টুকরো খবর
জুনিয়র বিশ্বকাপ হকিতে ঐতিহাসিক ব্রোঞ্জ

ভারতের উচ্ছ্বাস। ছবি: পিটিআই
বিশ্বজয় হল না ঠিকই, কিন্তু ইতিহাস গড়েই জার্মানির জুনিয়র হকি বিশ্বকাপ থেকে ফিরছে ভারতীয় মেয়েরা। ইংল্যান্ডকে ৩-২ হারিয়ে, ব্রোঞ্জ জিতে টুর্নামেন্ট শেষ করল তারা। জুনিয়র বিশ্বকাপে যেটা ভারতের সেরা পারফরম্যান্স। গোটা টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার রানি আরও এক বার অসাধারণ খেলল। নির্ধারিত সময় একটা গোলের পাশাপাশি পেনাল্টি শুটআউটে জোড়া গোল করে। তৃতীয় গোল নবনীত কাউরের। এ বারের বিশ্বকাপে অনেক বড় টিমকেই চমকে দিয়েছে তরুণ ভারত। এ দিন নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ থাকায় পেনাল্টি শুটআউটে যায় খেলা। বিশ্বকাপে প্রথম ব্রোঞ্জজয়ী টিমের প্রতি সদস্যকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করে দিলেন হকি ইন্ডিয়া সচিব নরেন্দ্র বাত্রা। সাপোর্ট স্টাফ পাবে পঞ্চাশ হাজার টাকা করে। ভারতের প্রধান কোচ নিল হগুড-কেও এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।

শারাপোভার সাজ

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে বারবার কোর্টে আছাড় খেয়ে হারার পর শারাপোভা এখনও ম্যাচ খেলেননি। সোমবারই শুরু মন্ট্রিয়লে রজার্স কাপ থেকেও সরে দাঁড়িয়েছেন কোমরের নীচে যন্ত্রণার কারণে। কিন্তু তাতে কী? বিজ্ঞাপন-বাজারে টেনিসের গ্ল্যামার রানি-র চাহিদা এতটুকু কমেনি। বরং প্রায় রোজই নতুন নতুন চুক্তি করছেন। মস্কোয় ২০১৪ শীততালীন অলিম্পিকের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে শারাপোভার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে গেমসের মূল স্পনসর স্যামসাং। বিশ্ব জোড়া সেলিব্রিটিদের টুইট প্রচারক ওয়েবসাইট ‘চিকু ডট কম’ দু’দিন আগে দুই বিখ্যাত হলিউড মহাতারকা, এমা ওয়াটসন ও আর্নল্ড সোয়ারজেনেগর-এর সঙ্গে শারাপোভাকেও চুক্তি করেছে। এ দিন এক বিয়েবাড়িতে যাওয়ার আগে নিজের ছবি টুইট করলেন মারিয়া।

জাডেজা এখন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে
সতেরো বছর পর আবার আইসিসি-র ওয়ান ডে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন কোনও ভারতীয় বোলার। জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে পাঁচটা ওয়ান ডে-তে পাঁচ উইকেট নেওয়ার পরই র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গে যুগ্মশীর্ষে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার। প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে শেষ ভারতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব করে দেখিয়েছেন। ওয়ান ডে ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে ভারতীয় বোলারদের মধ্যে জাডেজা চতুর্থ বোলার যিনি এই কৃতিত্বের মালিক। কুম্বলে ছাড়া এর আগে কপিল দেব আর মনিন্দর সিংহ এই নজির গড়েছেন।

কোহলিরা যখন শিক্ষক
সিরিজ হেরেই জিম্বাবোয়ের ক্রিকেটাররা সোজা ভারতীয় প্লেয়ারদের ড্রেসিংরুমে। ভারতীয় ক্রিকেটারদের কাছে টিপস নিতে। গোটা সিরিজে শুধু সিন উইলিয়ামস-এর হাফ সেঞ্চুরি ছাড়া আর কোনও বলার মতো ইনিংস নেই জিম্বাবোয়ের। কোচ অ্যান্ডি ওয়েলারের নির্দেশে তাই সোজা কোহলিদের কাছে ব্রেন্ডন টেলররা। পরে ওয়েলার বলেন, “বিশ্বের সেরা ক্রিকেটারদের কাছে শেখার এটাই সময়। উল্টো দিকে কোহলির মতো ক্রিকেটাররা যখন রয়েছে, তখন উচিত ওদের থেকে টিপস নেওয়া।”

রিয়ালে প্রথম মার্কিনী

১১ বছরের জোশুয়া পিনাডাথ-এর (ছবি উপরে) পরিবারের সব্বাই আমেরিকা থেকে চলে আসছে স্পেনে। ছুটি কাটাতে নয়। প্রথম আমেরিকান খুদে ফুটবলার হিসেবে জোশুয়া যোগ দিচ্ছে রিয়াল মাদ্রিদের ইউথ অ্যাকাডেমিতে। এক বছর আগে রিয়ালের স্পটারদের নজরে পড়ে জোশুয়া। স্পেনে ট্রায়ালে দেখার পর তাকে অ্যাকাডেমিতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে অ্যাকাডেমিতে যোগ দেওয়ার আগেই প্রতিভা দেখে জোশুয়া-ম্যানিয়া ছড়িয়ে পড়েছে।

বাউডেনকে চায় ইংল্যান্ড
চলতি অ্যাসেজ সিরিজে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের অভিযোগ চলছেই। পাল্লা দিয়ে বাড়ছে তাঁদের উপর চাপ। কিন্তু ১২ আইসিসি-র আম্পায়ারের এলিট প্যানেলে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশের মাত্র চার জন। সমস্যার সমাধানে এ বার নিউজিল্যান্ডের বিলি বাউডেনকে চাইছে ইসিবি। এমনটাই দাবি ব্রিটিশ প্রচারমাধ্যমের। ৫০ বছর বয়সি বাউডেনকে সম্প্রতি আইসিসি-র এলিট আম্পায়ারদের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

নেগি চ্যাম্পিয়ন
শীর্ষ বাছাই না হয়েও দুরন্ত ফর্ম দেখিয়ে ডেনমার্কে পলিটিকেন কাপ চ্যাম্পিয়ন হলেন ভারতের দাবাড়ু পরিমার্জন নেগি। সম্ভাব্য দশ পয়েন্টের মধ্যে তাঁর সংগ্রহ নয়। ২০০৯ সালে এই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন তিনি। কিন্তু সে বার বিপক্ষের থেকে এ বারের মতো এক পয়েন্টে এগিয়ে থাকার দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হননি। সদ্য যুক্তরাষ্ট্রে দু’টি দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নেগি দশ রাউন্ডে জেতেন আটটি। দুটি ড্র।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.