ওএনজিসি বিদেশের দরপত্র বাতিল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কাজাখস্তানের কাশাগান তেল ক্ষেত্রে মার্কিন সংস্থা কোনোকো-ফিলিপসের অংশীদারি কেনার জন্য বাতিল হল ওএনজিসি বিদেশের ৫০০ কোটি ডলারের দরপত্র। কাজাখ সরকার এই সিদ্ধান্ত জানিয়ে বলেছে, তারা নিজেরাই সেই অংশীদারি কিনে নেবে। তার পর সেটি ৫৩০-৫৪০ কোটি ডলারে বিক্রি করা হবে চিনের ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনকে। এই নিয়ে এক দশকে বিভিন্ন চিনা সংস্থার কাছে প্রায় ১,২৫০ কোটি ডলারের দরপত্র হারাল ওএনজিসি বিদেশ।
|
হিন্দ কপার শেয়ার বাজারে আসছে আজ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান কপারের শেয়ার বাজারে আসছে আগামী কাল। এই বিলগ্নিকরণের মাধ্যমে ৪.০১ শতাংশ শেয়ার ছাড়া হবে। মূল দাম স্থির হয়েছে, শেয়ার পিছু ৭০ টাকা, যেখানে বাজার দর ৭২.৬৫ টাকা। |