১১ বেসরকারি হাসপাতালকে নির্দেশ রাজ্যের |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: হাসপাতালের ২৫ শতাংশ শয্যা গরিবদের জন্য সংরক্ষিত রেখে নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অথবা, লাভের ২০-২৫% অর্থ সরকারকে দিতে হবে। রাজ্যের ১১টি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষকে স্বাস্থ্যভবনে ডেকে এই বার্তা দিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, “কথা না-শুনলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ করা হবে।” |
|
ব্লাড ব্যাঙ্ক সামাল দিতে রক্ত দিলেন চিকিৎসক-কর্মীরা |
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: আরামবাগ মহকুমা হাসপাতালের শূন্য ব্লাড ব্যাঙ্কটি সামাল দিতে বৃহষ্পতিবার
হাসপাতালের চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী এবং ঠিকাকর্মীরা রক্ত দিলেন। এ দিন ৭৫ বোতল রক্ত জোগাড় হয়েছে,
যা দিয়ে বড়জোর দু’দিন কাজ চলতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার নির্মাল্য রায়।
তিনি জানান,
আগামী রবিবার হাসপাতালের ব্যবস্থাপনায় আরও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
ব্লাড ব্যাঙ্কের পরিস্থিতির কথা জানিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন রাখা হয়েছে,
ওই দিন ৬০০ বোতল রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। |
|
বিরল অস্ত্রোপচারে বাদ গেল মাথার সিস্ট, সুস্থ শিশু |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: জন্মের সময়ে মাথার উপরে ছোট একটি সিস্ট ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সিস্ট বাড়তে থাকে। আর দশটা শিশুর মতো চাইলেও হামা দিতে পারত না তোফাজ্জেল। বসতে গেলে টলে পড়ে যেত।
আট মাস বয়স হতে হতেই সেই সিস্ট এতটাই বড় হয়ে ওঠে যে, দেখে মনে হত মাথার উপরে যেন আরও একটি মাথা রয়েছে। স্থানীয় চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার করে ওই সিস্ট বাদ দিতে গেলে জীবন সংশয় হতে পারে শিশুটির।
|
|
|
হাসপাতালে হাত থেকে ‘স্লিপ’ কেড়ে নিচ্ছেন ল্যাব-এর কর্মীরা |
|
টুকরো খবর |
|
|