অব্যাহত রইল ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রের বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি লগ্নি-প্রস্তাব ঘিরে চলতে থাকা বিতর্ক।
মঙ্গলবার বিজেপি নেতা ও প্রাক্তন বিমানমন্ত্রী শাহনওয়াজ হুসেন দাবি করেন, জেট এয়ারের ২৪% শেয়ার কিনতে আবু ধাবির এতিহাদ যে ২,০৫৮ কোটি টাকার চুক্তি করতে চলেছে, তা যথেষ্ট সন্দেহজনক। তবে চুক্তি নিয়ে কেন্দ্রেরই বিভিন্ন মন্ত্রকের মতবিরোধ রয়েছে, এই জল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে জলঘোলা করছে সংবাদ মাধ্যম। ভারত-আবু ধাবি দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তি নিয়ে সরকার ও বিভিন্ন মন্ত্রকের মতপার্থক্যের খবর ভিত্তিহীন। অবশ্য তাদের দাবি, জেট-এতিহাদ চুক্তি খতিয়ে দেখার প্রক্রিয়া চালাচ্ছে তারা।
এর আগে চুক্তির বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত থেকে শুরু করে জনতা দলের প্রধান সুব্রহ্মণ্যন স্বামী, বিজেপি-র যশোবন্ত সিংহ, তৃণমূলের দীনেশ ত্রিবেদী। তাঁদের অভিযোগ, এর মাধ্যমে বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দিচ্ছে কেন্দ্র। কারণ, ভারত-আবু ধাবি উড়ান বাড়লে সুবিধা পাবে জেট-এতিহাদ, আরও যাত্রী কমবে এয়ার ইন্ডিয়ার। কিন্তু এই অভিযোগও অস্বীকার করা হয়েছে বিবৃতিতে।
প্রধানমন্ত্রীর দফতর এ কথাও জানিয়েছে, জেট-এতিহাদ শেয়ার বিনিময় চুক্তির সঙ্গে ভারত-আবু ধাবি বিমান পরিষেবা চুক্তির সম্পর্ক নেই। কাজেই এ নিয়ে সরকারের মধ্যে মতবিরোধের বিষয়টি অসত্য। বিমানমন্ত্রী অজিত সিংহের দাবি, “এ নিয়ে রাজনীতিই হচ্ছে, বাস্তবের দিক থেকে চুক্তিটি বিচার করা হচ্ছে না। অথচ দেশীয় বিমান শিল্পের পক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
|