টুকরো খবর |
কংগ্রেস আরও শক্তিশালী হবে: প্রদীপ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এ বারের ত্রি-স্তর পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে চেয়ে বাধার মুখে পড়ে যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদেরকে ফের তা জমা দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টচার্য। রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জৈনভবনে দলের কর্মিসভায় তিনি মুখ্যমন্ত্রীর না নাম করেই অভিযোগ করেন, “নির্বাচন প্রক্রিয়া শুরুর পর থেকে রাজ্যের ভোটারদের নিরাপত্তারক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। |
|
কর্মিসভায় প্রদীপ ভট্টাচার্য।—নিজস্ব চিত্র। |
আদালতও তাই বলেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে চাইছেন।” এ দিনের সভায় প্রদীপবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদিকা মায়া ঘোষ, উর্বশী ভট্টাচার্য-সহ ব্লক ও অঞ্চল কমিটির সদস্যরা। এ দিনই বিজেপি’র নেতৃত্বে এনডিএ জোট থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেরিয়ে এসেছেন। জেডিইউ-এর বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে তুলে প্রদীপবাবু বলেন, “এনডিএ’র ভিত ক্রমশ ভাঙছে, কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ অক্ষত রয়েছে। লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যেও কংগ্রেসের ভিত আরও শক্তিশালী হবে।”
|
দিঘায় খুন ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাকভোরে দিঘায় খুন হলেন ওড়িশার বালেশ্বরের মাছ ব্যবসায়ী হেমন্ত মহাপাত্র (৪৭)। বালেশ্বর থানার জানুগঞ্জের বাসিন্দা হেমন্ত মহাপাত্র পাঁচটি ট্রলারের মালিক। ব্যবসার কাজে প্রায়ই দিঘায় আসতেন তিনি। শনিবার রাতে বালেশ্বর থেকে গাড়িতে দিঘার উদ্দেশে রওনা দেন। সঙ্গে গাড়ির চালক ছাড়াও তাঁর ভাই, ম্যানেজার ও এক কর্মী ছিলেন। মোহনায় পৌঁছন যখন, ভোরের আলো তখনও ভাল করে ফোটেনি। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি একে-একে ফিরছে। গাড়ি থেকে সবে নেমেছিলেন হেমন্তবাবু। আচমকাই একটি গাড়িতে একদল দুষ্কৃতী এসে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে পালায়। দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের দফতরের সামনে লুটিয়ে পড়েন হেমন্তবাবু। পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি বুলেটের খোল উদ্ধার করেছে। একটি গাড়ি আটক করা হয়েছে কাছেই একটি গ্রাম থেকে। পুলিশের দাবি, ওই গাড়িতে চেপে দুষ্কৃতীরা এসেছিল। পালানোর সময় গাড়িটা ফেলে গিয়েছে তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুকেশ জৈন, কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু। ইন্দ্রজিৎবাবু জানান, হেমন্তবাবুর ভাই ও ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনো কোনও বিবাদের জেরেই হেমন্তবাবুকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।
|
কেশপুরে সভা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থীদের নিয়ে রবিবার কেশপুরে সভা করল তৃণমূল। সভায় উপস্থিত ছিলেন জেলা নেতা আশিস চক্রবর্তী, গোপাল সাহা, দলের ব্লক সভাপতি তপন চক্রবর্তী প্রমুখ নেতৃত্ব। একদা ‘লালদুর্গ’ বলে পরিচিত কেশপুরে সিপিএমের সাংগঠনিক অবস্থা এখন খূবই শোচনীয়। গ্রাম পঞ্চায়েতের আসনে দলের প্রার্থী রয়েছেন মাত্র দু’জন। অবশ্য গ্রাম পঞ্চায়েতে সিপিএমের ২৩ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এঁদের মধ্যে ২১ জনই পরে মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে খবর।
সিপিএমের অবশ্য অভিযোগ, কেশপুর জুড়ে এখন সন্ত্রাসের আবহ তৈরি করেছে তৃণমূল। দলীয় কর্মীদের মনোনয়নে বাধা দেওয়া হয়েছে। যাঁরা মনোনয়ন দাখিল করেছিলেন, তাঁদেরও প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছে। তৃণমূল অবশ্য সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের ব্লক সভাপতি তপনবাবু বলেন, “সিপিএম গণতন্ত্রকে হত্যা করেছিল। এখন কেশপুরে গণতন্ত্র ফিরে এসেছে। ওদের সঙ্গে মানুষ নেই। তাই প্রার্থী খুঁজে পায়নি।” সভায় নেতৃত্ব নির্দেশ দেন, প্রতিটি অঞ্চলে ছোট ছোট সভা করতে হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা এবং অপপ্রচার চলছে, সভার মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে তার জবাব দিতে হবে।
|
ভুয়ো পরিচয়, ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুষ্টচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শশাঙ্কশেখর পট্টনায়েক। বাড়ি নয়াগ্রাম থানার জামিরপালে। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ২৯ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। শশাঙ্কশেখরের কাছ থেকে প্রচুর ভুয়ো কাগজপত্র, সিলমোহর এবং নগদ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতেই এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রদীপ সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রদীপ পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে জেরা করেই বেশ কয়েকজনের নাম উঠে আসে। পুলিশ সূত্রে খবর, প্রদীপের মতো শশাঙ্কশেখরও নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিতেন। জমির জাল কাগজপত্র তৈরি করতেন। পরে ওই কাগজপত্র দেখিয়ে জমি বিক্রিও করে দিতেন। নয়াগ্রামের ওই ব্যক্তির কাছ থেকে যে সব সিলমোহর বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে সিবিআই লেখা সিলমোহরও রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। |
|