টুকরো খবর |
জটিলতা কাটল রথের মেলার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মহিষাদলে রথের মেলা নিয়ে জটিলতা কাটল। শুক্রবার থেকে ফের শুরু হল দোকানপাট বসার কাজ। পঞ্চায়েত সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মহিষাদলের ঐতিহ্যবাহী রথের মেলা পরিচালনা নিয়ে সমস্যা চলছেই। গত বছর মেলা কমিটিতে থাকা শেখ রহমান রাজবাড়ির ‘প্রতিনিধি’ হিসেবে এ বছর স্টলগুলির কাছে প্রতি ফুটে দু’শো টাকা চাইলে গণ্ডগোল বাধে। গত বারের তুলনায় দ্বিগুণ টাকা দিতে অস্বীকার করেন দোকানদাররা। এ দিন সকালে বিডিও-র কাছে যান রাজপরিবারের অন্যতম উত্তরসূরি শৌর্যপ্রসাদ গর্গ। বিডিও-র সঙ্গে বৈঠকে ঠিক হয় গত বারের মতো একশো টাকা প্রতি ফুট হিসেবে স্টলের ভাড়া নেওয়া হবে। আর স্টল মালিকদের থেকে সেই টাকা নেবেন রাজপরিবারের প্রতিনিধি শীতল গৌতম ও স্বপন চক্রবর্তী। বিডিও জানান, সমস্যা মেটায় মেলা বসার অনুমতি দেওয়া হয়েছে। গত বারের মতো একই হারে স্টল মালিকদের থেকে টাকা নেবেন রাজপরিবারের প্রতিনিধিরা। তবে সেখানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না। যদিও ওই দুই প্রতিনিধির সহযোগী হিসেবে শেখ রহমানও স্টলের বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন শৌর্যপ্রসাদবাবু।
পুরনো খবর: মহিষাদলে রথের মেলার প্রস্তুতি থমকে
|
জামিনে মুক্ত হিমাংশু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জেল থেকে শর্তাধীন জামিনে মুক্তি পেলেন ‘নন্দীগ্রাম নিখোঁজ মামলা’র অন্যতম অভিযুক্ত সিপিএম নেতা হিমাংশু দাস-সহ দু’জন। তবে তাঁদের আপাতত আদালতের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় হলদিয়া উপ-সংশোধনাগার থেকে তাঁদের ছাড়া হয়। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খেজুরির সিপিএম নেতা হিমাংশু দাস-সহ নয় অভিযুক্তের জামিন মঞ্জুর করে। এ দিন হাইকোর্ট থেকে সেই জামিনের নথি নিয়ে এসে হলদিয়া এসিজেএম আদালতে জমা করেন অভিযুক্তপক্ষের আইনজীবী বিমল মাজি। এর পর বিচারক ২০ হাজার টাকার জামিনে হিমাংশু দাস ও রবিউল হুসেনকে মুক্তি দেন। |
মুক্তির পরে। —নিজস্ব চিত্র। |
আজ, শনিবার হলদিয়া আদালতে বাকি সাত জনেরও জামিনে মুক্তির আবেদন জানাবেন বিমলবাবু। প্রসঙ্গত, ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে হামলার ঘটনায় সিআইডি গত বছরের জানুয়ারিতে চার্জশিট জমা দেয়। সেখানেই অভিযুক্ত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়া, হিমাংশু দাস-সহ ৮৮ জনের নাম ছিল। লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়ারা আপাতত জামিনে মুক্ত রয়েছেন।
পুরনো খবর: হিমাংশুদের হেফাজতে চাইল সিআইডি |
অভিযুক্ত পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পক্ষপাতিত্ব করছে পুলিশ। এমনই অভিযোগ করলেন সিপিএমের রামনগর জোনাল কমিটির সম্পাদক আশিস প্রামাণিক। তাঁর কথায়, রামনগর ১ ব্লকে তালগাছাড়ির দেউলবাট্টা গ্রামে তাঁদের দুই কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল নেতা বাদল দাসকে রামনগর থানার পুলিশ পঞ্চায়েত নির্বাচনের আগে ইচ্ছে করেই ধরছে না। অথচ হাইকোর্ট বাদলের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। উল্টে নির্বাচনের মুখে রামনগর ১ ব্লকের বিভিন্ন এলাকায় সিপিএম কর্মীদের মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। সিপিএমের পক্ষ থেকে এর প্রতিবাদে সম্প্রতি রামনগর ১ ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছে।
|
শহিদ দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যুদিন পালন করা হল পশ্চিম মেদিনীপুরে। দিনটিকে শহিদ দিবস হিসেবেই পালন করে ডিএসও এবং নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি। কমিটির উদ্যোগে এ দিন মেদিনীপুর, খড়্গুপর, বেলদা, ঝাড়গ্রাম-সহ নানা জায়গায় স্মরণসভা হয়। |
এলআইসি মোড়ে। —নিজস্ব চিত্র
|
কমিটির সম্পাদিকা অনিন্দিতা জানা বলেন, “প্রতিবাদীর মৃত্যু হয়। প্রতিবাদের কণ্ঠরোধ করা যায় না।” মেদিনীপুর, খড়্গপুর, বেলদা-সহ নানা জায়গায় দিনটি পালিত হয়।
পুরনো খবর: বরুণ বিশ্বাস-হত্যা মামলায় শুনানি বন্ধের আর্জি পেশ |
শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একশো দিনের কাজ করেও মজুরি না পাওয়ার অভিযোগে ব্লক প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। শুক্রবার দুপুরে হলদিয়ার সুতাহাটায় বিডিওকে এই নিয়ে স্মারকলিপি জমা দেন প্রায় ৩৫ জন শ্রমিক। বিক্ষোভকারীদের সকলেই গোয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোড়াদোরো গ্রামের বাসিন্দা। তাঁদের অভিযোগ, “চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কাজ করেছেন তাঁরা। অথচ একটি টাকা পাননি।” বিডিও স্বপনকুমার মাইতিও বলেন, “টাকা না আসাতেই সমস্যা। এই সঙ্কট রাজ্য জুড়ে চলছে।”
|
কঙ্কাল-কাণ্ডে জামিন দুই সিপিএম কর্মীর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পশ্চিম মেদিনীপুরের কঙ্কাল-কাণ্ড মামলায় ফের অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও আজ সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গেলেন কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত দুই সিপিএম-কর্মী গুণধর জানা এবং বিমান ঘোষ। গত দু’বছর ধরে তাঁরা জেলে ছিলেন। হাইকোর্টে জামিন খারিজ হয়ে যাওয়ার পরে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। তাঁদের আইনজীবী পীযূষ রায় জানান, শুধু জামিন দেওয়া নয়, অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ হাজির করতে না পারার জন্য রাজ্য সরকারকে আজ প্রধান বিচারপতি আলতামাস কবীরের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে। দু’জনকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে কোর্ট।
পুরনো খবর: ফের চার্জগঠন পিছোল দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে
|
ব্যবসায়ী ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘা মোহনায় বালেশ্বরের ব্যবসায়ী হেমন্ত মহাপাত্র খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বালেশ্বরেরই এক ব্যবসায়ীকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। দিঘা মোহনা থানার ওসি বিপ্লব হালদার জানান, ধৃত ব্যক্তির নাম সত্যরঞ্জন জানা। শুক্রবার তাঁকে কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান।
পুরনো খবর: দিঘায় খুন ব্যবসায়ী |
|