বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টে ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ জমা করে দিল ভারতীয় বোর্ড। যেখানে বলা হল, বোর্ড নিযুক্ত তদন্ত কমিশন নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে, তা ত্রুটিপূর্ণ।
মঙ্গলবার দুপুর দু’টোয় সুপ্রিম কোর্টে বোর্ডের মামলা উঠবে। বোর্ড নিজেদের আবেদনে দাবি করেছে, তাদের তৈরি তদন্ত কমিটি সম্পূর্ণ বৈধ। নিয়ম মেনে কমিটি গড়া হয়নি বলে হাইকোর্ট যে রায় দিয়েছে, বলা হচ্ছে তা ত্রুটিহীন নয়। বম্বে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশের আবেদনও করা হয়েছে।
গত মাসে বোর্ড নিযুক্ত দুই সদস্যের তদন্ত কমিটি স্পট ফিক্সিং কাণ্ডে দুর্নীতির দায়ে অভিযুক্ত চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের দুই মালিককে ক্লিনচিট দিয়েছিল। কিন্তু তদন্ত কমিশনের বৈধতা নিয়ে আগেই বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্যপ্রতাপ বর্মা। এ দিন সুপ্রিম কোর্টে বোর্ডের তরফ থেকে আরও বলা হয়েছে যে, অভিযোগকারীর জনস্বার্থ মামলাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ তাতে অভিযোগকারীর কোনও মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে না।
যা শুনে পাল্টা হুঙ্কার ছেড়েছেন বিহার সংস্থার সচিব। ইতিমধ্যেই যিনি সুপ্রিম কোর্টে বোর্ডের বিরুদ্ধে ‘ক্যাভিয়েট’ ঠুকেছেন। এ দিন ফোনে বলেও দিলেন, “মামলাটা উঠলে সর্বপ্রথম আমরা সুপ্রিম কোর্টে আবেদন করব, সেটা যেন খারিজ করে দেওয়া হয়। বলব, পুলিশের তদন্ত আগে শেষ হতে দেওয়া হোক। তা হলেই তো বোঝা যাবে গুরুনাথ বা রাজ কুন্দ্রা আসলে দোষী কি না।” আর একান্তই যদি তদন্ত কমিশন তৈরি করতে হয়, তা হলে সুপ্রিম কোর্টের কাছেই আবেদন করা হবে তা তৈরি করে দিতে।
|
সর্বোচ্চ আদালতে কী কী প্রশ্ন বিচার্য |
• কোনও বেসরকারি সংস্থার (বোর্ডের মতো) বিরুদ্ধে কি জনস্বার্থ মামলা করা যায়, বিশেষ করে যখন সেই বিবাদী ভারতীয় সংবিধানের ১২ নম্বর ধারায় পড়ে না?
• কোনও জনস্বার্থ মামলায় কি মহামান্য কোর্ট নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে, যখন বেসরকারি সংস্থা কোনও দু’জনের কমিশন গঠন করেছে গোটা বিষয়ে তদন্ত করার জন্য?
• কোনও তৃতীয় পক্ষের করা জনস্বার্থ মামলা কি কোর্ট গ্রহণ করতে পারে, যখন সেই পক্ষ বেসরকারি সংস্থার সদস্য নয় এবং বেসরকারি সংস্থার অভ্যন্তরীন নিয়ম অনুযায়ী গড়া কমিশনও যার গতি-বিধির কোনও তদন্ত করেনি?
• কোনও বেসরকারি সংস্থা যদি ঘরোয়া তদন্তে কোনও চুক্তির বৈধতা এবং শুদ্ধতা বিচার করে, তা হলে সেটা কি জনস্বার্থ মামলায় তর্কবিতর্কের বিষয়বস্তু হতে পারে?
• কোনও জনস্বার্থ মামলায় কি কোর্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেখানে সে নিজেই ঠিক করেছে যে বেসরকারি সংস্থার কমিশন গড়া নিয়ে কোর্ট কোনও নির্দেশ দিতে পারে না যতক্ষণ সেটা ওই সংস্থার অভ্যন্তরীন ব্যাপার? |
বোর্ডের প্রার্থনা |
• জনস্বার্থ মামলা নম্বর ৫৫(২০১৩)-এ হাইকোর্টের রায়কে (৩০ জুলাই ২০১৩) চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার অনুমতি।
• তথ্য এবং সব পরিস্থিতি বিচার করে নতুন ভাবে রায় ঘোষণা করুক সুপ্রিম কোর্ট, যেটা আদালত সঠিক মনে করে। |
|