নিয়ন্ত্রণ ভারতীয় হাতেই
জেট-এতিহাদ চুক্তিতে সায় বিদেশি লগ্নি পর্ষদের
বশেষে জেট-এতিহাদ চুক্তিতে সায় দিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। তবে ভারতীয় সংস্থা জেটের হাতেই যৌথ উদ্যোগের নিয়ন্ত্রণ বজায় রাখার শর্তে সোমবার এই সায় দিয়েছে তারা। চুক্তি অনুযায়ী এতিহাদের হাতে থাকবে জেট এয়ারের ২৪% শেয়ার।
এর ফলে আবু ধাবির সংস্থা এতিহাদের হাতেই জেটের পরিচালন ভার চলে যাবে বলে যে আশঙ্কা রাজনৈতিক মহলে দানা বেঁধেছিল, তার আর অবকাশ রইল না বলে বিমানমন্ত্রী অজিত সিংহ সাফ জানিয়েছেন। বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ (এফআইপিবি) যে-সব শর্তে এই ছাড়পত্র দিয়েছে, সেগুলি হল:
• সংস্থার পরিচালন কর্তৃপক্ষকে ভারতীয় আইন মেনেই চলতে হবে
• সদর দফতর থাকবে মুম্বইয়েই
• মালিকানা নিয়ে সব বিতর্কের সমাধান করতে হবে ভারতীয় আইনেই
• নয়া চুক্তিপত্র পেশ করতে হবে অর্থমন্ত্রী পি চিদম্বরমের কাছে
প্রসঙ্গত, এর আগে বেশ কিছু বিরোধী সাংসদ আশঙ্কা জানিয়েছিলেন, জেটের নিয়ন্ত্রণ বিদেশি সংস্থা এতিহাদের হাতেই চলে যাবে। সংস্থার সদরও সরবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আজ এফআইপিবি-র সায় মেলার পর বিমানমন্ত্রী বলেন, “বিরোধীদের উদ্বেগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই চুক্তি বিদশি লগ্নিকারীদের ভারতের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে।”
তবে সংশ্লিষ্ট সূত্রে খবর, জেট পর্ষদে এতিহাদ তাদের প্রতিনিধি সংখ্যা কমিয়ে নতুন মালিকানা চুক্তি পেশ করাতেই এসেছে এই অনুমোদন। ১২ সদস্যের পর্ষদে তাদের সদস্য সংখ্যা হবে ২। জেটের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালের গোষ্ঠীর হাতেই থাকবে চেয়ারম্যান মনোনয়নের ক্ষমতা। আর এতিহাদ মনোনয়ন করবে ভাইস-চেয়ারম্যান।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.