১ অবিবাহিত।
৪ ছাগল, ভেড়া প্রভৃতি
কেনাবেচাই যার জীবিকা।
৭ মাহাত্ম্য, গৌরব।
৯ চলন।
১০ ফুলের নরম পাতার মতো হাত।
১১ নিয়মের বন্ধন।
১৩ উষ্ণতার স্রোত।
১৫ জলপূর্ণ।
১৬ জমিয়ে রাখা।
১৭ সম্পূর্ণ নীরব ও নিস্পন্দ।
১৯ যার প্রাণ গত হয়েছে।
২১ দুই নল আছে এমন।
২২ বৃষ্ণিবংশীয়, ক্ষত্রিয়।
২৩ স্নানাগার।
২৪ পরস্পর বৈপরীত্য।
২৫ আঙিনা, উঠান।
২৬ শোভা বা সৌন্দর্য।
২৭ নয় প্রকার।
২৮ আভরণ, অলংকরণ।
৩০ প্রতিষ্ঠা করা হয়েছে।
৩২ বন্দনীয় বা সম্ভ্রান্ত বংশ।
৩৪ যে মূল্যবান সম্পদকে আঁচলে
ঢেকে সংরক্ষিত করতে হয়।
৩৫ অবিচ্ছেদে প্রচলিত।
৩৭ (রামায়ণে) ইন্দ্রজিতের পত্নী।
৩৯ লজ্জাশীল।
৪০ রণমত্তা।
৪১ পরিষ্কার করা। |
|
১ পরিশ্রমে কাতর।
২ সিংহদ্বার বা সদর প্রবেশদ্বার।
৩ খুন করার অপরাধ।
৪ প্রাপ্যতা বা শিক্ষণীয়তা।
৫ বুদ্ধদেবের চিকিৎসক।
৬ কানের মধ্যকার সূক্ষ্ম ঝিল্লি।
৭ মাঝবয়সি।
৮ (আল.) অপমানিত
বা জব্দ করা।
১১ উজ্জ্বল প্রকাশ।
১২ স্থির বিশ্বাসযুক্ত।
১৪ ফিরে আসা বা ফিরে যাওয়া।
১৭ বিধান, নির্দেশ।
১৮ সমগ্র মনুষ্যজাতি।
২০ উত্তম বা সহজ উপায়।
২১ হেমন্তকালের ধান।
২৫ যখন যেমন করা
উচিত তেমনই করা।
২৯ বৃত্তের বেষ্টনরেখা।
৩১ ইনি পুঁথি দেখে পুরোহিতকে
মন্ত্রপাঠে সাহায্য করেন।
৩২ একসঙ্গে বহু বই
প্রদর্শিত ও বিক্রির জায়গা।
৩৩ আশ্রয় চায় এমন নারী।
৩৪ গভীর মনস্তাপ।
৩৬ কাঁকর।
৩৭ শ্রেষ্ঠা বা প্রধানা।
৩৮ পরাধীনতায় যা
সহ্য করতে হয়। |