বিডিএমের পক্ষ থেকে দুই প্রতিভাবান ক্রিকেটারকে ক্রীড়া সরঞ্জাম দিয়ে সাহায্য করা হল। রবিবার মেদিনীপুর শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার রাহুল সেন ও খড়্গপুরের হিমাদ্রি চক্রবর্তীর হাতে ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট-সহ যাবতীয় ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কোট সুশীল শিকারিয়া, মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী-সহ জেলার ক্রীড়াপ্রেমী মানুষ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-অধ্যক্ষেরা। সুশীলবাবু বলেন, ‘‘বর্তমানে সাধারণ ক্রিকেটারদের ক্ষেত্রে স্পনসরটা উঠেই গিয়েছে। খুব বড় না হলে কোনও সংস্থা এগিয়ে আসে না। এমন একটি সময়ে মেদিনীপুর শহরে একটি সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ভীষণ ভাল লাগছে।” |
অনুষ্ঠানে রাহুল ও হিমাদ্রি (মাঝে)। |
রাহুল ও হিমাদ্রি দু’জনেই বাংলার হয়ে অনুর্ধ্ব উনিশে খেলেছিলেন। হিমাদ্রি এখন বাংলার হয়ে অনুর্ধ্ব পঁচিশে খেলছেন। অনুর্ধ্ব পঁচিশেই রেলের হয়ে খেলছেন রাহুল। সংস্থার পক্ষ থেকে মেদিনীপুরের ডিস্ট্রিবিউটার বিশাল তুলসিয়ান বলেন, “আমরা প্রতি বছরই এ ভাবে প্রতিভাবান ক্রিকেটারদের সাহায্যের চেষ্টা করব।” এই সাহায্য পেতে হলে অবশ্যই ক্রিকেটারকে বাংলার হয়ে খেলতে হবে বলে তিনি জানান। শুধু খেললেই হবে না, কৃতিত্বও দেখাতে হবে। তারপরই মিলবে সাহায্য। কৃতিত্ব দেখাতে পারলে কেউই এই সাহায্য থেকে বঞ্চিত হবে না বলে বিশাল জানান। তাঁর কথায়, “প্রথম ৩ বছরের জন্য চুক্তি করা হবে। ওই ৩ বছরে যাবতীয় সরঞ্জাম দেওয়া হবে। তবে অন্য কোনও সংস্থার সঙ্গে কেউ চুক্তি করতে পারবে না।” দুই ক্রিকেটার সাহায্য পেয়ে বেজায় খুশি। মেদিনীপুরে এমন অনুষ্ঠান হওয়ায় খুশি মেদিনীপুরবাসীও। |