আগামী বছর লোকসভা নির্বাচনের আগে অর্থনীতির চাকা দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিদেশি লগ্নি টানতে মরিয়া কেন্দ্র। আর, তারই জেরে বিভিন্ন ক্ষেত্রে বিদেশি লগ্নির দরজা আরও বেশি করে খোলার ব্যাপারে মঙ্গলবার স্পষ্ট ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি জানালেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহেই মন্ত্রিসভা প্রতিরক্ষা, টেলিকম এবং বহু ব্র্যান্ডের রিটেলের মতো ক্ষেত্রে বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা শিথিল করার সিদ্ধান্ত নেবে চিদম্বরম জানান, এই সমস্ত শিল্পে প্রত্যক্ষ বিদেশি লগ্নির নিয়ম-কানুনে আমূল পরিবর্তন আনতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যে শিল্পনীতি ও উন্নয়ন সংক্রান্ত দফতর প্রতিটি মন্ত্রকের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করে তাদের সুপারিশ জেনে নিচ্ছে। চিদম্বরম বলেন, “আশা করছি এ মাসের দ্বিতীয় সপ্তাহে সব সুপারিশ হাতে আসবে। তার ভিত্তিতে তৃতীয় সপ্তাহেই সিদ্ধান্ত নেব।” ঢালাও বদল আনা হবে বলেই জানান অর্থমন্ত্রী।
বিদেশিদের সামনে ভারত যাতে লগ্নির আদর্শ ঠিকানা হয়ে ওঠে, তার জন্যই কেন্দ্র কৃতসংকল্প বলে এ দিন নতুন করে জানিয়ে দেন চিদম্বরম। অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় সচিব অরবিন্দ মায়ারামর নেতৃত্বে গড়া কমিটি বিভিন্ন ক্ষেত্রে বিদেশি লগ্নির সীমা শিথিল করতে যে-সব সুপারিশ করেছে, তার ভিত্তিতেই কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে ইঙ্গিত অর্থ মন্ত্রকের। এই সব সুপারিশের মধ্যে আছে:
• প্রতিরক্ষায় ২৬% থেকে বাড়িয়ে ৪৯%
• বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ৫১% থেকে বাড়িয়ে ৭৪%
এগুলির ক্ষেত্রে অবশ্য বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদের অনুমোদন নিতে হবে।
সরাসরি অনুমোদনের আওতায় যে-সব ক্ষেত্রে ৪৯% বিদেশি লগ্নিতে সায় দিতে বলা হয়েছে, তার মধ্যে আছে:
• একক ব্র্যান্ডের খুচরো ব্যবসাl পুরনো ওষুধ সংস্থা
• রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম শোধন
• রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
• বিদ্যুৎ
• কমোডিটি এক্সচেঞ্জ
• স্টক এক্সচেঞ্জ
• ডিপজিটরি
• বিমা
১০০% বিদেশি লগ্নির অনুমোদন দেওয়ার জন্য যে-সব ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল:
• টেলিকম ক্ষেত্র
• ক্যুরিয়র পরিষেবা
• বিমান পরিবহণ পরিষেবা (নন-শিডিউল্ড)
অর্থনীতির হাল ফেরানোই সরকারের লক্ষ্য বলে এ দিন জানান চিদম্বরম। তিনি বলেন, এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ককেও সব দিক বজায় রেখে চলতে হবে। সুদ কমানোর কথা সরাসরি শীর্ষ ব্যাঙ্ককে না-বললেও অর্থমন্ত্রীর মন্তব্য, “শুধু মূল্যবৃদ্ধিকে বাগে আনার দিকে নজর নয়, রিজার্ভ ব্যাঙ্ককে তার দৃষ্টির প্রসারতা বাড়িয়ে বুঝতে হবে উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর তার সিদ্ধান্ত কী ধরনের প্রভাব ফেলবে।” |