|
|
|
|
নির্দলদের একটি ভোটও নয়, আর্জি শুভেন্দুর
নিজস্ব প্রতিবেদন |
আম, জাম, লতা, পাতা চিহ্নে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদেরকে একটি ভোটও নয়— নির্দলদের উদ্দেশে করে দলীয় প্রচার প্রচার মঞ্চ থেকে সাধারণ মানুষকে এমনই বার্তা দিলেন সাসংদ শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “ওরা কোথাও-ই দশ-পনেরোটি ভোটের বেশি পাবে না।”
আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী সিপিএম এবং নির্বাচন কমিশনকে বিঁধে আগেই প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে পরপর চারটি জনসভা করেন তিনি। প্রথম দুটি হয় দাসপুর ১ ব্লকের টালিভাটা ও ২ ব্লকের গোপীগঞ্জ বাজারে। শেষ দুটি হয় ডেবরার তাবাদাঁড়ি ও বালিচকে।
|
দাসপুরের সভায় সাংসদ। —নিজস্ব চিত্র। |
প্রচারসভাগুলিতে আগাগোড়ায় আক্রমণাত্মক ছিলেন তৃণমূল সাংসদ। সভাগুলিতে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে কেন তৃণমূলকেই ভোট দিতে হবে তার ব্যাখ্যা দেন। তাঁর কথায়, “রাজ্যে দু’বছর ক্ষমতায় এলেও এত দিন অধিকাংশ পঞ্চায়েতই সিপিএমের দখলে থাকায় উন্নয়নের কাজ ব্যাহত হয়েছে। উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে তাই পঞ্চায়েতের তিনটি স্তরেই তৃণমূল প্রার্থীদের জয়ী করতে হবে।” কংগ্রেস, বিজেপিকে কটাক্ষ করে বলেন, “শুধু ভোটকাটার জন্যই ওরা রয়েছে। ওদের কাউকে একটি ভোটও নয়।”
নির্বাচন পিছিয়ে যাওয়ার জন্য তিনি কাঠগড়ায় তোলেন কমিশন ও বিরোদীদের। তাঁর অভিযোগ, “কমিশন এবং বিরোধী দলগুলি ভোট বানচাল করতে চেয়েছিল।
কিন্তু আমরা ভোট চেয়েছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের দাবিই প্রতিষ্ঠা পেয়েছে।” |
|
|
|
|
|