনিবারের সেই বিস্ফোরণগুলির দায় স্বীকার করে নিয়েছে আল-কায়দার ইরাক শাখা। ওই জঙ্গি গোষ্ঠী তাদের ওয়েবসাইটে দাবি করেছে, ইরাকের সেনার হাতে সম্প্রতি বন্দি হয়েছে তাদের কয়েকশো সদস্য। তার প্রতিশোধ নিতেই এই হামলা। তবে সোমবার ফের যে আক্রমণ হয়েছে তার দায় এখনও কেউ স্বীকার করেনি।


রাশিয়া যাচ্ছেন স্নোডেনের বাবা
লন স্নোডেন
ছেলেকে দেখতে রাশিয়া যাচ্ছেন এডওয়ার্ড স্নোডেনের বাবা। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-র গুপ্তচর স্নোডেন তথ্য ফাঁস করে সম্প্রতি সংবাদপত্রের শিরোনাম আসেন। আপাতত রাশিয়ায় আশ্রয় পেয়েছেন তিনি। রাশিয়ায় স্নোডেনের আইনজীবী জানিয়েছেন, এডওয়ার্ডের বাবা লন স্নোডেনকে সে দেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। তবে স্নোডেন রাশিয়ার কোথায় রয়েছেন, বা লন ছেলের সঙ্গে দেখা করতে কোথায় কোথায় যাবেন, সে সবই গোপন রাখা হয়েছে।

পুরনো খবর:

ফের সংঘর্ষে ভারত-পাক
ফের সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান। আজ জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে পুঞ্চ ও দুর্গা ব্যাটেলিয়ন এলাকায় হামলা চালায় পাক সেনা। পাঁচ ভারতীয় জওয়ানকে হত্যার পরে তিন দিনে মোট পাঁচ বার সংঘর্ষ বিরতি ভাঙল তারা। গত কাল রাতেও পুঞ্চ, মানকোট ও দুর্গা ব্যাটেলিয়ন এলাকায় গুলিবর্ষণ করেছিল পাক সেনা। আজ ভোর থেকে ফের হামলা শুরু করে তারা। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। পাশাপাশি বেড়েছে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপও। ভারতীয় ডেপুটি হাইকমিশনার গোপাল বাগলেকে ডাকে পাক বিদেশ মন্ত্রক। নিয়ন্ত্রণরেখায় বিএসএফ-ই সংঘর্ষ বিরতি ভাঙছে, দাবি ইসলামাবাদের।

পুরনো খবর:

আন্দোলনের ডাক মিশরে
ফের রক্তক্ষয়ী সংগ্রামের ডাক দিল মুসলিম ব্রাদারহুড। এ বার অবশ্য পূর্ব এবং পশ্চিম দিকে দু’টি আলাদা শিবিরে ভাগ হয়ে আন্দোলনে নামার জন্য প্রস্তুত হচ্ছে তারা। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মুরসি সমর্থকদের আটকানোর জন্য প্রস্তুত সেনাও। তবে কাঁদানে গ্যাস এবং জল কামান ছাড়া অন্য কোনও কিছু সেনা ব্যবহার করবে না সেই আশ্বাসও দেশের অন্তর্বর্তী সরকারের তরফে দেওয়া হয়েছে। এ দিন দু’টি শিবিরের কোনওটির কাছেই পুলিশি টহল চোখে পড়েনি। দেশের বিদেশমন্ত্রী নাবিল ফাহমি এই প্রসঙ্গে বলেছেন, অন্তহীন ভাবে কোনও আন্দোলন চলতে দেওয়া যায় না। এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে তা সম্ভব না হলে আইনের শাসন দিয়েই দেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে হবে।


জামাত প্রধানের মৃত্যুদণ্ডের আর্জি
জামাতে ইসলামি প্রধান গোলাম আজমের মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানাল শেখ হাসিনা সরকার। মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধাপরাধের দায়ে আজমকে সম্প্রতি ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। জামাতের রাজনৈতিক কাজকর্মের উপরে নিষেধাজ্ঞা চেয়েও আর্জি জানিয়েছেন সরকারের আইনজীবীরা।


বন্দিমুক্তির ঘোষণা
মুক্তি দেওয়া হবে প্যালেস্তাইনের ২৬ জন বন্দিকে, ঘোষণা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবারই তাদের ছাড়া হবে। ২৬ জনের নামের তালিকা করে তাদের পরিবারকেও জানানো হয়েছে বলে ইজরায়েলের সরকারি সূত্রের খবর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.