|
|
|
|
ভোটের মুখে জনসংযোগ |
উত্তরাখণ্ডে ত্রাণের জন্য অর্থ সংগ্রহে সিপিএম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘কী ভাল তো? উত্তরাখণ্ডের সাহায্যের জন্য এসেছিলাম। যা পারেন, সাহায্য করুন। আর এলাকার কী পরিস্থিতি? চারিদিকে যা চলছে। সবই তো দেখছেন।’ শুক্রবার এ ভাবেই জেলা জুড়ে অর্থ সংগ্রহ অভিযান করলেন সিপিএমের নেতা-কর্মীরা। অর্থ সংগ্রহের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের মুখে যেন সেরে নিলেন জনসংযোগও। জেলা সিপিএমের এক নেতা মানছেন, “অর্থ সংগ্রহের জন্য তো মানুষের কাছে যেতে হয়ই। সে ক্ষেত্রে জনসংযোগ হবে। শুক্রবার যেমন বিভিন্ন এলাকায় হয়েছে। এ আর নতুন কী!” নির্বাচনের সময়ে এমন কর্মসূচি পালনে অসুবিধে হচ্ছে না? বিশেষ করে গ্রামে? সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের মন্তব্য, “মানুষ সবার উপরে। মানুষের উপরে তো আর নির্বাচন নয়। সামনে পঞ্চায়েত নির্বাচন আছে। এটা ঠিক, এই সময়ে এমন কর্মসূচি পালনে কিছু সমস্যা হওয়ার কথা। বিশেষ করে গ্রামে। তাও আমরা নির্দেশ দিয়েছিলাম, প্রচারের ফাঁকেই অন্তত দু’ঘণ্টা সময় বের করে অর্থ সংগ্রহ কর্মসূচি করতে হবে।” |
অর্থ সংগ্রহে দীপক সরকার। ছবি: রামপ্রসাদ সাউ |
জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি মেদিনীপুর শহরেও অর্থ সংগ্রহ অভিযান হয় এ দিন। ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপকবাবু, শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী প্রমুখ। সিপিএমের জেলা সম্পাদকের কথায়, “আমাদের সকলেরই সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে এমন কর্মসূচি। দলের কর্মীরা পথে নেমে সাড়াও পেয়েছেন। পথচলতি কত মানুষ এগিয়ে এসে অর্থ সাহায্য করলেন। যে যার সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এটাই ভাল লাগছে।” |
|
|
|
|
|