টুকরো খবর |
লাইসেন্সিংয়ের জন্য আবেদন করছে কলকাতার চার ক্লাব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্লাব লাইসেন্সিং নিয়ে ফেডারেশনের সঙ্গে বাংলার চার ক্লাবের লড়াই অবশেষে থামল। ডেম্পো, চার্চিল-সহ গোয়ার ক্লাবগুলির পথ অনুসরণ করতে শুরু করল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান এবং ইউনাইটেড স্পোর্টস। শেষ পর্যন্ত ফেডারেশনের নিয়ম মেনে লাইসেন্স পাওয়ার জন্য আরও এক বছর সময় চেয়ে আবেদন জানাচ্ছে বাংলার ক্লাবগুলিও। সঙ্গে এক লাখ টাকা করে ‘ফি’ দিয়ে। মঙ্গলবার মধ্য কলকাতার অভিজাত ক্লাবে আই লিগের চার ক্লাবের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। সভার পর তিনি বললেন, “ক্লাবগুলোকে বুঝিয়েছি লাইসেন্সিং-এর যে নিয়মগুলো আছে তা চেষ্টা করলেই পূরণ করা সম্ভব। প্রয়োজন হলে ফেডারেশন সাহায্যও করবে। লাইসেন্স না থাকলে পরে সমস্যা হবে।” প্রায় ‘যুদ্ধ’ ঘোষণা করে বসা বাংলার ক্লাবগুলি এর পরই নরম হয়। সুব্রতবাবু জানান, চিঠি বয়ান কী হবে তা-ও লেখা হয়েছে। ফি দিয়ে ওরা নির্দিষ্ট সময়ের (১৪ অগস্ট) মধ্যেই আবেদন করবে। প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি ফুটবলে প্লেয়ার ছাড়া নিয়েও কথা হয়। সুব্রতবাবু বলেন, “ওদের যা মনোভাব দেখলাম তাতে সমস্যা হবে না। ক্লাবগুলি এ ব্যাপারে ফেডারেশনের তৈরি ছয় সদস্যের কমিটির সঙ্গে দ্রুত বসতে চাইছে।”
পুরনো খবর: লাইসেন্স বাতিল নিয়ে ক্লাব জোট দু’ভাগ
|
ফিরল হকি দল
|
নয়াদিল্লিতে ভারতীয় টিম। ছবি: পিটিআই |
জুনিয়র হকি বিশ্বকাপে ঐতিহাসিক ব্রোঞ্জজয়ী ভারতীয় মেয়ে দল জার্মানি থেকে এ দিন উচ্ছ্বসিত অভ্যর্থনার মধ্যে দেশের মাটিতে পা দিল। ভারত অধিনায়ক সুশীলা চানু এ দিন বলেন, “ম্যাচের আগেই প্রতিজ্ঞা করেছিলাম, এ বার পদক জিতেই দেশে ফিরব।” তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথাটা সম্ভবত বলে গেলেন বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ গোলদাতা রানি রামপাল। তিনি বলেন, “ভারতে কিন্তু এখনও হকির মৃত্যু হয়নি। এই পদকটাই সেটা বলে দিচ্ছে।”
পুরনো খবর: জুনিয়র বিশ্বকাপ হকিতে ঐতিহাসিক ব্রোঞ্জ
|
রুপোলি পর্দায় স্টেইন |
|
চোটের জন্য ডেল স্টেইন ক্রিকেট মাঠের বাইরে থাকলেও ব্যস্ত হলিউডে ছবির শ্যুটিংয়ে। গত সপ্তাহেই উড়ে গিয়েছেন লস অ্যাঞ্জেলেসে ছবির প্রিমিয়ারে। জীবনের প্রথম ছবির সহ অভিনেতা অ্যাডাম স্যান্ডলার (ছবি উপরে), ড্রিউ ব্যারিমোরের মতো তারকা। ছবির নাম ‘ফ্যামিলি মুন’, যা মুক্তি পেতে পেতে অবশ্য বছর পেরিয়ে যাবে। পরিচালক ফ্রাঙ্ক কোরাচি। এই ছবিতে স্টেইন ক্রিকেটারের চরিত্রেই অভিনয় করেছেন। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আর এক জগদ্বিখ্যাত খেলোয়াড়, মার্কিন বাস্কেটবল তারকা শাকিল ও’নিলকেও। প্রিয় নায়ক স্যান্ডলার সম্পর্কে স্টেইনের বক্তব্য, “পুরো ব্যাপারটাই দারুণ। অ্যাডাম গ্রেট।
