পক্ষপাত করতে প্রশাসনকে চাপ দিচ্ছে তৃণমূল: রবীন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আইনি পথে না চলার জন্যই আদালত একের পর এক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। শুক্রবার দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে এসে সাংবাদিক সম্মেলনে রবীনবাবু অভিযোগ করেন, ‘‘বর্তমান সরকার আইনি পথে চলতে চাইছে না। গত বছরের সেপ্টেম্বর থেকে সরকার পঞ্চায়েত নির্বাচন করানোর ক্ষেত্রে বাধা দিয়ে আসছে। তাই শেষমেষ সুপ্রিম কোর্টে ওই মামলা গিয়েছিল।” |
তমলুকে জেলা পার্টি অফিসে রবীন দেব। ছবি: পার্থপ্রতিম দাস। |
তাঁর অভিযোগ, “পঞ্চায়েতগুলির মেয়াদ শেষে প্রশাসকের হাতে দ্বায়িত্ব তুলে দিতে হয়েছে। এর জন্য দায়ী বর্তমান সরকার।” সাংবাদিক বৈঠকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন দলের তরফে পূর্ব মেদিনীপুরের দ্বায়িত্বপ্রাপ্ত রবীনবাবু। তাঁর অভিযোগ, “রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এলেও শোনা যাচ্ছে সেই বাহিনীকে জেলা সদরে রেখে গ্রামে গ্রামে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে পক্ষপাতিত্ব করতে জেলাশাসক ও পুলিশ সুপারদের চাপ সৃষ্টি করা হচ্ছে।” তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর কথায়, “জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমরা পুলিশ-প্রশাসনে অভিযোগ জানিয়েছি।” তাঁর আশা, “আগামী ১৫ জুলাই নির্বাচনের দিনে অবাধ ভোট করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” |
|