|
বোর্ডের মামলা উঠল না |
বোর্ডের মামলা মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠলই না। রেজিস্ট্রার না করানোয় মামলাটি শুনানির জন্য নিতেই পারল না সুপ্রিম কোর্ট। পরে বোর্ডের তরফে মামলাটি রেজিস্ট্রার করান আইনজীবী রাধা রঙ্গস্বামী। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টে ‘স্পেশাল লিভ পিটিশন’ জমা দিয়েছিল ভারতীয় বোর্ড। সুপ্রিম কোর্টে এই মামলায় শুনানি হওয়ার কথা ছিল এ দিন দুপুর দুটোয়। কিন্তু তা হয়নি। বুধবার দুপুর দুটোয় সুপ্রিম কোর্টে মামলাটি উঠবে।
পুরনো খবর: বোর্ডের আবেদন গ্রাহ্য হবে কি না, সিদ্ধান্ত আজ
|
রাজ্য ফুটবল অ্যাকাডেমি খড়দহে |
খেলরত্ন পুরস্কার দেওয়া হবে মোট কুড়ি জন ক্রীড়াবিদকে। বিতর্ক চললেও ২৫ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন ক্লাবকে ফের দু’লাখ টাকা করে সাহায্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিনই বিভিন্ন খেলার কৃতিদের হাতে তুলে দেওয়া হবে খেলরত্ন। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র মঙ্গলবার মহাকরণে আরও জানান, রাজ্য সরকারের প্রস্তাবিত ফুটবল অ্যাকাডেমি হবে খড়দহ স্টেডিয়ামে। এ দিনই ফিফা রেফারি বিপ্লব পোদ্দারকে রাজ্য ক্রীড়া পর্ষদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। নিয়মিত বাজারে মাছ বিক্রি করা বিপ্লব এ বার ফেডারেশনের বিচারে দেশের সেরা সহকারী রেফারি নির্বাচিত হয়েছেন। ক্রীড়ামন্ত্রী বললেন, “ওকে কোনও কাজ করতে হবে না। খেলোয়াড়দের টেকনিক্যাল পরামর্শ দেবে বিপ্লব।” এ দিকে ধ্যানচাঁদ পুরস্কারের কমিটির সদস্য মনোনীত হলেন সাব্বির আলি।
|
টুইটারে বাদ বেল |
গ্যারেথ বেল শেষমেশ রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন ফুটবলবিশ্বের এই জল্পনা উস্কে দিয়ে নিজেদের টুইটার হোমপেজ থেকে বেলের ছবি সরিয়ে দিল টটেনহ্যাম হটস্পার। তাঁর বদলে টটেনহ্যামের টুইটার পেজে এখন মুসা ডেম্বেলের ছবি রয়েছে। গত সপ্তাহে মোনাকোর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে না খেললেও এ দিন সকালে টটেনহ্যামে অনুশীলন করতে এসেছিলেন বেল। তাঁকে ছাড়া নিয়ে এখনও রিয়ালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারেনি টটেনহ্যাম।
পুরনো খবর: রুনি-বেলের দলবদল নিয়ে ধোঁয়াশা বাড়ল
|
রুনির আবেদন |
চেলসির দ্বিতীয় ‘বিড’ও খারিজ হয়ে যাওয়ায় ওয়েন রুনি নিজেই এ বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ক্লাব ছাড়ার আবেদন করতে চলেছেন। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, হোসে মোরিনহোর সঙ্গে কাজ করার ইচ্ছে এবং ওল্ড ট্র্যাফোর্ডের জীবন নিয়ে একঘেয়েমি এই দুই কারণে পুরনো ক্লাব ছাড়তে চান রুনি। |
|